![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
“... ধন্যবাদ বাবা...”
সেই রকম স্পীড এ সাইকেল চালাচ্ছি, হঠাতই পাশে এসে আমার সাথে চলতে শুরু করলো একটি প্রাইভেট কার, আর তার জানালা দিয়ে মুখ বের করে উপরের কথাগুলো বললেন এক আঙ্কেল।
...আমি জানি তিনি কেন আমাকে ধন্যবাদ দিলেন তবুও জিজ্ঞেস করলাম “কেন আঙ্কেল?”
বল্লেনঃ তোমারা জেগে গেছো, এখন আর তোমাদের কেউ রুখতে পারবে না, আগে মনে করতাম যে তোমরা শুধু মনে হয় ফেসবুক আর ব্লগেই লাফালাফি করতে পারো, এর বাইরে মনে হয় কিছু করতে পারো না... এখন দেখলাম তোমরা আমার সেই ধারণাকে ভুল প্রমান করলা। ধন্যবাদ তোমাদের বাবারা, তোমরা অসাদ্ধ সাধন করলা। তোমাদের জয় হবেই। টা বাবা তুমি তো মনে হয় শাহবাগ এ গেছিলা?”
-হ্যাঁ আঙ্কেল, এখন সাইকেল নিয়ে বের হইছে ঘোরার জন্য।
-আবার ধন্যবাদ বাবা, স্যালুট তোমাদের বাবা।
আমাকে অবাক করে দিয়ে আঙ্কেল সত্যি সত্যি স্যালুট করলেন আমাকে।
আজকের ঘটনা, প্রজন্ম চত্বর থেকে ফিরছি সাইকেলে করে, ফেরার পথে ভাবলাম যে একটু ঘুরে আসি, তখনই এই ঘটনার মুখোমুখি।
পায়ে কেডস, হাতে গ্লাভস, মাথায় বুটেক্স এর ক্যাপ, গায়ের টি-শার্ট এ লেখাঃ
16 crore people
1 Bangladesh
Be patriot.
সাইকেলে প্লাস্টিকের পাইপে আটকানো বিশাল একটি বাংলাদেশের পতাকা। আজকে আমি অনেক অবাক হয়েছি মানুষের বাবহারে, জেখানেই গেছি আমার সাইকেল নিয়ে সেখানেই পেয়েছি এরকম ভূয়সী প্রশংসা আর সম্মান।
হাতিরঝিল দিয়ে যখন আস্তেছি আমাকে থামালো এক আর্মি। কিছুটা ভয় পেলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি, কিসে পড়ি, শাহবাগে গেছিলাম কিনা...
রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি পতাকা সহ, দেখা যাচ্ছে বাচ্চারা “জয় বাংলা” বলে চিৎকার করে উঠছে। সাইকেলে করে জাচ্ছি, পাশে এসে ব্রেক করলো এক মোটরবাইক আরোহী, তারপর ছোট্ট করে একটা থাঙ্কস জানালো, আমিও ছোট্ট করে ওয়েলকাম জানালাম, যাবার সময়ে আমাকে একটা স্যালুট এর সিম্বল দেখালেন। আমিও দেখালাম একটা স্যালুট সিম্বল।
জিয়া উদ্যানের পাস দিয়ে যাবার সময়ে একটু বিশ্রামের জন্য থেমে চা পান করে বিল দিতে গিয়ে দেখি মামা আমার কাছ থেকে বিল নিতে চাচ্ছে না।
একটা বাস কে ক্রস করার সময়ে দেখেছি ড্রাইভার আমাকে ডেকে হাসি মুখে বলেছেঃ ভালা কাজ করতাছেন মামারা... আমি শুধু একটা মুচকি হাসি দিছি আর একটা করে স্যালুট দিছি তাদের... দেখেছি ছোট বাচ্চাদের আমার পিছনে দৌড়াইতে, দেখেছি ট্রাফিক পুলিশ আঙ্কেল কে আমার জন্য একটা সিগন্যাল থামিয়ে আমাকে পার করে দিতে, আমি দেখেছি একজন ভিক্ষুক কে আমাকে সালাম দিতে... আমি দেখেছি এক ভিক্ষুক কে যিনি আমাকে একটি প্ল্যাকার্ড দেখিয়েছেন, তাতে লেখা ছিলঃ “ভিক্ষা চাইনা, রাজাকারের ফাঁসি চাই...”
প্নেক এরকম ঘটনা ঘটেছে আজকে... আমার আজকের সাইকেলের রুট টা বলিঃ প্রথমে সাইকেলে আমাদের হল থেকে শাহবাগ, সেখানে অনেক সময় থেকে সাইকেলে করে ফার্মগেট, সেখান থেকে সাতরাস্তা হয়ে হাতিরঝিল, সেখা থেকে মহাখালি হয়ে জিয়া উদ্যান হয়ে সামলি হয়ে টেকনিক্যাল, সেখান থেকে মিরপুর ১০-১১ এর দিক হয়ে তালতলা হয়ে আগারগাও দিয়ে আবারো মহাখালি। সেখান থেকে আমাদের হল এ।
সারাটা পথ জুড়েই আমাকে অনেক Impressive কথা শুনতে হয়েছে, শুনে অনেক ভালো লেগেছে, দেখেছি এই তারুণ্যের জাগরনে মানুষের সমর্থন।
____________________________________________________________
তারুণ্যের জয় হবেই... রাজাকারের বিচার হবেই হবে...
____________________________________________________________
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার..জয় আমাদের হবেই হবে.।.।.।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
দূরবী৩২১ বলেছেন: তারুণ্যের জয় হবেই... রাজাকারের বিচার হবেই হবে...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার..জয় আমাদের হবেই হবে.।.।.।
মন্তব্বের জন্য ধন্যবাদ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
গাংচিল ২ বলেছেন: জয় বাংলা ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার..জয় আমাদের হবেই হবে.।.।.।
মন্তব্বের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
মোহন মিথ্যা বলেছেন: তারুণ্যের জয় হবেই... রাজাকারের বিচার হবেই হবে... জয় বাংলা!