![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমার লেখা সাজানোর জন্য যুক্তির খাতিয়ে কিছু বাজে শব্দ ব্যবহার করার জন্য
ভ্যালেন্টাইনস ডে কি ?
-জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত একটি দিবস ।
পালন করার প্রস্তুতি শেষ?
একটু কষ্ট করে স্ক্যান্ডাল লিখে সার্চ দেন । অথবা পর্ণ
। দেখুন দুই একটা ভিডিও।
সবগুলো মেয়ের চোখে দেখবেন বিশ্বাস আর ছেলের
কাকুতি মিনতি ।
সেই ভালোবাসার শেষ পরিনতি
কিন্তু এই ভিডিও।
পরিমল জয়ধরা ওত পেতে থাকে ।
আর আপনাদেরকে শিকার বানিয়ে ফেলে ।
একটু অসাবধানতা হবে আপনার জীবনের কাল অধ্যায় ।
আপনি জেনে রাখুন এই দিনঃ
১। অনেক মেয়ে সতীত্ব হারাবে।পর সেই প্রেমিকই বলবে পতিতা।
২। একদিনের এই উন্মাদনায় যখন পাগল হবেনঃ মা বাবা জানবে আপনি অমুক বান্ধবীর বাড়ি ।
অথচ দেরী করে যখন বাড়ি ফিরবেন জেনে রাখুনঃ আপনার মা একটুও চিন্তা করেনি । আপনাকে বিশ্বাস করা বড্ড অপরাধ ।
তাই না ?
আপনারও তো ছেলে মেয়ে হবে । যুগ হবে আরো আধুনিক ।
৩। কথিত বয়ফ্রেন্ডের সাথে চুমাচুমি করে ছবি উঠাবেন ।
ছবি আসবে ফেসবুকে ।
যাবে নোংরা পেজে ।
মানুষ খারাপ বলবে ।
তাতে কি ?
আপনার চামড়া সাদা ।
বাপের আছে অঢেল টাকা।
ধরুন , বিরাট কোটিপতির সাথে বিয়ে হলোঃ সব পাপ গোপন।
অথচ হঠ্যাত্ একদিন ছবিগুলো ...
আরে ভাই ব্যাপার না ।
আপনার স্বামী রাতে আপনাকে বুকে জড়িয়েই ঘুমোবে ।
ভালোবাসবে । পাশাপাশি যাতায়াত থাকবে তথাকথিত মডেলদের সাথে একান্ত মুহুর্ত । এটাও কঠিন কিছু না । মেনে নিন । না মানলে তো খ্যাত হবেন ।
আপনার স্বামীর কাজের প্রতিবাদ করবেন ?
কি লাভ ?
সে তো আপনাকে পতিতাই বলবে।
আপনিই বলুনঃ সে কি অন্যায় করছে ?
যদি হ্যা বলেন ।
তবে , আপনি কি তাকে আগেই ধোঁকা দেন নাই ।
ছেড়ে আরেকজনকে বিয়ে করবেন?
এটা তো দারুন কাজ। ব্যাপার না জামাই ম্যানেজ হয়ে যাবে ।
আধুনিক মেয়েদের সবাই চায় । চাহিদা বেশী ।
তাদের কথাঃ ভোগে সুখ , ত্যাগে নয় ।
কেবল আপনাকে ভোগ করবে ।
কেউ ভালোবাসবে না ।
৪। আর আপনার প্রেমিক । মিঃ বল্টু অথবা প্যান্ট
পেন্ট ছিরা হাঙ্গামা । অথবাঃ হিপ হপ অথবা মডেল ।
কি আর করবেন ?
জোর করে ভিডিও করেছে ।
কত বাঁধা দিলেন ।
কিন্তু তার দুষ্ট মিষ্টি ভালোবাসা ।
আহা ! আহা !
না করতেই পারলেন না ।
তারপরঃ সেই স্মার্ট বয় বা তার বন্ধু আসবে ।
বলবে ভিডিও প্রকাশ করবে ।
তখন ?
বাধ্য হবেন শরীর দিতে ।
কতবার দিবেন ?
কতশত বার দিবেন?
৫। একটু অসাবধানতায় ভ্রন হত্যার মত কঠিন সিদ্ধান্ত
নিতে হতে পারে আপনাকে ।
নিজেকে নারী ভাবেন ?
নারী হিসেবে এই সমাজ আপনাকে স্বীকৃতি দিবে না।
হয়তো আপনার প্রতিপত্তির কাছে মাথা নত করবে ।
কিন্তু আপনি অতিক্রম করে যেতেই আঙুল দেখিয়ে বলবেঃ পতিতা ।
ভালোবেসে বিশ্বাস করা অবশ্যই ভালো , তবে অন্ধ বিশ্বাস চোখ খুলে দেয় ।
আর , ভুল মানুষকে বিশ্বাস করলে পাবেন শিক্ষা ।
সেই শিক্ষা আগেই নিন ।
সময় থাকতে সাবধান হন ।
©somewhere in net ltd.