![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"দোস্ত, খেলা দেখছিস??"
- 'না দোস্ত! কার্ড পরীক্ষা ছিল! তবে শুনছি, মোস্তা ৬ উইকেট পাইছে। গ্রেটনেস! '
"ধুর শালা! খেলা দেখোস না। কি দেশপ্রেমিক হইলি?? রেন্ডিয়ারে ভইরা দিসে একদম!"
-'হুমম! নাসির কেমন খেললো রে?'
"নাসির! খেলা বাদ! নাসিরের বইনডারে দেখসোস! অস্থির!"
-'নাসিরের বোন! খেলা, নাসির, নাসিরের বোন! কিছু তো বুঝতেছি না।'
"আরে কইস না! প্লেবয়ডা বইনের লগে সেলফি দিসে! ইচ্ছামত কমেন্ট কইরা দিসি!"
(to be continued -কারন একটাই! আমরা বাঙালি!)
কয়েকদিন আগে এই নাসিরদের সৌজন্যেই আমরা ভারতকে ভরে দিলাম (বলতে খারাপ লাগে, কিন্তু এটাই ৯৯% বাঙালির ভাষা) ! বিনিময়ে কি দিলাম! লজ্জা! যার কারনে নাসির নিজে ভক্তদের বলে #Don't #Follow #Me! ক্যাপটেন মাশরাফি এই কারনে নিজের অফিসিয়াল পেজ অফ করে দিলো। সাকিব নিজের স্ত্রীর নিরাপত্তা দিতে গিয়ে বিসিবির রোষানলে পড়েছিল!!
আমরা এমন কেন?
বাংলাদেশের কি আছে? ১৯৫২, ১৯৭১ আর এই ক্রিকেট ছাড়া বাংলাদেশের গর্ব করার মত আর কিচ্ছু নেই। আমরা এই নিউ জেনারেশন এগুলোও ধুলোয় মিশিয়ে দিচ্ছি দিন কে দিন! কিচ্ছু করার নাই! বাংলাদেশকে উঠতে না দেওয়ার জন্য অন্য কোন দেশকে দায়ী করে লাভ নেই। আমরাই নিজেদের টেনে ধরে রেখেছি!
এইতো কয়েকদিন আগে ইন্ডিয়াকে হারালাম, ইন্ডিয়ার লোকজন শচীন টেন্ডুলকারকে ইশ্বর মানে। বোঝেন? রেসপেক্ট কি জিনিস! আর নাসির হচ্ছে আমাদের কাছে প্লে বয়!
ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে নিজের ক্যারিয়ারের স্বর্নসময়ে ইউরোপে খেলতে পারেননি! কারন ব্রাজিল সরকার পেলেকে 'জাতীয় সম্পদ' ঘোষনা করে দিয়েছিল! আর বিসিবি কারনে অকারনে সাকিবকে 'অবাধ্য' আখ্যা দেয়!
আমরা পারিনা! বাইরের দেশের কাউকে সম্মান দিতে পারিনা, নিজেদেরকেও না! আমাদের হবে না! যুগ পাল্টেছে, কিন্তু পাল্টাইনি আমরা! রয়ে গেছি বর্বর আর বন্য!
৩০ শে জুন, ২০১৫ রাত ১২:১০
Saikat Palash বলেছেন: পারেনি আমাদের বড়রা, পারবনা আমরা! ছোটদের জন্য রেখে যাব একটা কুৎসিত পৃথিবী! :-(
২| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৮
আরিফুর রহমান বাবুল বলেছেন: কোন গালি খুজে পাচ্ছিনা, কি গালি দিলে প্রতিটা মানুষের মন ভরবে? ইচ্ছা করলে কি সরকার পারেনা এই জানুয়ারকে খুজেবের করতে????? পারে....কিন্তুু করবেনা, হা করতো যদি সরকারের নিজেরবেলায় হতো।
৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
Saikat Palash বলেছেন: সরকার ধরবে কতজনকে??? আমরা যদি নিজেরা না শুধরাই তাহলে কখনো হবে না।
ধন্যবাদ আপনাকে পোস্ট পড়া ও মন্তব্য করার জন্য
৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:০০
বটপাকুড় বলেছেন: ইন্ডিয়ার লোকজন শচীন টেন্ডুলকারকে ইশ্বর মানে। বোঝেন? রেসপেক্ট কি জিনিস! আর নাসির হচ্ছে আমাদের কাছে প্লে বয়!
ভাই যে যেরকম তাকে তো সেই রকম ভাবেই মানুষ চেনে। দেখেন তো রুবেল এর মতো চরিত্রহীন ছেলেকে সবাই কি ভাবে হাপী বলে নাচতেছে। বলেন রুবেল এর কি বিচার হওয়া উচিত না ?
০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৫৪
Saikat Palash বলেছেন: রুবেল অপরাধ করে থাকলে অবশ্যই বিচার হওয়া উচিত। তবে তা অবশ্যই খেলার মাঠে নয়। আর নাসিরের ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। রুবেল কান্ডে রুবেল ও হ্যাপি দুজনেরই দোষ ছিল। কিন্তু নাসিরের কি দোষ?? কিংবা নাসিরের বোন??? তার কি দোষ!!! দেখাতে পারবেন?
৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:১৩
অবিবাহিত জাহিদ বলেছেন: Nasirer bon bolaea ato mata mate ..
Kintu onnaer belay sobi chup
০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৫৮
Saikat Palash বলেছেন: হ্যা! সেটাই। নাসিরের বোন বলেই বিষয়টা এত ফলাও করে ছাপা হয়েছে। কিন্তু আমাদের আশেপাশে কিন্তু ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। তাহলে একবার ভাবুন তো, আমাদের নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে??????
৫| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৭
বটপাকুড় বলেছেন: না ভাই, নাসিরের কোন দোষ নেই । কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে আসলে ব্যক্তিগত ছবি না দেওয়াই ভাল। কারণ বুঝতেই পারছেন আমরা মানুষ হিসেবে কেমন আমাদের রুচি বোধ। আমরা মার্ক জুকারবার্গকে ছাড়ি না বাজে কমেন্ট করা থেকে, সেই খানে নাসির তো কথাই নাই। আমাদের আর নিম্ন রুচির কারনে ইতিমধ্যে বিশ্ব জোড়া পরিচিতি
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
Saikat Palash বলেছেন: ভাই, আমিও সেটাই বোঝাতে চেয়েছি। নিজেদের শোধরানো ছাড়া কোন রাস্তা নেই!
এবং আপনাকে আবারও ধন্যবাদ
৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪
অতিকায় অমাবস্যা বলেছেন: জুকারবার্গকেও ছেড়ে কথা বলি না। আমরা বাঙালিরা পারিও বটে
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫০
Saikat Palash বলেছেন: বাঙালি পারে, সবই পারে।
এনিওয়ে, ধন্যবাদ
৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫
অতিকায় অমাবস্যা বলেছেন: লেখা চালিয়ে যান
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ রাত ১২:০৫
বাংলার ডাকু বলেছেন: কোন মন্তব্য নয় শুধুমাত্র একটি দীর্ঘশ্বাস.....