নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার্ণিক

বার্ণিক › বিস্তারিত পোস্টঃ

ইলিশের স্বপ্ন পূরণ

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১



কদিন যাবৎ ফেসবুক আর ব্লগে পহেলা বৈশাখ নিয়ে এত আলোচনা এত আলোচনা হয়েছে যে, ইলিশ মাছেরা যদি জানতো সে কথা তবে তাদের গর্বে মনটা ভরে উঠত। পৃথিবীতে আর কোন মাছের কপালে এমন গর্ব করার মতো ঘটনা ঘটেছে কি না আমার অন্তত জানা নাই। মানুষের বিশেষ করে বাংলাদেশের মানুষের অন্তরে তাদের নাম এমন ভাবে গেঁথে আছে বুঝতে পেরে তাদের আরও কিছুদিন বেঁচে থেকে মানুষের জিহবাকে তৃপ্তিতে ভরিয়ে দেবার জন্য তারা ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু নিষ্ঠুর জেলেরা, মাছ ব্যবসায়ীরা তাদের সে ব্যাকুলতাকে কোনরকম পাত্তা না দিয়ে তাদের নির্মমভাবে নিধন করছে। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইলিশ মাছ বিক্রি বন্ধের ব্যবস্থা না করে মৃত ইলিশ ও জাটকা জব্দ করে অসীম দায়িত্ব পালন করছেন। মিডিয়া প্রচার করছে সে সব গর্বের সাথে। তাতে ইলিশের কোন লাভ হচ্ছে কি? তারা যে বাঙালির জিহবাকে পরম তৃপ্তিতে ভরিয়ে দেবার স্বপ্ন দেখে তার অপমৃত্যু ঘটছে প্রতিদিন। তাই ইলিশের স্বপ্নকে পূরণ করতে আজ দরকার হয়ে পড়েছে সঠিক পদক্ষেপের। বাঙালির নববর্ষের সাথে পান্তা ইলিশের কোন সম্পর্ক নাই, ব্যবসায়ীরা এ সংস্কৃতির সৃষ্টি করেছে, আমি এবার পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাব না, এইসব ছেঁদো কথা বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্বরে বলতে হবে – চৈত্রে বৈশাখে ইলিশ বিক্রয় বন্ধ করতে হবে। এবারের পহেলা বৈশাখে এটাই হোক আমাদের জাতীয় শ্লোগান। আর তা হলেই আমাদের প্রিয় মাছ ইলিশদের আমাদের পরম তৃপ্তি দেয়ার স্বপ্ন পূরণ হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫

সায়ন্তন রফিক বলেছেন: ইলিশরাও স্বপ্ন দেখে?

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বার্ণিক বলেছেন: দেখে তো। শুধু আমাদেরই কোন স্বপ্ন নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.