![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাওয়া কোন কথার ভিড়ে
রাখবে কি আমায়
রাখবে কি কোন ধুলোয় মোড়ানো
পুরোনো বইয়ের পাতায়
অথবা ফিকে হয়ে আসা কোন
নিকটতম অতীতের লহমায়।
রাখবে কি ভুলে যাওয়া কোন হাসির আড়ালে
অথবা মুছে ফেলা কোন কান্নার জলে
নয়তো রূদ্ধ করা কোন বিষাদের দরজায়'
রেখো আমায় ক্ষয়ে যাওয়া অস্তিত্বে
ডেকে নিও কোন অসহায় একাকীত্বে
নাহয় কোন গভীর রাতে নির্ঘুম আচ্ছন্নতায়।
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২
বিপুল গমেজ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
২| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
রাশেদ অনু বলেছেন: ভালো লেগেছে... আশা করি সামনে আরও এমন ভালো কিছু লেখা পাবো আপনার কাছ থেকে ।
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯
বিপুল গমেজ বলেছেন: ধন্যবাদ, আসলে আসা হয়না খুব একটা।ভাল থাকবেন
৩| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬
নাসরীন খান বলেছেন: valo hoeche.
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০০
বিপুল গমেজ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
বিপুল গমেজ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
৪| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১
অদৃশ্য বলেছেন:
সুন্দর...
খুব ভালো লেগেছে আমার
শুভকামনা...
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
বিপুল গমেজ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
৫| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২
শুঁটকি মাছ বলেছেন: ডেকে নিও কোন অসহায় একাকীত্বে
নাহয় কোন গভীর রাতে নির্ঘুম আচ্ছন্নতায়।
দারুন!!!!!!
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
বিপুল গমেজ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
৬| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮
বটবৃক্ষ~ বলেছেন:
এভাবে রেখে কি লাভ!?
তবে রয়েই যায় কেউ না কেউ এমন করে , প্রতিটি মনের গহীনে....
মানুষের জীবনে কোন শিফট + ডিলিট বাটন নেই _জানেনতো??!
হাহহাহা!!
ভালো থাকুন নিরন্তর .........
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১
বিপুল গমেজ বলেছেন: কি জানি ? হয়তো থাকে। এভাবে ভাবিনি।
ধন্যবাদ, ভাল থাকবেন।
৭| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১
বিপুল গমেজ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন। সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯
আলী খান বলেছেন: সুন্দর.......................এবং ভাল...