নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং- কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কাজটা কি আসলে?

০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কাজ কী? এরা আসলে কি করে? কেনই বা এদের কে উচ্চ বেতনে চাকরি দেয় টেক্সটাইল শিল্পমালিকরা?



অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাম শুনলেই নাক সিটকান, বলেন এইটা কোন ইঞ্জিনিয়ারিং হইল? কাপর-চোপরের আবার কিসের ইঞ্জিনিয়ারিং? শতকরা ৮০ভাগ লোকই জানেন না যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চাকরি মানে কাপর-চোপরের ইঞ্জিনিয়ারিং না।

এটি সম্পূর্ন ম্যানুফ্যাকচারিং বেসড একটি প্রসেস যেখানে একজন ইঞ্জিনিয়ারকে মেশিন সেটাপ থেকে শুরু করে প্রসেস কন্ট্রোল, প্রোডাক্ট দেভেলপমেন্ট , গিয়ার মেকানিসম এবং মেইন্টেনেন্স নিয়ে কাজ করতে হয়। স্পিনিং এর ইঞ্জিনিয়ার দের প্রোগ্রাম ইনপুট দেয়া জানতে হয়। ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ার দের প্রথম সারির কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে হয়।



নাসার বিজ্ঞানিরা যারা দীর্ঘদিন যাবত মহাকাশে মানুষ পাঠাতে কাজ করে যাচ্ছেন তারা অসংখ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের গবেষনায় নিযুক্ত করে স্পেস স্যুট এবং ন্যানোফাইবার, কার্বন ফাইবারের শিল্ড তৈরীর জন্য।



অতি সম্প্রতি বুয়েট নন-ওভেন জূট টেকনোলজী কে জিও টেক্সটাইল হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ব্যবহার শুরু করেছে, আগামিতে সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়মিত বিষয় হিসেবে যখন জিও-টেক্সটাইল পড়ানো হবে তখন এই কোর্সের জন্য বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেরকেই শিক্ষক হিসেবে পাবেতারা।



সত্যি বলতে কী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সাথে সব চেয়েবেশি মিল রয়েছে আইপিই ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে।



যাই হোক, পেশা হিসেবে অনেকের অ্যালার্জি থাকলেও বাংলাদেশে একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই আন্তর্জাতিক পর্যায়ে "মেইড ইন বাংলাদেশ " ট্যাগ এ ব্র্যান্ডিং শুরু করেছে। আজকাল অনেক প্রতিষ্ঠান ( যেমন ওয়াল্টন ) দাবি করে তারা নাকি বাংলাদেশকে ব্যান্ডিং করছে, আন্তর্জাতিক হাজার হাজার ব্র্যান্ডের ভিড়ে কয়জন মানুষ ওয়াল্টন ব্যবহার করে কেউ জানে?



জেনে রাখুন বিশ্বের ২য় বৃহত্তম জিন্স ব্র্যান্ড এইচ এন্ড এম শুধুমাত্র বাংলাদেশ থেকেই বছরে ১৩০ কোটি মার্কিন ডলার মুল্যের পন্য নিয়ে থাকে, আজ আমরা যারা হলিউডের মুভি দেখে অভ্যস্ত তারা কয়জনে জানি এই সব নামীদামি সেলিব্রেটিরা বাংলাদেশ এর নাম কে এক্টি ব্র্যান্ড হিসেবে জানে? ফুটবল বিশ্বকাপে গ্রেড ওয়ান জার্সি , ন্যাটোরক্যামোফ্ লেজ ড্রেস থেকে শুরু করে ডিজেল, রিবক, নাইকি, পুমা কারা নির্ভর করে না এই দেশের টেক্সটাইল প্রোডাক্ট এর উপর?



আর যারা বিশ্বের দরবারে বাংলাদেশ কে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছেন তারা এই দেশের ই টেক্সটইল ইঞ্জিনিয়ার রা। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ কে টেক্সটাইল সেক্টরের পরবর্তি চীন হিসেবে ঘোষনা করেছে।

Feeling proud to be a টেক্সটাইল ইঞ্জিনিয়ার...

আরও গর্ব অনুভব করি জেখন ভাবি যে দেশের একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুটেক্স (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) এ পড়ি। দোয়া করবেন যাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ে দেশের জন্য কিছু করতে পারি।





লেখা টি আমার একটি ফেসবুক স্ট্যাটাস হিসেবে অনেক আগে দিছিলাম। ভাবলাম এখানেও একবার শেয়ার করি সবার সাথে।



ইচ্ছা হলে আমার নিজের টেক্সটাইল ব্লগ "টেক্সটাইল ব্লগারস " www.textilebloggers.com থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪

সপ্নবিলাসি বলেছেন: ভাল

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: dhonnobad...

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

একলা চলো রে বলেছেন: বুটেক্স দু বছর আগেও তো কলেজ ছিল| ওখানে এখন ইউনিভার্সিটি ফ্যাসিলিটিজ কি রকম? আই মিন পর্যাপ্ত জায়গা নিয়ে ক্যাম্পাস, আধুনিক গ্রন্হাগার, অডিটোরিয়াম,ল্যাবরেটরীজ.......এই ফ্যাসিলিটিজগুলো কেমন?

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সব কিছুই বৃদ্ধি করা হয়েছে, এসে একদিন দেখা যান.।

৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: dhonnobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.