নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা জোরাল হল!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২



Russia warns of nuclear disaster if Syria is hit







বস্তুত নো-ফ্লাইজোনের কারণেই ২০১১ সালে লিবিয়ার একনায়ক গাদ্দাফীর পতন সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। কিন্তু আরব বসন্তের জের ধরে সিরিয়ায় চলা আন্দোলন ও গৃহযুদ্ধ কোন মতেই সৌদি-মার্কিন মদদপুষ্ট ফ্রি সিরিয়ান আর্মি FSA একনায়ক বাশার আল আসাদকে সরাতে পারছে না। এর প্রথম কৌশলগত কারণ হচ্ছে আসাদের সক্রিয় বিমান বাহিনী। যেই বিদ্রোহীরা সিরিয়ার কোন এলাকা দখল করে পাকাপোক্ত হয় সাথে সাথেই বাশারের ট্যাংক ও বিমানবাহিনী হামলে পরে FSAকে হটিয়ে দেয়। FSA এর জন্য এটা বাড়া ভাতে ছাইয়ের মত। অনেক চেষ্টা করেও মার্কিন-সৌদি উল্লেখযোগ্য সাফল্য সিরিয়াতে পাচ্ছে না। একাধিকবার চেষ্টা করেও মার্কিনিরা সিরিয়াতে নো-ফ্লাইজোন গড়তে পারে নাই। মূলেই রুশ ও পরে চীনা ভেটো। এরপর কোন কিছুতেই যখন কিছু হচ্ছিল না তখন গত মাসের ২১শে আগষ্ট রহস্যজনক ভাবে রাসায়নিক অস্ত্র তথা বিষাক্ত সারিন গ্যাস ব্যাবহার করে ১৪০০ জন বেসামরিক লোককে হত্যা করা হয়। মার্কিনি ও পশ্চিমারা এর জন্য বাশারকে দায়ী করলেও রুশরা বলছে বিদ্রোহী নুসরা ও আল-কায়েদা এর পিছনে দায়ী। এখানে বাশারের যুক্তি হল ২ বছরে যুদ্ধ করে বিদ্রোহীরা ছত্রভঙ্গ ও ব্যার্থ তাই সে কোন দুঃখে এই রাসায়নিক অস্ত্র ব্যাবহার করবে? কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও সৌদি বাদশা এটা মানতে নারাজ। ঠিক ২০০৩ এ ইরাকের মতই সিরিয়ায় হামলা চালাতে ওবামা ও মার্কিনিরা উঠে পড়ে লেগেছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন সেটা হতে দিতে চাচ্ছেন না। কারণ সিরিয়ার তারতুসে রুশ নৌবাহিনীর ঘাটি আছে। বাশার ও তার শিয়া রেজিম হাতছাড়া মানে তারতুসও হাতছাড়া হয়ে যাওয়া। সবচেয়ে দুঃখজনক হল সৌদি, কাতার এরা এই যুদ্ধের ব্যায়ভার বহন করতে ইচ্ছুক। গর্দভের দল তোরা সুন্নী সাদ্দামকে সরায়া ইরাকে শিয়াদের বসাইছস এখন আবার কেন সিরিয়ায় শিয়া শাসককে সরাবি? বুশতো ইচ্ছা করেই ইরাকে শিয়াদের বসাইছে যেন মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নী দ্বন্দ, সংঘাত লেগে থাকে। সৌদিদের বেপরোয়া কান্ড দেখে মনে হয় যে এবার আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে এসেছি। কারণ রুশরা এবার খুবই সিরিয়াস;



Click This Link



কারণ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু বিপর্যয়ের হুমকি কোন সাধারণ বিষয় না। একেতো তাদের সামরিক কৌশলগত অবস্থান এবং দ্বিতীয়ত সম্মানের প্রশ্ন। প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপীয়রা দ্বায়ী। কিন্তু এখন সিরিয়া অবস্থায় দেখে মনে হচ্ছে সৌদি আরবের রাজতন্ত্র এর জন্য দায়ী থাকবে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: কি জানি কি হয়, চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর করারই বা কি আছে :(( :(( :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলেই আমরা অসহায়।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬

খেয়া ঘাট বলেছেন: খোকন খোকন ডাক পাড়ি,
খোকন মোদের কার বাড়ি
আয়রে খোকন ঘরে আয়
দুধমাখা ভাত কাকে খায়?


মুসলমান মুসলমান ডাক পাড়ি,
মুসলমানরা তোরা কার বাড়ি,
আয়রে মুসলমান ঘরে আয়,
না হলে তোদের সবকিছু অন্যেরা খায়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :(

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৯

উড়োজাহাজ বলেছেন: হু কেন স্টপ আমেরিকা? পৃথিবীর আসন্ন গোলযোগ থেকে রক্ষার কোন কবজ মানুষের হাতে নেই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :(

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

অ্যামাটার বলেছেন: যাই হোক, যেটাই হোক, আর রক্তপাত যেন না হয়। আজও যদি খুনাখুনি করে বেঁচে থাকতে হয়, তাহলে কী মানে হয় ২০০০ বছরের পুরনো সভ্যতার?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০

অ্যামাটার বলেছেন: আর হ্যাঁ, আমেরিকা যদি মনে করে আক্রমন করবে, তাহলে সেটা অবশ্যম্ভাবী। কেউ ঠেকাতে পারবে না। রাশিয়া-চিন মিলেও সেই সামর্থ্য নাই। বিশ্বের মোট সামরিক ব্যায়ের ৩৯% একাই আমেরিকার। রাশিয়া তৃতীয় অবস্থানে, সাড়ে ৫%, চিন দ্বিতীয় সাড়ে ৯%, সূত্র উইকি।
আমেরিকান নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার আছে ১০টা, রাশিয়ার ১! চিনেরও ১।
বিশ্বের ২য় থেকে পরবর্তী ১৫টা দেশের সম্মিলিত সামরিক শক্তি এক আমেরিকার চেয়ে কম!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখনকার দিনে পরমাণু ক্ষেপনাস্ত্রই মূল জয়ের বিষয়ে ভূমিকা রাখাতে পারে। সেই ১৯৪৫ সাল হতে ২০০৬ পর্যন্ত মার্কিনিদের তুলনায় রুশদের পরমাণু বোমার সংখ্যা বেশী। আমেরিকার প্রায় ৩৫ হাজার আর রুশদের ৪৫ হাজার;

Click This Link

কাজেই গুরুতর যুদ্ধ বাধলে মার্কিনিদের জন্য সেটা সহজ হবে না।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

প্রান্তিক জন বলেছেন: যুদ্ধ অশান্তির বিমূর্ত প্রতীক হলেও, শান্তির জন্য যুদ্ধের প্রয়োজন মাঝে মাঝে দেখা দেয় বৈকি । আমেরিকার সামরিক শক্তি আসুরিক তাতে সন্দেহ নেই, কিন্তু প্রতিরোধ গড়ে তোলাটাও কম শক্তির পরিচায়ক নয় । আর সামরিক ইতিহাসে সমসময় সামরিক সক্ষমতা বিজয় এনে দেয় নি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

লুলুপাগলা বলেছেন: আম্রিকার জন্য এখন দরকার ভিয়েতনামের মতো এক্টা শক্ত মাইর এবং কঠিন দাবড়ানী।
সাথে মিডিলইস্ট এর চুতিয়া গুলিরেও কানের নীচে বন চটকানা দেওয়া দরকার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

ঢাকাবাসী বলেছেন: বেশী শান্তি টান্তি বিরাজ করলে সুপার পাওয়ারদের অসুবিধা, বড় ব্যাবসায়ীদের অসুবিধা সুতরাং এরা যুদ্ধ বাধাবেই! লাভ আমেরিকার!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং ধন্যবাদ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এখন মানব ইতিহাসের শেষ অধ্যায়।

We are living in the end time of history.

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
আস্তে আস্তে গতিবেগ প্রাপ্ত হবে মাত্র।

তৃতীয় বিশ্বযুদ্ধ প্রয়োজন জায়নবাদী ইহুদীদের জন্য।
(জায়নবাদী ইহুদি ধর্মান্তরিত ইহুদি। সাবেক মধ্য এশিয়ার খাজার উপজাতি। এরাই বর্তমান ইহুদি জাতির ৯৫%। বাকী ৫% আব্রাহিমক ওরিজিন অর্থাৎ প্রকৃত ইহুদি, যারা পর্যুদস্ত। ঐ জায়নবাদী ইহুদীরাই কোরান বাইবেলে বর্ণিত ইয়াজু'জ মা'জুজ, Gog and Magog।

তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশ্ব নিয়ন্তা রাষ্ট্রের হাতবদল হবে। ওয়াশিংটন ভিত্তিক আমেরিকা থেকে জেরুজালেম ভিত্তিক ইসরাইল হবে।

তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তুপ থেকে নতুন বিশ্ব ব্যবস্থা (New World Order) কায়েম হবে। সমস্ত পৃথিবী একটি Prison Planet এ পরিণত হবে।

ঐ বিশ্ব রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে দাজ্জাল। দাজ্জাল বা Anit-Christ আব্রাহামিক রিলিজিয়নের অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সাহিত্যের ভাষায় Antagonist of the end time of world history.

আর এ সময়ের Protagonist বা Hero হবে হযরত ঈসা আ. ও ইমাম মাহদী আ. (হজরত মোহাম্মদ সা. এর বংশধর)।

দাজ্জাল নিহত হবে হযরত ঈসা আ. এর হাতে।

দাজ্জাল আবির্ভাবের কিছু সময় পর প্রথমে হযরত ইমাম মাহাদী আ. এর আবির্ভাব হবে। বর্তমান সওদী রেজিমকে ধ্বংস করবে। ও একটা সময়ে হযরত ঈসা আ. এর সাথে মিলিত হবে। এই মিলন স্থান হবে বর্তমান সিরিয়া।

সিরিয়া এই মূহুর্তে খুবই গুরুত্বপূর্ণ স্থান। দাজ্জাল এখানেই নিহত হবে।

এর আগে পৃথিবীর খাদ্য বিতরণ ব্যবস্থাপনা ও আবহাওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা দাজ্জালের হাতে চলে যাবে। এ অস্ত্র দিয়ে সে পৃথিবীর মানুষের আনুগত্য দাবী করবে। যারা রাজী হবে তারা ভাল থাকবে আপাতভাবে। অন্যরা সীমাহীন কষ্টে পতিত হবে, তা-ও আপাতভাবে।

দাজ্জাল নিজেকে প্রথমে ত্রাণকর্তা নেতা, পরে ঈসা আ. এবং সর্বশেষ আল্লাহ/খোদা দাবী করবে। এই জন্য হাদিছে দাজ্জালের শারীরিক বর্ণনা দিয়ে দেয়া হয়েছে যাতে করে মানুষ বিভ্রান্ত না-হয়। প্রতারিত না-হয়। দাজ্জালের বিস্তারিত বর্ণনা হাদীস শরীফে আছে। এর কিছুটা রূপক। কিছুটা আক্ষরিক।

দাজ্জাল একজন ব্যক্তি ও একটি সিষ্টেম। এই সিষ্টেস শুরু হয়েছে অনেক অনেক আগে থেকে। বর্তমান সময় হচ্ছে দাজ্জাল সিষ্টেমের Climax.

Climax সময়ে দাজ্জাল সিষ্টেমের আরও যেসব পরিবর্তন হতে পারে --

রাজনৈতিক -

One World Order/ New World Order.

অর্থনৈতিক -

Fall of US Dollar and Introduction of Electronic Money.

ধর্মীয় -

Satanic Religion.।
(মদ, জুয়া, অবাধ যৌনতা, যেমন-ইচ্ছে-তেমন-করে-চলা) এক কথায় - Do what thou wilt shall be the whole of the law. (Aleister Crowley )

উপরে যা' বলা হোল তা' নিয়ে যাদের আগ্রহ আছে তাদের নিজেরা অনুসন্ধান চালাতে পারেন। এই মূহুর্তে খুবই গুরুত্বপূর্ণ কাজ এটি। এটিই পৃথিবীর শেষ সময়। তাই দেরী নয়।

সবাইকে ধন্যবাদ। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আর একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি।

তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর অধিকাংশ মানুষ মারা পড়বে। প্রায় দুই তৃতীয়াংশ। হাদীছ শরীফে এই যুদ্ধকে "মালহামা" বলা হয়েছে। প্রচুর প্রাণহানী হবে।

এই পৃথিবী সম্পূর্ণ নতুন এক পৃথিবীতে পরিণত হবে।

অনেকের অনেক পরিকল্পনা/স্বপ্ন বাস্তবায়ন করা হবে না। এখন যারা বালক তারা আর যৌবনেও প্রবেশ করতে পারবে না। বিয়ে করতে পারবে না। চারিদিকে এক অনিশ্চিত থমথমে অবস্থা বিরাজ করবে।

তাই সতর্ক হউন। নিজে জানুন। অপরকে জানান।

ধন্যবাদ। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আশা করি যুদ্ধ এড়ানো সম্ভব হবে।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

স্পেলবাইন্ডার বলেছেন: হুমম..

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :(

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২০

nurul amin বলেছেন: আমেরিকা সৌদি ফাদে পড়েছে। সৌদিরা তাদের রাজতন্ত্র টিকানোর জন্য এসব করছে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং ধন্যবাদ।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

হুমায়ুন তোরাব বলেছেন: amar jana mote SADDAM SHIYA silo..

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই এই সমন্ধে কোন লিংক থাকলে দয়া করে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.