![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
সেলফিটি তুলেছিল ইন্দোনেশিয়ার একটি কালো ম্যাকাক বা একজাতের ছোট লেজওয়ালা বাঁদর। আর সেলফি মানেও তো তাই। উইকিমিডিয়ার দাবি ছিল, এই সেলফির কপিরাইট ওই বাঁদরটিরই। কেননা, ছবিটি তুলেছে সে। এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা উচিত। কিন্তু যুক্তরাজ্যের আলোকচিত্রী ডেভিড স্ল্যাটারের দাবি করেছিলেন, এ ছবির মালিক তিনি। কারণ, ক্যামেরা তাঁর। বাঁদর শুধু ক্লিক করেছিল।
স্ল্যাটারের অভিযোগ ছিল, উইকিপিডিয়াতে অনুমতি ছাড়াই ব্ল্যাক ম্যাকারের ছবি ব্যবহার করা হচ্ছে। এ ছবিটি উইকিতে থাকায় অনেকেই বিনা মূল্যে তা ব্যবহার করছেন। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মূলত এ ছবির কপিরাইট তাঁর।
কিন্তু স্ল্যাটারের অভিযোগে কোনো কাজ হয়নি। যুক্তরাষ্ট্রের কপিরাইট কর্তৃপক্ষ উইকিমিডিয়ার পক্ষে রায় দিয়ে বলেছে, ছবিটির কপিরাইট ওই বাঁদরটি কিংবা ক্যামেরার মালিক কারও নয়। কপিরাইট কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বাঁদর বা অন্য কোনো প্রাণী যদি নিজে ছবি তোলে তবে সে ছবির কপিরাইট ওই প্রাণীর হবে না কিংবা ক্যামেরা মালিকেরও হবে না।
২০১১ সালে ইন্দোনেশিয়ার সুলায়েশি দ্বীপে যখন স্ল্যাটার ছবি তুলতে যান তখন এই বানরটি তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে অসংখ্য ছবি তুলতে থাকে। এর মধ্যে নিজের সেলফিটিও তোলে ওই বানরটি। একটি জন্তুর তোলা ছবি হিসেবে এটি জনগণের জন্য ছবিটি রাখা হয়েছে। এখানে অন্য কারো কপিরাইট লঙ্ঘন করা হয়নি।
Hasibul Islam Bappi
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হম। সেই রকম মজার...
২| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯
জুন বলেছেন:
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: :p :p
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।