নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
ড. নিমচন্দ্র ভৌমিক
আজকে পত্রিকায় একটা শিরোণাম দেখলাম;
যুদ্ধাপরাধীর গাড়িতে জাতীয় পতাকা দেখতে চাই না
Click This Link
গতানুগাতিক ভাবে সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙিয়ে স্রেফ জ্বালাময়ী কথামালা। যার তথ্য-প্রমাণ, যৌক্তিকতা অনেক পর্যালোচনা সাপেক্ষে। কারণ বর্তমানে ১৯৭১ সংঘটিত অপরাধের জন্য গঠিত ICT হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য মোটেও যুদ্ধাপরাধীর বিচার নয়। কারণ এই সকল বাঙালী অপরাধীরা হুকুমের গোলাম মাত্র। তাও নিরপেক্ষ, সুষ্ঠ এবং ন্যায্য বিচার ব্যাতীত কাউকে দোষী বলা যথাযথ নয়। কারণ এখানে ক্ষমতার রাজনীতিও ওতোপ্রতো ভাবে জড়িত। বিগত সাড়ে ৪ বছরে হাসিনা গং চুরি, বাটপারি, র্দূনীতি-হরিলুট, জুলুম এবং ভারতের দালালী ব্যাতীত তেমন কোন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। এই সময়ে সাধারণ মানুষের আয় দ্বিগুণ হলেও ব্যায় বেড়েছে তিন গুণ। তাই এখন মানুষ সেই ১৯৭২-৭৫ বাদে অন্য যেকোন সময়ের চেয়ে অনেক টানাটানির মধ্যে আছে। কেবলই আকাশ চুম্বি আশ্বাস যার প্রাপ্তি খুব সামান্যই। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কোন সামঞ্জস্যই নাই যাকে বলে "পর্বতের মুসিক প্রসব"! হাসিনার সরকার শুরু থেকে এসেই র্দূনীতি-লুটপাট ও ভারতের সেবা করে জনপ্রিয়তা হারাবে জেনেই ইচ্ছা করেই এই মানবতা বিরোধী অপরাধের বিচারকে দেড়ী করে শুরু করে। ২০০৯এ না করে ২০১০ এর মাঝামাঝি শুরু করে। যাতে পরবর্তীতে অন্য সকল বিষয়াদিকে ধামাচাপা দেওয়া যায়। এখন যখন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি সামনে চলে আসে তখনই এটা রুখা সহ BAL গং এর জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এই ২০১৩র ফেব্রুয়ারীতে শুরু হয় শাহবাগ সমাবেশের নামে গণ-জাগরণ মঞ্চ। আর যায় কই আওয়ামী-বাকশালী সমর্থকের সেই কি তেজ। বিএনপিকে রীতিমত তুচ্ছ তাচ্ছিল্য যেন বানের পানিতে ভেসে আসা একটি রাজনৈতিক দল। তারপর যেই প্রথমে চারটি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বড় ব্যাবধানে পরাজিত হয় তাতেও হাসিনা ও তথাকথিত গণ-জাগরণ মঞ্চ গং এটাকে আমলে নিতে নারাজ। এর পর এই মাসে গাজীপুর মেয়র নির্বাচনকে রীতিমত ডু অর ডাই বানিয়ে ফেলে আওয়ামী-বাকশালী গং। আলীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেই বসেন যে "গাজীপুর হল আওয়ামীলীগের জন্য দ্বিতীয় গোপাল গঞ্জ"! এই নির্বাচনকে শুধু গাজীপুরের মেয়র নয় বরং সবাই এটাকে জাতীয় নির্বাচনের মতই দেখল;
৬ই জুলাই ২০১৩র গাজীপুর মেয়রের নির্বাচনে হেরেও আওয়ামী-বাকশালীদের দাম্ভিকতা যায় না। বরং নবোউদ্যমে ঝাপিয়ে পড়ে। আবার সেই ৭১এর অপরাধের কার্ডই শেষ ভরসা। এরই ধারাবাহিকতায় আওয়ামী-বাকশালী গংদের সেই পুরোনো কাসুন্দি যে বিএনপি-জামাত জোট যেন পরবর্তীতে ক্ষমতায় যেয়ে যুদ্ধাপরাধী তথা ৭১এর অপকর্মের সাথে জড়িতদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়ীতে জাতীয় পতাকা না দেয়। এরা হয় অজ্ঞাত তা না হলে জ্ঞানপাপী। ১৯৯৬-২০০১ মেয়াদেই হাসিনা ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় নূরুল হককে। এই নূরুল হক ১৯৭১এ তার এলাকায় শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। তাইলে দেখা যায় যে আলীগই প্রথম ৭১এ অপকর্মে জড়িত কারো গাড়ীতে জাতীয় পতাকা তুলে দেয়। কিন্তু আওয়ামী-বাকশালী গং ও তাদের বুদ্ধিজীবি, সাংবাদিক ও কলামিষ্টরা এই বিষয়ে টু শব্দটিও করে না। এরপর বিভিন্ন ভাবে প্রমাণ পাওয়া যায় এই মেয়াদে হাসিনার নিযূক্ত নেপালের কাঠমন্ডস্থ সাবেক বাংলাদেশী হাইকমিশনার নিমচন্দ্র ভৌমিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠা সত্ত্বেও কোন ব্যাবস্থা নেয়নি। অভিযোগে প্রকাশ;
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও একাধিক তদন্ত দলের প্রতিবেদনে নিম চন্দ্রের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রমাণ মিলেছে। এর পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর বিভিন্ন মহল থেকে তাঁকে বাঁচানোর জন্য তত্পরতা জোরদার হয়। আর তাদের চাপে পড়ে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সরকার সমালোচিত হয়। এ প্রেক্ষাপটে সরকারের শীর্ষ পর্যায় থেকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে জ্যেষ্ঠ এক কূটনীতিকের নেতৃত্বে এ তদন্ত দল পাঠানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালে রাজনৈতিক বিবেচনায় নেপালে রাষ্ট্রদূত নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক নেতা নিম চন্দ্র ভৌমিক। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পররাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল কাঠমান্ডু সফর করে গত মে মাসে একটি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে অন্তত ১৮টি ঘটনার বর্ণনা রয়েছে, যাতে রাষ্ট্রদূতের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিকভাবে নিম চন্দ্রকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। যদিও ওই প্রতিবেদন দেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও নিম চন্দ্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।
নিম চন্দ্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে কেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গত ১৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগির ঢাকা থেকে আরেকটি তদন্ত দল নেপালে যাচ্ছে।
নিম চন্দ্র ভৌমিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পররাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল কাঠমান্ডু সফর করে গত মে মাসেই একটি প্রতিবেদন দেয়।
প্রতিবেদনে অন্তত ১৮টি ঘটনার বর্ণনা রয়েছে, যাতে রাষ্ট্রদূতের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। এগুলো হলো—
ভূলুণ্ঠিত দেশের পতাকা: ২০১০ সালের ১৭ মার্চ হোটেল ইয়াক অ্যান্ড ইয়াতিতে মুজিবনগর দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে নিম চন্দ্র ভৌমিক নেপাল সেনাবাহিনীর বাদক দলকে বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভারতীয় জাতীয় সংগীত বাজানোর নির্দেশ দেন। কারণ, সেখানে অভ্যাগতদের মধ্যে ছিলেন মিত্র বাহিনীর সদস্য জেনারেল জ্যাকব। পরদিন নিম চন্দ্র তাঁর নিজের গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে জ্যাকবকে নিয়ে বিভিন্ন সভায় যান।
Click This Link
http://www.youtube.com/watch?v=BZ83LRID_Qo
এ ছাড়াও র্দূনীতি ও অভিনেত্রী মনীষা কৈরালার সাথে লুলপনা চেষ্টার অভিযোগতো আছেই;
এখন প্রশ্ন হল শপথ নিয়ে কিভাবে সে ভারতীয় জাতীয় সংগীত এবং রাষ্ট্রের প্রদত্ত গাড়ীতে ভারতীয় পতাকা উড়ায়? তাকে বাংলাদেশী হাইকমিশনার হিসেবে প্রত্যাহার করা হলেও আজ পর্যন্ত তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হছে বলে আমার জানা নাই। বাংলাদেশী হাইকমিশনার হওয়া সত্ত্বেও ভারতীয় পতাকা উত্তোলন রাষ্ট্রদ্রোহীতার শামিল! আবুল হোসেন, সুরুঞ্জিত সেন গুপ্তদের মত র্দূনীতি করে পার পাওয়া এবং আশরাফ, নাহিদের ভারত ও বাংলাদেশকে এক দেশ বলার থিউরীতে এই সব কাহিনী নিমচন্দ্রের ভারতীয় দালালীর সাথে পরিপূর্ণ ভাবে মিলে যায়। অথচ এই সমস্ত ঘটনা আবু সাঈদ খানের মত বাকশালী ও ভারতীয় তাবেদার গং দেখেও না দেখার ভান করে। ঘোল পানিতে মাছ শিকার করে কিভাবে বিএনপির ১৮ দলীয় জোটকে ভোট হতে বিরত রেখে BAL গংকে কিভাবে পুনরায় ক্ষমতায় আনা যায় সেই চিন্তায় মশগুল এরা। আবু সাঈদ খান গং আবার প্রমাণ করল যে আওয়ামী-বাকশালীদের চুরির উপর শিনা জুড়িতে তারাই সেরা!
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিএনপি ও খালেদা জিয়া বলছে নিরপেক্ষ, সুষ্ঠ ও ন্যায্য ভাবে আন্তর্জাতিক মানদন্ডে বিচারে কোন আপত্তি নাই। তাতে জামাত ও বিএনপি কেন আলীগের কারো শাস্তিতে আমার কোন সমস্যাই নাই। আমরা এই বিচারের নামে কোন নোংরা রাজনীতি চাই না।
২| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩
উপপাদ্য বলেছেন: তারা ভারতের পতাকাকে নিজের পতাকা ভাবে, তখন এক দুবার গাড়িতে লাগাইতেই পারে। দোষের কিছু নাই!!!!
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
তার মানে এটা তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারীদের কাছে কুন দোষেরই না
ধন্যবাদ।
৩| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৬
ফারুক মৃধা বলেছেন: ভারতের টাকায় ক্ষমতায় এসেছে
এখন পতাকা লাগিয়ে দায় শোধ করুক
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঐ যে হাসিনার পোলা জয়ও কইতাছে তার কাছে বলে তথ্য আছে BAL গং পুনরায় ক্ষমতায় আইব। মনমোহন থাকতে তাগো চিন্তা কি
ধন্যবাদ।
৪| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬
ফারুক মৃধা বলেছেন: জয় কাকুর স্বপ্নের উত্তর দিয়েছে মানুষ .... দেখেন এখানে
Click This Link
২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ ভাই।
৫| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৩
কলাবাগান১ বলেছেন: নিম চন্দ্র কে গ্রেফতার করার দাবী জানাই... এই খারাপ লোকটাকে কেন এখনও সরানো হচ্ছে না তা আমার বোধগম্য নয়
কিন্তু নিম চন্দ্রের দোষের আড়ালে যেন রাজাকারদের খারাপ কাজ বৈধ না হয়ে যায়
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখানে কোন রাজাকারের অপকর্মকে বৈধতা দেওয়া হয়নি বরং বিচার নিয়ে যেন নোংরা রাজনীতি না হয় সেটাই বলা হয়েছে।
সেই প্রায় ২ বছর আগের ঘটনা কিন্তু নিম বাবু এখনও বহাল তবিয়তেই আছে
৬| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৩
ঢাকাবাসী বলেছেন: এদের ক্ষমতায় থাকার ভিত্তিই হলো ভারত। জয় কিভাবে জানে আম্লীঘ আবার যাবে? মা কা বেটা! সারাক্ষন চাপার মধ্যেই আছে। ভাল পোষ্ট।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৭| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪১
হেডস্যার বলেছেন:
তাতে করে রাজাকার/যুদ্ধাপরাধীর গাড়িতে বাংলাদেশের পতাকা তোলা হালাল হয়ে যায় না।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রাজাকারদের গাড়ীতে জাতীয় পতাকা তাতে বাংলাদেশের কোন আইন ভঙ্গ হয়নি। কারণ তখন তারা নিয়মতান্ত্রিক ভাবে জনপ্রতিনিধি ছিল। আর নিম বাবু সজ্ঞানে ভিনদেশী তথা ভারতীয় ফ্ল্যাগ নিছে। দুইটার মধ্যে বিশাল পার্থক্য। নিম বাবু একজন রাষ্ট্রদ্রোহী। মুক্তিযুদ্ধের চেতনায় রাজাকাররা দোষী হইলে নিম বাবু সাধু থাকবে কেন? এই ভন্ডামি আর কতদিন?
৮| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
প্যাপিলন বলেছেন: ভাঙাচুরার সাথে একমত। আগে রাজাকারের হিসাবটা শেষ হোক, তারপর দেখা যাবে বাকীরা কিভাবে পার পায়।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!
৯| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: এরপরও কিছু বেজন্মার কাছে এর থেকেও বড় অপরাধ রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা ,,, আরে কুত্তার দল ঐ রাজাকার কি ফাকিস্তানের পতাকা লাগাই ছিল ? রাজাকারের গাড়িতে পতাকা কে তুলে দিয়েছে প্রথম ?
রাজাকারের সাথে আতাত কে করেছে প্রথম ?
বাংলাদেশের এক নাম্বার রাজাকারের দল ও ধর্ম ব্যবসায়ির দল হায়েনা লীগ
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে দেখতে হবে না যে আশরাফ ও নাহিদ গং বাংলাদেশ ও ভারতকে একই দেশ বলে
অনেক ধন্যবাদ।
১০| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮
তিক্তভাষী বলেছেন: গাড়ীর ছবিটির বিষয়ে আমার সন্দেহ আছে!
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: গাড়ীর বিষয়টা একটা মডেল হইলেও নিমচন্দ্র বাংলাদেশ সরকারের দেওয়া গাড়ীতে ভারতীয় ফ্ল্যাগ লাগাইছেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই।
১১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
অেসন বলেছেন: গাড়ীর ছবিটি যে বাংলাদেশ দূতাবাসের এবং নিমচন্দ্রের তা কিভাবে নিশ্চিত হলেন? যদিও নিমচন্দ্রের বিরুদ্ধে নানারকম অভিযোগ শুনা যায়।
সেক্ষেত্রে তাকে প্রত্যাহার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন জরুরী।
কিন্তু এই ইস্যুর সাথে রাজাকারের গাড়ীতে পতাকা তুলনা করা যায় না।
যারা এদেশ চায়নি তাদের কাছে স্বাধীন পতাকা তুলে দিচ্ছি আমরা। পৃথিবীর কোথাও এই উদাহারন পাবেন না। তারা এদেশে বসবাস করলে কখনও পূর্ন অধিকার নিয়ে বসবাস করতে পারে না।
উপরে একজনের(সবার জন্য প্রযোজ্য নয়) মন্তব্যের জবাব--
যারা রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা সমর্থন করে তারাই বেজন্মা।
২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: গাড়ীটা একটা মডেল। তাতে কি নিমচন্দ্রর অপকর্ম মেনে নিতে আপনার কষ্ট হয়?
এখানে কোন রাজাকার অথবা ৭১এর অপরাধীর বিরুদ্ধে নিরপেক্ষ, সুষ্ঠ, ন্যায্য এবং আন্তর্জাতিক মানদন্ডে বিচারের কথা বলা হইছে।
রাজাকাররা যারা বাংলাদেশী পতাকা ব্যাবহার করছে তারা জনপ্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় শপথ নিয়েই তা করছে। তারা বাংলাদেশ ব্যাতীত ভিন্ন দেশের পতাকা ব্যাবহার করেনি। বাংলাদেশের আইনে এই ব্যাবহার মোটেও দোষের নয়। আর হাইকমিশনার হিসেবে নিমচন্দ্র রাষ্ট্রীয় শপথ নিয়েও বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশ ও ভারতের পতাকাকে যারা এক করে ফেলে তাদের চেয়ে পরম বেজন্মা আর কে হতে পারে? এখন হাসিনা গংদের কথা হইল এই রাজাকারের ইস্যুতে নিজেদের র্দূনীতি-লুটপাট, অপশাসন, জুলুম ও ভারতীয় তাবেদারী আড়াল করা। কিন্তু জনগণ এখন অনেক সচেতন এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য দিয়ে আর বোকা বানানো যাবে না।
১২| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে ভলেন ভাই!!!
কথায় বলৈ না যে চাপা না থাকলে কবে ভঅইসা যাইতি!!!
হাম্বাদের সেই অবস্থা!!!
রাম-বাম-হাম্বা চাপা দিয়া, বাঈয়া চলে শুকনায় নৌকা
সাথৈ কিন্ছু টানে কিনা - তা আমি কতি যাবু কেনে? জ্ঞানী মাত্র ইশারায় বোঝে
২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যই হাসিনারে ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকেই বাংলাদেশের মূখ্যমন্ত্রী বললেও আওয়ামী-বাকশালীদের কিছুই যায় আসে না। অথচ এই পশ্চিমবঙ্গের লোকেরাই মনমোহনকে প্রধামন্ত্রীই বলে। তিলকে তাল করতে আওয়ামী-বাকশালীদের জুড়ি মেলা ভার।
অনেক ধন্যবাদ ভাই।
১৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
নীল_সুপ্ত বলেছেন: চলছে গাড়ি, ভারত ই তো আমাদের বাড়ি !!
চলুক তাহলে, পদ্মা খেয়েছে, তিস্তা খাচ্ছে, রামপাল খাবে। এখন পতাকা রেখে কি লাভ !
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
১৪| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৮
ধীবর বলেছেন: এখন এই নিমচন্দ্রকে দেশদ্রোহিতার দায়ে শুলে চড়ালে, হিন্দু ওইক্য পরিষদ আর সুশিল সমাজ নামে পৌত্তলিক পন্থি ভাদাগুলি বলবে, দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে। তাই আইনের আওতায় নয়, জনতার আদালতে এই ধরণের দেশদ্রোহিদের চরম শাস্তি দিতে হবে।
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বৃক্ষ তোমার পরিচয় কি....হাসিনা যেমন তেমন তার সরকার। যে হাসিনা ২০০০ সালে কোলকাতায় যেয়ে মূখ্যমন্ত্রীর ডাক শুনেও প্রতিবাদ করে না তখন নিমচন্দ্রদের শাস্তি স্বপ্নেও দেখা সম্ভব নয় যতদিন BALগং ক্ষমতায় আছে।
অনেক ধন্যবাদ ভাই।
১৫| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭
অেসন বলেছেন: নিমচন্দ্রকে কয়েকমাস আগেই নেপাল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া ভারতীয় পতাকাবাহী গাড়ীকে মডেল হিসাবে প্রদর্শন করে কি প্রমান দেখাতে চাচ্ছেন?
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নিমচন্দ্র বাংলাদেশী হাইকমিশনার হয়েও রাষ্ট্রীয় গাড়ীতে ভারতীয় পতাকা ব্যাবহার করছেন এটাই মূখ্য। তাতে অন্য একটি গাড়ীর মডেল ব্যাবহার করলে ঘটনা মিথ্যা হয়ে যায় না। তাকে তার রাষ্ট্রীয় পদ হতে সরিয়ে দেওয়া হলেও এত গুলি অন্যায়ের জন্য তাকে শাস্তি দেয় নাই। বস্তত সে দিল্লীর খাস দালাল হওয়ায় সে হাসিনার আমলে তাকে তার কৃত অপকর্মের জন্য জেলে যেতে হবে না।
১৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৫
অেসন বলেছেন: ৫ নং কমেন্টের উত্তরে আপনি লিখেছিলেন-
"সেই প্রায় ২ বছর আগের ঘটনা কিন্তু নিম বাবু এখনও বহাল তবিয়তেই আছে "
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বহাল তবিয়তের মানে তার কোন শাস্তি হয়নি।
১৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮
ইকবাল পারভেজ বলেছেন: -
উপড়ের কয়েকজন চুপা আম্লীগারের কাছে প্রশ্ন:
কুখ্যাত নুরু রাজাকারের পোলা, শেখ হাসিনার বিয়াই রাজাকার মোশারফের গাড়ীতে দেশের পতাকা থাকলে কুনু সমস্যা নাই কেন??
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
১৮| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
ইকবাল পারভেজ বলেছেন: -
উপড়ের কয়েকজন চুপা আম্লীগারের কাছে প্রশ্ন:
কুখ্যাত নুরু রাজাকারের পোলা, শেখ হাসিনার বিয়াই রাজাকার মোশারফের গাড়ীতে দেশের পতাকা থাকলে কুনু সমস্যা নাই কেন??
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই বাংলাদেশ হইল হাসিনার বাপের জমিদারী। কে রাজাকার কে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তার চেয়ে বড় হইল যে হাসিনা কি সার্টিফিকেট দিল এর উপরে আওয়ামী-বাকশালীদের কুনু কথা নাই
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২০
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: প্রিয় বাংলাদেশ জিন্দাবাদ ভাই,
জামাত ছাড়েন, রাজাকারগুলারে ফাসি দেন, আমি এইখানে কসম খাইয়া কইয়া যাইতাছি বাকী জীবন বিএনপির গোলামী কইরা যামু, ধানের শীষে ভোট দিয়া যামু। চাইলে আমার নাম, পরিচয়, ঠিকানা সব দিয়া রেজিষ্টার্ড সদস্য হব আপনার মাধ্যমে। আম্লীগ যা করতাছে সবই জানি, কিন্তু হাত পা বান্ধা। আমার কাছে রাজাকারের প্রায়োরিটি আগে, আপনার কাছে পরে। এইখানেই পার্থক্য।