নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

কোটা!! কোটা!! কোটা!!! সরাসরি কিছু কথা বলতে চাই...

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

কোটা!! কোটা!! কোটা!!! সরাসরি কিছু কথা বলতে চাই---> আমি জানি এনং মনে প্রাণে বিশ্বাস করি যেসব মহান মানুষ নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন তারা কখনোই "দেশ স্বাধীন হলে অনেক সুবিধা পাবো" এই আশায় যুদ্ধ করেননি। দেশ মাতাকা কে ভালোবেসেই তাঁরা এটা করেছেন। তাদের ঋণ শোধ করার ক্ষমতা কোন মানুষের নেই। তারপরেও মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে গিয়ে তাদের কিছু টাকা ভাতা দেয়া হয়, যেটার পরিমান হাস্যকর। কারণ দেশ স্বাধীন হওয়ার পর যেসব নেতা কিংবা নেতাদের ছেলেমেয়ে, নাতি নাতনী, সবাই আরামসে সরকারী টাকার ঘর বাড়িতে থেকে গাড়িতে ঘুরে আর দুর্নীতি করে যত লক্ষ কোটি টাকা কামিয়েছেন এবং এখনও কামাচ্ছেন সে তুলনায় মুক্তিযোদ্ধাদের ভাতা ২০০০ টাকা (সর্বনিম্ন) !!- প্রহসন ছাড়া আর কিছুই নয়।

মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের বেলায় কোটা ব্যাপারটা সমর্থনযোগ্য, কারণ যেসব যোদ্ধা যুদ্ধে মারা গেছেন কিংবা আহত হয়েছেন তাঁর বা তাঁদের ছেলেমেয়রা আর দশটা ছেলেমেয়ের মত বাবার আদর কিংবা বেড়ে ওঠার বয়সে বাবার তত্তাবধায়ন পায় নি । ওই ছেলেমেয়েরা এটা থেকে বঞ্চিত হয়েছেন কারণ তাদের বাবা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন। এই দিকটা বিবেচনা করে ছেলেমেয়েদের সুযোগ সুবিধা দেওয়াটা চোখে লাগে না কিন্তু নাতি নাতিনিদের বেলায় একই সুবিধা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। আর যদি এই ধারা চলতে থাকে তাহলে সবাই আফসোস করবে যুদ্ধের সময় কেন তাদের জন্ম হয় নি কিংবা দেশে আরেকবার যুদ্ধ লাগছে না কেন!!

শাহবাগের নেতাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম একটা বিষয় নিয়ে যারা আন্দোলন করছে স্বশিক্ষিত সব মানুষেরই উচিত তাদের সমর্থন দেওয়া। অথচ গণ জাগরণ মঞ্চ থেকে বলা হচ্ছে এটা হতে দেওয়া যাবে না কারণ এতে নাকি রাজাকারদের সন্তানেরা সরকারী জায়গা দখল করে বসবে!!- আমি আমার জীবনে এমন হাস্যকর এবং অযৌক্তিক কথা এর আগে শুনিনি। রাজাকারের ছেলেমেয়ে যদি প্রকৃত মেধাবী হয় তাহলে তারা তাদের মেধার উপযুক্ত মুল্যায়ন পাবে এই আশা করাটা নিশ্চয় দোষের না। আর তাছাড়া বাবার পাপের ভার সন্তান বইবে- এটা কেমন কথা? মুক্ত মনের মানুষ হিসাবে এটা হতে দেওয়া যায় না।

যুদ্ধাপরাধীর ফাঁসির আন্দলনের সময় আমি নিজে ৪ দিন দুপুরের তীব্র রোদে শাহবাগে বসে স্লোগান দিয়েছিলাম। এছাড়া বই মেলা উপলক্ষে প্রতিদিন মেলায় যেতে হতো তাই ফেব্রুয়ারির পুরো মাস শাহবাগে কাটিয়েছি- এটা বলাই যায় এবং এটা নিয়ে গর্বও করা যায়। কিন্তু আজ যখন শাহবাগিদের এরকম উদ্ভট এবং অযৌক্তিক কথা শুনি তখন গণ জাগরণ মঞ্চের পক্ষপাতিত্ব নিয়ে সন্দেহ জাগছে।

সবাইকে বলতে চাই মুক্তিযোদ্ধারা মহান মানুষ,ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। তাঁদের দেশকে ভালোবাসার ঋণ শোধ দেওয়ার চেষ্টা করা বৃথা। আর সরকার যদি মনে করেন যে মাসে মাসে ২০০০ টাকা আর সরকারী চাকুরীতে কোটা দিলেই ঋণ শোধ সম্ভব তাহলে আমার আরেকটা প্রস্তাব আছে। মন্ত্রী পরিষদ থেকে আবাল গুলারে বাদ দিয়ে যারা সত্যিকার অর্থেই দেশকে ভালবেসেছেন সেইসব মুক্তিযোদ্ধাদের যারা এখনও বেঁচে আছেন তাঁদের দিয়ে মন্ত্রীপরিষদ এর জায়গাটা পূরণ করা হোক। ঋণ শোধ নিয়ে তখন আর মনে সন্দেহ জাগবে না। এটা ছাড়াও তাঁদের সবাইকে সপরিবারে বঙ্গ ভবনের মত জায়গায় বাসা দেয়া+শুল্কমুক্ত গাড়িতে ঘুরতে দেওয়ার সুযোগ করে দেয়া যেতে পারে। মনে হয়- আমার প্রস্তাবে সাধারণ মানুষের আপত্তি থাকার কথা নয়। চাওয়াটা কি অযৌক্তিক হয়ে গেলো ?



--> মিকসেতু মিঠু

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এদেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে! যেখানে বেশিরভাগ দফতরে নারীকোটা ১০ ভাগও পুরন হয় নাই।
মহিলা বিদ্দ্যেষি, মুক্তিযুদ্ধ বিরোধী আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী! (পরীক্ষায় ফেল করেও মেধাবী) দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধে গেল, জীবন হারালো! এরা প্রানপন যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরী ভিক্কার কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

কোটা সিষ্টেম বাংলাদেশের শুরু থেকেই চলছে ৪২ বছর ধরে কোন বিতর্ক ছাড়াই।
কোটা ব্যাবস্থা পৃথিবীর অনেক দেশেই চালু আছে, আছে ধনাঢ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াতেও আছে, পাসের দেশ ভারতেও
Click This Link

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।

২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

লেজ কাটা শেয়াল বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কখনো তার বাবার কাজের বিনিময় চাইবেনা।
আজ যারা কৌটার পক্ষে তারা নিসঃসন্দেহে ভুয়া সনদ ধারীর কুলাঙ্গার সন্তান।

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সহমত

৩| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

বিভ্রান্ত মানুষ বলেছেন: কুমার সাহা নামে একজন অনলাইনে লিখেছেন, ‘অতি দুঃখ ভারাক্রান্ত হূদয়ে লিখছি। আমি সুনীতি কুমার সাহা। আমি ৩১তম বিসিএস পরীক্ষায় লিখিত (সাধারণ ও কারিগরি) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার রেজি: নম্বর ০২২৫২৭। আমার প্রথম পছন্দ ছিল কৃষি ক্যাডার। কিন্তু পদ স্বল্পতার কারণে আমাকে পিএসসি কর্তৃক কোনো পদে সুপারিশ করা হয়নি (উল্লেখ্য, কোটা প্রার্থী না থাকায় পিএসসি ৭০টি পদ খালি রাখে)। গত ২৭ ডিসেম্বর, ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ক্যাডারে ২২০টি পদের বিপরীতে ১৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, পিএসসি কর্তৃক ১৫০ জনকে সুপারিশ করা হয়েছিল। যে ১৪ জন বাদ পড়েছেন, হয়তো তাঁদের কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হননি বা পুলিশ প্রত্যয়ন পাননি বা ৩১তম বিসিএসের আগে অন্য কোনো ভালো পদে কর্মরত আছেন। আমার দুঃখ, এই জায়গায় ৮৪ পদ খালি থাকা সত্ত্বেও আমার চাকরি পাইনি। আমার সমস্ত পরিশ্রমের ফলাফল কোটা সংরক্ষণজনিত নিয়মের কারণে শূন্য। যাঁরা এসব নিয়ম তৈরি করেন, তাঁরা কি একবারও ভেবে দেখেছেন আগামী ১০-২০ বছর পর আমাদের দেশের প্রসাশনের কী অবস্থা হবে?’

পার্থ নামে আরেকজন লিখেছেন: ‘আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল প্রকাশিত বিসিএস ৩৪তম প্রিলিমিনারির ফল বের হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ৭৫+ পেয়েও সাধারণ পরীক্ষার্থী চান্স পায়নি অথচ কোটার কারণে ৫৯+ পেয়েও অনেকে চান্স পেয়েছে। মেধার বিচারে ৫৯=৭৫ হতে পারে না। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়ে চরম হতাশ ও বিপথগামী হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যেতে পারে।
সদ্য প্রকাশিত বিসিএস রেজাল্ট, ৩২তম স্পেশাল বিসিএস এবং সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, আইসিবি ইত্যাদি) শুধু মুক্তিযোদ্ধা কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি সাধারণ প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক নয়? কোটা কি শিক্ষিত বেকার বৃদ্ধির জন্য দায়ী নয়?’

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সহমত।
কোটা প্রথা এখনি বন্ধ করতে হবে।

৪| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

রসায়ন বলেছেন: আরে বাপ্পী ভাই, কি যে বলবো এই ব্যাপারে । সর্বপ্রথম আমরা মেডিকেল ভর্তিচ্ছুরা যখন শাহবাগ মোড় আটকে(১৪আগস্ট ২০১২ ) মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের মত একটা হঠকারী বিষয়ের প্রতিবাদ করলাম তখন আমাদেরকেও জামাত শিবির ট্যাগ দেয়া হল । আমরা নাকি রেটিনা কোচিংয়ের দালাল ! :o

তবে শেষ পর্যন্ত আমাদেরই বিজয় হয়েছিল কেননা আমরা সত্যের পথে ছিলাম ।
পুলিশি হামলা করেও আমাদেরকে নিবৃত্ত করতে পারেনি সরকার ।


কোটা বাতিলের আন্দোলনেও সেই একই ধারার পুণরাবৃত্তি দেখতে পাচ্ছি !

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সত্তের জয় সব সময়েই হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.