![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত
আমাগো হ্যাডম দেখেন !
উদ্ধারকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক—সবার হাতে, পকেটে সুগন্ধীর ক্যান।
চারদিকে বৃষ্টির মতো চলছে সুগন্ধি ছিটানো।কিন্তু এক মিনিটও থাকে না সুগন্ধের রেশ। তারপর শুধুই বাতাস ভারী করা লাশের গন্ধ।
রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে শুধু পচা গন্ধ বের হচ্ছে, তবে সেখানে কত লাশ আটকে আছে বা নিখোঁজের প্রকৃত সংখ্যা কত, তার কোনো হিসাব নেই।
জেলা প্রশাসন জীবিত উদ্ধার, মৃত ও হস্তান্তর হওয়া লাশের তালিকা করে বোর্ডে সংখ্যা লিখে রাখলেও নিখোঁজদের তালিকা করেনি।
তবে সাভার পুলিশের হিসাবে নিখোঁজের সংখ্যা এক হাজারের মতো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সোশ্যাল ওয়েল ফেয়ার ক্লাবের শিক্ষার্থীরা নিখোঁজদের একটি তালিকা করছেন। তাঁদের হিসাবেও নিখোঁজের সংখ্যা এক হাজারের মতো।
আইবিএর ছাত্র রাজিবুল ইসলাম বলেন, গত বুধবার ভবন ধসের পর থেকে এক সপ্তাহ ধরে তাঁরা নিখোঁজের যে তালিকা সংগ্রহ করছিলেন, তাতে মোট এক হাজার ৩৫০ জনের নাম নিবন্ধিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু লোক উদ্ধার হয়েছেন, কারও নাম দুইবার লেখা হয়েছে। এসব বাদ দিয়ে এখন পর্যন্ত তাঁদের হিসাব অনুযায়ী, এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
আর, এই অবস্থায় আমাগো প্রধানমন্ত্রী উদ্ধার কাজে বিদেশী সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে হ্যাডম দেখাইলেন ! কয়, "আমরাই সব পারি..."
২ দিন পর কইলো... "দুনিয়ার ইতিহাসে এত মানুষকে জীবিত উদ্ধারের নজির নাই..."
আমিও তো সেই হ্যাডমের কথায় কচ্ছি....
দুনিয়ার কোন জায়গায় উদ্ধার কাজ সমাপ্ত করতে ২০ দিন(৪ দিন ম্যানুয়াল এবং ১৬ দিন যান্ত্রিক) লাগছে ??
দুনিয়ার ইতিহাসে এতগুলো মানুষ মরলো কোনখানে ??
এখনও যে প্রায় হাজার খানেক মানুষ নিঁখোজ, তাদেরকে মৃত ধরে নিলে সাভার ট্রাজেডিতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়.....
কিন্তু, আমগো হ্যাডম আছে বলে কথা.... ২০ দিন লাগলে লাগুক... হাজার মানুষ মরলে মরুক... জীবনের চাইতে হ্যাডমের মূল্য বেশি !
** হ্যাডম সম্ভবত নোয়াখালীর একটি আঞ্চলিক শব্দ ।এর অর্থ অহংকার/ দেমাগ/ মুরোদ.
©somewhere in net ltd.