নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

বৈধ ভাবে ব্যাংক ডাকাতি একমাত্র আওয়ামীলীগকেই মানায়!

২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৮



এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্নীতির দায় মেটানো হবে জনগণের টাকায়







জনগণের করের টাকায় এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্নীতির দায় মেটাতে যাচ্ছে সরকার। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাংক থেকে লুট করে নেয়া হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। অর্থ লোপাটের কারণে সরকারি ব্যাংকগুলো এক বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ আর্থিক সঙ্কটে রয়েছে। ঘাটতি দেখা দিয়েছে মূলধনের, আমানতের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখতেও হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে। সবচেয়ে খারাপ অবস্থা সোনালী ব্যাংকের। বর্তমানে রাষ্ট্রের এই বৃহত্তম ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৪ কোটি টাকা। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের সব মিলিয়ে মূলধন ঘাটতি রয়েছে ৯ হাজার ২৪৭ কোটি টাকা। এই মূলধনের আংশিক ঘাটতি মেটানোর জন্য এখন সরকার রাষ্ট্রীয় চার ব্যাংকে ৫ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে রক্ষিত বরাদ্দ থেকে এই অর্থ প্রদান করা হবে। সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা। তারা বলেছেন, হলমার্ক ও বিসমিল্লাহ গ্রুপ সোনালী ও জনতা ব্যাংক থেকে চার হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। এই বিশাল অর্থ উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার এখন উল্টো রাষ্ট্রীয় ব্যাংকগুলোর দুর্নীতিকে জায়েজ করার চেষ্টা করছে। এই ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন করা হলে দুর্নীতিকেই প্রশয় দেয়া হবে। শুধু তাই নয়, সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটানোর জন্য যে ৫ হাজার কোটি টাকা দেয়া হচ্ছে সেটি কার টাকা তা বিবেচনায় আনার প্রয়োজন রয়েছে। এই অর্থ জনগণের অর্থ, জনগণ যে কর দেন তার অর্থ। দুর্নীতির মাধ্যমে লুটপাট হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা না করে জনগণের করের অর্থ দেয়া কোনোভাবে কাম্য হতে পারে। হলমার্কসহ চারটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। অন্য দিকে বিসমিল্লাহ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান জনতা ব্যাংক থেকে লোপাট করেছে এক হাজার তিন শ’ কোটি টাকা। এই অর্থের একটি ‘কানাকড়ি’ও এখন পর্যন্ত আদায় করা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৪ হাজার ৫৪৪ কোটি টাকা। অগ্রণীর ২ হাজার ৪৮১ কোটি টাকা। জনতার এক হাজার ৬২৩ কোটি টাকা। রূপালীর ৪১৫ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি ১৮৩ কোটি টাকা। বিশাল অঙ্কের ঘাটতি থাকার কারণে সোনালী ব্যাংক এখন তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন বাড়াতে হবে। পাশাপাশি যেসব ব্যাংকে জালিয়াতি ঘটছে সেগুলোতে ব্যাংকগুলোর নিজ নিজ তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকিং বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সোনালী, জনতা, রূপালী ও বেসিক ব্যাংকে বর্তমানে যে মূলধন ঘাটতি হয়েছে তার মূল কারণ দুর্নীতি। বিশেষ করে হলমার্ক গ্রুপের কারণে সোনালী ও বিসমিল্লাহ গ্রুপের কারণে জনতা ব্যাংকের অবস্থা এখন সঙ্গিন। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে এই দুই ব্যাংক থেকে অন্ততপক্ষে পাঁচ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এখন এই দুর্নীতির দায় মেটানোর জন্য আমাদের কাছে অর্থসহায়তা চাওয়া হয়েছে। গত রোববার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মূলধন ঘাটতি মেটানোর জন্য ৫ হাজার কোটি টাকা দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়েছে, সরকারি ৫ ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। সরকার ৫ হাজার কোটি টাকা প্রদান করলেও বাকি অর্থ ঋণ আদায় করে মেটাতে হবে।



রিপোর্টারঃ সৈয়দ সামসুজ্জামান নীপু



Click This Link



****************



হলমার্ক গ্রুপের মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা। তারা বর্তমান সরকারের প্রভাবশালী মহলকে ঘুষ দিয়ে সোনালী ব্যাংক থেকে নিল ৪০০০ কোটি টাকা ঋণ। এখন এই অর্থর সমপরিমাণ সম্পদ হলমার্কের কাছে থাকাতো দূর রাতারাতি এক বা একাধিক প্রকল্প নির্মাণ করে টার্নওভার কিভাবে আসবে তারও কোন নিশ্চয়তা নাই। এত পরিমাণ টাকা বছরে বাদ দিলেও সপ্তাহে কি পরিমাণ সুদ আসে সেটাও কম না। কিন্তু তাতে ব্যাংকের আমানতদারদের সুদতো আর মাফ যাবে না। এর উপর যারা মাঝারি ও ছোট ব্যাবসায়ী তারাও সময় এবং চাহিদা মাফিক ঋণও পাবে না। এটা দেশের অর্থনীতির একটা অংশের জন্য ধাক্কা। এর সরাসরি প্রভাব পড়বে জনগণের উপর। এমনিতেই এখন মানুষের আয়ের চেয়ে ব্যায় বেশী। তারপর গ্যাস উত্তোলন, স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, যোগাযোগ সেক্টরের জন্য পর্যাপ্ত বরাদ্দতো নাই উপরন্ত অনিয়ম ও র্দূনীতির মাধ্যমে দেওয়া ঋণের জন্য সরকারী ও আধা সরকারী ব্যাংক গুলোতে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা পূরণের জন্য জনগণের প্রদত্ত করের উপর হাত দিতে হচ্ছে। যখন হলমার্কের কেলেংকারীর কথা জানাজানি হল তখন অর্থমন্ত্রী মুহিত বলেছিল যে "চার হাজার কোটি টাকা তেমন কিছু না"। এখন বর্তমানে মুহিত বলতাছে;



ছয় মাসের ব্যবধানে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-গুলোর মূলধন ঘাটতি বেড়ে গেছে সাত হাজার কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর যে মূলধন ঘাটতি ছিল এক হাজার ৯৮১ কোটি টাকা, গত ৩০ জুনে তা দাঁড়ায় নয় হাজার ৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এমন তথ্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বীকার করেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি ভালো নয়।



Click This Link



মূলত হাসিনার উপদেষ্টা মোদাচ্ছেরের সংশ্লিষ্টতা পাওয়াতেই মুহিত এই ৪ হাজার কোটি টাকাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। এখন মুহিত যতই আমতা আমতা ও আফসোস করেন না কেন শেষমেশ ঐ দরিদ্র জনগণের কষ্টের টাকা দিয়েই আপাতত ঘাটতি মেটানো হবে। আগে শুনেছি যে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ব্যাংক ডাকাতি আর এখন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা রীতিমত হরিলুটের মহোৎসব। এখন যেহেতু তানভীর ও অন্যান্য বড় বড় খেলাপীরা অস্ত্রের মাধ্যমে এই হাজার হাজার কোটি টাকা ব্যাংক হতে উত্তোলন করেনি বিধায় এটাকে বৈধ ডাকাতিই বলা ভাল। জয়তু মোদাচ্ছের!

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১১

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: তা আর বলতে, ব্যাংক চুরি কে বালের দল একটা শিল্পরূপ দিয়েছে, এদের চেয়ে এটা ভালো করে আর কেউ কখনও করতে পারেনি, পারবেও না।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আবার কয় কিসিঞ্জার মিথ্যা কইসে "তলাবিহীন ঝুড়ির দেশ" :)

২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৪

রসায়ন বলেছেন: চুর চুট্টার দল বিএনপি !
আওয়ামীরাও কম যায় না X(

সবগুলোরে ক্রসে দেয়া হোক !

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিএনপিরে এই পোষ্টে ফেরেশতা বানাইনি। হাসিনা ২০০৮ সালে দিন বদলের শ্লোগান দিয়া ক্ষমতায় আসছে। এখন জনগণের ভাল দিন বদল না হইলেও তাগোরে হাসিনা গং ঠিকই বলদ বানায়া ছাড়ছে।

৩| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২০

ধৈঞ্চা বলেছেন: এই বিষয়টা সামনে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
বর্তমান সরকারের সময় এই সব বড় বড় অর্থ কেলেন্কারীগুলো ফোকাসে এনে হাইলাইটস করতে হবে। তাহলে জনগন বুঝতে পারবে আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে কি কি করতে পারদর্শী।
এই টাকার একটা বড় অংশই দেশের বাইরে চলে গেছে আর বাকী অংশটা সামনের নির্বাচনে কাজে লাগানে হবে।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখন তারা বৈদেশি মুদ্রার রিজার্ভ বিষয়ে খুব ফালাফালি যে ১৬ বিলিয়ন মার্কিন ডলার জমছে। আরে ছাগল এটা কি রাষ্ট্রের নিজের অর্থ? রপ্তানীকারক, প্রবাসী বাংলাদেশীদের আয়ের অর্থ। এটাকে খুবই শক্ত ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হইলে দেশের আন্তর্জাতিক লেনদেন ব্যাহত হবে। এটা আওয়ামী জ্ঞানপাপীদের অনেকেই বুঝে কিন্তু সাধারণ জনগণের কাছে খোলসা করে না। কিন্তু এখন র্দূনীতির দায়ে ঘাটতি মেটানোর জন্য মাত্র ৫-১০ হাজার কোটি টাকা রাষ্ট্রের ভান্ডার হতে যোগান দিতে তাদের ডায়রিয়া হওয়ার জোগাড় :) এই খানেই বুঝা যায় হাসিনা গংদের তথাকথিত আহামরি সাফল্য ও বাস্তবতার পার্থক্য :)

অনেক ধন্যবাদ ধৈঞ্চা ভাই।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আওয়ামী চোরদের নতুন করে ৩ হাজার ৫০০ কোটি মেরে পূর্বের নিজেদেরই হলমার্ক রেকর্ড ভঙ্গের আর একটি সফলাতার গল্প

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :-B

৫| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৬

রাজীব বলেছেন: হাসিনা ২০০৮ সালে দিন বদলের শ্লোগান দিয়া ক্ষমতায় আসছে।

দিনতো বদলাইছেই, বদলায়নাই??

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা গংদের কথা বললে ঠিক আছে :)

৬| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

রিয়াজ৩৬ বলেছেন: সরকার পাল্টালে এরা কে যে কত মামলা খাবে!! জনগণকে উদাম করে নিজের আখের গোছায়!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই সবচেয়ে বড় কথা বিগত প্রায় ৫ বছরে হাসিনার কারণে দেশের সাধারণ মানুষ পিছিয়ে গেছে সেটা অনেক বড় ক্ষতি। ব্যাবসায়ী, শিল্পপতিদের আয়ের সাথে মিলিত এদের আয়ের গড় হিসাব কিন্তু সঠিক চিত্র না। তার পরেও বাল গংদের জ্ঞানপাপীর মত কথা।

ধন্যবাদ।

৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমাদের জমানো টাকা মেরে দিয়ে এখন আমাদেরই ট্যাক্স থেকে ক্ষতিপুরন করতে চাই !!!! ডিজিটাল ডাকাতের খপ্পরে জনগন।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

একেই বলে মাছের তেল দিয়ে মাছকেই ভাজা।

অনেক ধন্যবাদ বাবুয়া ভাই।

৮| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

মাজহারুল হুসাইন বলেছেন: ধন্যবাদ ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৯| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

সৌমিক জামান বলেছেন: ও ভাই, নতুন কিছু বলেন। এইগুলা শুইনা আমরা অভস্থ

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কিন্তু ভাই লোকসানের বোঝাতো আমাদেরকেই বহন করতে হবে। আর কত কষ্ট করবে সাধারণ জনগণ!

১০| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

মদন বলেছেন: বিএনপি যদি চোর হয় আওয়ামীলীগ হইলো ডাকাত।
দিন বদলাইছে তো... ;)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ মদন ভাই।

১১| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

শিপন মোল্লা বলেছেন: শেখ মজিবর রাহমান কম দুখে বলছিল না স্বাধীনতার , সবাই পায় সোনার খনি আর আমাই পায়ছি চোরের খনী"তাই মজিবের দুখ বুঝে চাষি নজরুল ইসলাম সিনামা বানায় ছিল" আবার তো মানুষ হ" কিন্ত আওয়ামীলীগ মানুষ হয়নি চোর চোরই রয়ে গেছে।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই মনে রাখবেন বাবা ও মা যদি একটু কঠোর হয়ে সন্তানদের শাসন করে সেটা কিন্তু তার ভবিষ্যতের জন্য ভাল। কিন্তু দুঃখজনক হলেও সত্য মুজিব তার নিজের পরিচিত র্দূনীতিবাজদের বিরুদ্ধে কঠোর হননি।

ধন্যবাদ।

১২| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূলধন ঘাটতি মেটানোর জন্য যে ৫ হাজার কোটি টাকা দেয়া হচ্ছে সেটি কার টাকা তা বিবেচনায় আনার প্রয়োজন রয়েছে। এই অর্থ জনগণের অর্থ, জনগণ যে কর দেন তার অর্থ। দুর্নীতির মাধ্যমে লুটপাট হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা না করে জনগণের করের অর্থ দেয়া কোনোভাবে কাম্য হতে পারে না!!! ++

নিজে ডাকাততো তাই সবারে চুর চুর কইর চিল্লায়!!!!

শাস্ত্রে বলে না চোরের মার বড় গলা! তাদের হয়েছে সেই দশা!!

তাদের সা!ফল্যের বিলবোর্ডে এইটা দিয়েছিল কি????!!!!!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আলীগ ও ভারত উপর দিয়া ফিটফাট নীচ দিয়া সদরঘাট।

অনেক ধন্যবাদ।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১০

স্বাধীকার বলেছেন:
ব্যাংক ডাকাতি আম্লীগের জাতীয় ঐতিহ্য।
লুটপাট আম্লীগের রক্তের সাথে মিশে আছে
সেই ৭১ সাল থেকে শুরু-আজো চলছে, চলবে।
কম্বল চুরি,
লবণ চুরি,
চিনি চুরি,
রিলিফ চুরি----এসব তাদের যোগ্যতা।

ডাকাতির বেলাতেও তাই, আযম জে চৌধুরী, নুর আলীদেরকে মনে পড়ছে, সেই শুরু-গত টার্মেও শেয়ার বাজার ডাকাতি করেছে এরা,
এ বারও শেয়ার বাজার ডাকাতি করেছে, তদন্ত রিপোর্ট পর্যন্ত প্রকাশ করতে সাহস পায়নি।
সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক থেকে দুই হাতে, দুই পায়ে লুটপাট করেছে-লোক দেখানো গ্রেফতার ও জামিন, দুদকের আইওয়াশ!!
সুভাষ সিংরা সোনালী ব্যাংকের পরিচালক থাকলে আলুপটলের দোকানী ভানভীররা হাজার কোটি লুটপাট করবে, ভাগ দিবে-সমস্যা নেই। মধ্য রাতে সুভাষরা টিভিতে রবীন্দ্রনাথের ঝুলি নিয়ে হাজির হয়ে জাতিকে জ্ঞান বিতরণ করবে। দু চার কথা সত্য বলায় দলীয় এমপি যেখানে জেলে ও একের পর এক মামলায় নাজেহাল, সেখানে এই ডাকাতদের বিরোদ্ধে কে কথা বলে নিজের আখেরে আগুন দিবে।
চুরি ডাকাতিকে জাতীয়ভাবে উদযাপন ও আখের গোছানোতে আম্লীগকে হার মানানোর মতো কে আছে?

বঙ্গবন্ধুর ভাগ্যে সোনার খনি জুটেনি, জুটেছিলো চোরের খনি-এটা হাম্বারা অস্বীকার করলে বঙ্গবন্ধুকেই অস্বীকার করবে।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: প্রিয় স্বাধীকার ভাই, বাপ শক্ত শাসন না করলে কিন্তু পোলাপান বখে যায়। এই শাসন সাময়িক ভাবে একটু রুঢ় লাগলেও ভবিষ্যতে সন্তানরা ভাল মানুষ হয়।

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.