নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

লোকসভা ও মুম্বাই হামলা চালিয়েছে ভারত সরকার নিজেইঃ সিবিআই কর্মকর্তা!

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬







ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’র বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) এক সদস্য জানিয়েছেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় বরং ভারত সরকারই দেশটির পার্লামেন্ট এবং ২০০৮ সালের মুম্বাই হামলা চালিয়েছে।



চাঞ্চল্যকর এ খবরটি ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে।



ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আর.ভি.এস মানি দেশটির সুপ্রিম কোর্টে এক লিখিত জবানবন্দিতে বলেছেন, সিবিআই-এসআইটি দলের সাবেক সদস্য সতিশ ভার্মা তাকে বলেছেন, সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়নের স্বার্থে ভারত সরকারই দু’টি হামলা (পার্লামেন্ট ও মুম্বাই সন্ত্রাসী হামলা) চালিয়েছে।



২০০১ সালের ডিসেম্বরে ভারতীয় পার্লামেন্টে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত হয়। ওই হামলার পর ভারত সরকার বহু বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন ‘পোটা’ অনুমোদন করে। ওই আইনে সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে আটক করে তাকে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটক রাখার ক্ষমতা দেয়া হয় নিরাপত্তা বাহিনীকে। ২০০৮ সালের মুম্বাই হামলার পর ওই কালাকানুনে সংস্কার এনে সেটিকে আরো কঠোর করা হয়।



পোটার আওতায় গ্রেফতার হন শত শত সন্দেহভাজন মুসলমান, যারা বছরের পর বছর ধরে কারাগারে আটক রয়েছেন। লোকসভায় চালানো ওই হামলার দায়ে কয়েক মাস আগে কাশ্মিরের অধিবাসী আফজাল গুরুকে ফাঁসি দেয়া হয়।



ভারতের গুজরাট রাজ্যে ২০০৪ সালের জুন মাসে সাজানো এনকাউন্টারে ১৯ বছর বয়সী মুসলিম ছাত্রী ইশরাত জাহান হত্যা মামলার শুনানিতে এ চাঞ্চল্যকর জবানবন্দি দেন ওই ভারতীয় কর্মকর্তা।



গুজরাটের পুলিশ দাবি করেছে, ইশরাত জাহান ও আরো তিন মুসলিম তরুণ রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করতে এসেছিল এবং তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের চারজনই নিহত হয় বলে পুলিশ দাবি করে।



তবে পরে সাক্ষ্যপ্রমাণে আদালতে প্রমাণিত হয় ইশরাত ও তার তিন মুসলিম সঙ্গীকে পুলিশ ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে।#



রেডিও তেহরান/এমআই/১৫



Click This Link





************



সেই ২০১১ সালের এপ্রিলে লিখেছিলাম;



ভারতীয় রাডারের ব্যার্থতাঃ পুরুলিয়ায় অস্ত্র নিক্ষেপ, একদিন প্রমাণিত হবে ২০০৮ সালের মুম্বাই হামলাও সাজানো নাটক!



Click This Link



এরপর ২০১২ সালের ফেব্রুয়ারীতে লিখি;



কেঁচো খুড়তে সাপঃ মুম্বাই সন্ত্রাসে দাউদ ইব্রাহিমকে মোসাদের সহযোগীতার অভিযোগ-প্রমাণ RAWএর এবং দুই ইসরাইলীকে ভারত হতে চলে যাওয়ার নিদের্শ!



Click This Link



তো অবস্থা এখন এমন দাড়িয়েছে ভারতীয় প্রশাসনে বিবেকবান সব কর্মকর্তা জানে যে বিশেষ বিশেষ হামলা ও সন্ত্রাস ভারত সরকারের সাজানো ঘটনা। স্রেফ ভারতের কোন বিবেকবান শাসক আসলে হয়ত এগুলার সুরাহা হবে।



এই সমস্ত ঘটনা আবারো প্রমাণ করে যে বাংলাদেশে জেএমবি সহ তথাকথিত জঙ্গীবাদ ভারতেরই কৃত্রিম সৃষ্টি। কিভাবে সার্বভৌম সচেতন বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা যায় তাই এই সমস্ত চক্রান্ত। আমাদের আওয়ামী-বাকশালী গংও ভারতকে এই বিষয়ে সহায়তা করে। তাই জেএমবি বিভিন্ন নাশকতা করতে সমর্থ্য হয়। নিজেরা লুটপাট, জুলুমের শাসন করবে আর ভারতের আধিপত্যবাদকে মাথা পেতে আনন্দে নাচবে। তাই বলে বিএনপি আসলে নাকি দেশ পাকিস্তান হয়ে যাবে। এই অসভ্য কুলাঙ্গারদের বিরুদ্ধে আরো গণ-প্রতিরোধ গড়তে হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

উড়োজাহাজ বলেছেন: খুবই সম্ভব। ইহুদীদের কাছ থেকে তারা কৌশল ভালই শিখেছে। তা ছাড়া এই জাতিটা ইহুদীদেরই একটি লস্ট ট্রাইব।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলে ইসরাইল এখানে ফ্যাক্টর না। কারণ শ্রীলংকা ও নেপালের সাথেও ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক আছে। ভারত এই দুইটা অমুসলিম দেশেও অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে।

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪০

উড়োজাহাজ বলেছেন: ফ্যাক্টরের কথা বলা হচ্ছে না্। কৌশলের কথা বললাম। ইসরাইল আমেরিকার কৌশল।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারত এখন তাদের ক্রেতা। আর বিলিয়ন ডলারের লেন দেন :)

৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৯

নীল জানালা বলেছেন: তাইলে আপনেগো নেত্রী ভারতীয় বাপদের সমর্থনের আশায় লবিং করে ক্যান? গদির বিনিময়ে তিনিও সব দিতে প্রস্তুত ভারতরে। জীবনে ঘুড়ি ওড়াইসেন কখনো? ঘুড়ি যখন একদিকে টাল খায় বা কার্নি খায় তখন কি করতে হয়? বিপরিত দিকে কাগজ লাগায়া ওজনের সমতা করতে হয়। আবার দেখা যায় কার্নি বেশী লাগাইলে উল্টা দিকে টাল খাওয়া শুরু করে। এরশাদ হারামিটা হৈল ঐ কার্নি। নির্বাচনে টাল খাওয়া শুরু করলে এরশাদরে কার্নি হিসাবে লন। কপাল ভালো থাকলে উল্টা দিকে টাল খাইবো। তবে এই মামায় তো লোক ভালোনা। লাভের হিসাব নিকাশ কৈরা তার পরেই কারো লগে কার্নি হিসাবে যোগ দেয়। আগেরবার হাসিনা বিবি এইবার খালেদা বিবি। এই হারামির বাচ্চাটায় যে কিছুদিন আগে ভারত গিয়া পা ধৈরা চাটাচাটি কৈরা আইলো এবং বাংলাদেশের পাছা বর্গা দিয়া আইলো, আপনে কি মনে করেন যে নির্বাচনে জিতা সরকারী দলের শরিক হৈতে পারলে হারামিটা ভারতীয় বাপেদের স্বার্থরক্ষায় তৎপর হৈবোনা? তখন আপনাদের নেত্রী কি দেশপ্রেম, জাতিয়তাবাদ আর স্বার্বভৌমত্বের চেতনা ধুইয়া পানি খাওয়াইবো আমগো?

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী তাকে ভারত আমন্ত্রণ জানাইছে এবং সে গেছে। খালেদা কি প্রধানমন্ত্রী হাসিনার ২০১০ সালের মত কি কোন গোপন চুক্তি ভারতের সাথে করছে? খালেদার কোন উপদেষ্টা কি মসিউরের মত বলছে "ভারত হতে ফি চাওন অসভ্যতা"? রাষ্ট্রে রাষ্ট্রে আলাপ এক জিনিস আর দেশের স্বার্থ বিকিয়ে গোপন চুক্তি আরেক জিনিস। এই দুইটার মধ্যে পার্থক্য আছে সেটা আপনে মানেন?

৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: দেশে দেশে কত কি হয়?

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পররাষ্ট্রনীতি বিষয় কি আপনে নতুন শুনলেন? নাকি সুশীল সাজেন?

৫| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১

ধীবর বলেছেন: হাহাহা। আপনার চোখ থেকে দেখি ইন্ডীয়ানদের রেহাই নেই। পুরা ধরিয়ে দিয়েছেন। কর্ণেল পুরোহিতের কথা মনে আছে বাজি ভাই? ;) এখন উগ্র খ্রীস্টানবাদি, জিয়নবাদি আর হিন্দুত্ববাদি সবাই একই ফর্মুলায় খেলছে। নিজেরা করে মুসলমানদের ঘাড়ে বদনাম দেয়া। দেখি এব্যাপারে "অসাম্প্রদায়িক চেতনাধারি" ইন্ডিয়ানরা কি পদক্ষেপ নেয়।

আর এই পোস্টে খালেদা হাসিনা ইত্যাদি টেনে আনার কোন মানে তো বুঝলাম না। তবে একটা জিনিস বুঝেছি যে, ব্লগে জারজ মোদির জারজ সন্তানদের অভাব নেই।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বলেন কি কর্ণেল শ্রীকান্ত পুরোহিত ভয়ংকর রকমের চক্রান্তকারী, এরে না জানলে ভারত সমন্ধে লেখাই বৃথা! গুজরাটের মালাগাও গ্রামে এর চামচারা হিন্দু হয়েও মুসলিম লেবাস পরে বোমা বিস্ফোরণ ঘটায়। মজার কথা হল পুরোহিতকে যে পুলিশ অফিসার গ্রেফতার করে তাকে কারসাজি করে মুম্বাই হামলার দিন ঘটনাস্থল থেকে দূরে পাঠিয়ে হত্যা করা হয়। তার পরিবার এখনও দাবী যে কথিত সন্ত্রাসীরা তাকে হত্যা করেনি বরং পুলিশেরই ভিতর কেউ তাকে হত্যা করছে।

ধরেন এক মেয়েকে পাত্র পক্ষ দেখতে আসছে। শুধুই কথা বার্তা হইছে কিন্তু বিয়ে ঠিক হয়নি। এটাকেই আওয়ামী-বাকশালী গং প্রোপাগান্ডা করে যে বিয়ে-প্রণয় হয়ে গেছে। নিজেরা বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেয় সেটা কোন ব্যাপার না। ভাকুর দল চিরকাল ভন্ডই থেকে গেল।

অনেক ধন্যবাদ ধীবর ভাই।

৬| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

স্পেলবাইন্ডার বলেছেন: ৯/১১ এর রূপকার ইসরায়েল, আমেরিকার যোগ্য সাগরেদ হল ভারত। এরা এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে। জেএমবির স্রষ্টা ভারত, ভারতের আর্থিক ও লজিস্টিক সাপোর্টে জেএমবির উত্থান হয়েছে এটাও একদিন প্রমাণ হবে।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সার্কে ভারত সব শয়তানের জড় বিশেষ করে এর আধিপত্যবাদ নীতি। জেএমবি যে ভারতের মদদে গড়ে উঠা এই বিষয়ে ২০০৫এ আমাদের বিডিআর প্রধান যখন বলে বোমা-রাসায়নিক দ্রব্য, ডেটোনেটর, অস্ত্র এই সব জেএমবি ভারত থেকে আনে তখন ঐ সময় হাসিনা তেলে বেগুনে জ্বলে উঠে। পরে ২০০৯এ জুনেই জেএমবির এক নেতা জানায় যে বহুদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলায় তাদের বোমা-অস্ত্রের ভান্ডার আছে;

Click This Link

বিএনপি-জামাত জোট সরকারকে সন্ত্রাসী ও জঙ্গী বানানোই ছিল দিল্লীর আসল কুমতলব।

অনেক ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

মাজহারুল হুসাইন বলেছেন: জেএমবির উৎস ইন্ডিয়া । এটা ইতোমধ্যে প্রমাণিত । এখন শুধু ভারতীয় পক্ষের স্বীকার করার অপেক্ষা ।


ভারতের তিন জেলায় সক্রিয় জেএমবি

জনবল বাড়াতে তত্পর জেএমবি

অট: ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং আওয়ামী দুঃশাসন লিন্কের সমস্যা কি ?

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারত সরকার হইল শয়তান, এরা আবার স্বীকার যাইব :)

অনেক ধন্যবাদ মাজহারুল ভাই।

৮| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

এস এইচ খান বলেছেন: ১ম কমেন্ট উড়োজাহাজ ঠিকই বলেছেন, ইহুদীদের কাছ থেকে তারা কৌশল ভালই রপ্ত করেছে তার প্রমান আমরা প্রতি দিন সীমান্তে দেখছি! ধীবর ভাই কর্ণেল পুরোহিতের প্রশ্ন এনেছেন! শালারা এমন ইতরের ইতর প্রয়োজনে নিজের ইয়ের মধ্যে খাম্বা ঢুকিয়ে হলেও পরের যাত্রা ভংগ করবে X(

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমাদের একদল জ্ঞানপাপী দালালদের প্রতিরোধ না করতে পারলে ভারত ঠিকই বার বার সুযোগ নিবে। এই বিষয়ে খালেদা ও বিএনপিকেও হার্ডলাইনে যেতে হবে। সবচেয়ে বড় উপায় হইল চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়া। দেখছেন না শ্রীংলকার রাজপক্ষে হিন্দুস্থানের মদদ পুষ্ট তামিল সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদীদের কেমন প্যাদানী দিছে :)

অনেক ধন্যবাদ ভাই।

৯| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: চীন পারে উন্ডিয়াকে ব্যালান্সে রাখতে ।

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.