নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক ভালোবাসা

আজ আমি অসহায়

আয়েশা আফরোজ বর্ণ

আমি অতি সাধারন

আয়েশা আফরোজ বর্ণ › বিস্তারিত পোস্টঃ

কার্জন এবং বর্ণ'র ভালোবাসা কে সম্মান জানিয়ে Hyper Edge এর উৎসর্গ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১০

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের সাথে একটা গান শেয়ার করবো এবং এই গান তৈরী করার পিছনের কিছু কথা তুলে ধরবো



আসুন প্রথমে গান টা সম্পর্কে জেনে নেই।



Song: Ontor Jala (Deicated to Carzon and Barno)

Singer: Sufi Rony

Rap: Sa Yem Gigggz, LMG

Compose: LMG



Releise Date: 20.09.2013 (Friday)



আপনাদের কি ধারনা গানের নামের পাশে যে লিখা Dedicated to carzon and Barno লিখা, এটা আমি অতিরিক্ত হিসেবে লিখে দিয়েছি? না, গানের পুরা নামই এটা।

মূলত এই গান টা এই ২ জনের ভালোবাসা কে উৎসর্গ করে গাওয়া হয়েছে।



কার্জন আর বর্ণ'র ভালোবাসার মাঝে ছিল পর্বত সমান অসংখ বাধা। এমন বাধা যে একটা অলিখিত প্রেমের বন্ধন টিকিয়ে রেখে তাদের ভালোবাসার সর্বোচ্চ সম্মান ( বিয়ে ) দেয়া প্রায় অসম্ভব ছিল।

কিন্তু তারা এই সব বাধা অতিক্রম করেছে একজন আরেকজনের উপর বিশ্বাস রেখে। তাদের বিশ্বাস এ কখনো এতটুকু কমতি আসেনি। হাজারো বাধা পার করে তারা তা্দের ভালোবাসার প্রাপ্য সম্মান দিয়েছে।

কার্জন হলো ছন্নছাড়া। সমাজ, সংসার এড়িয়ে চলতো। তার সবচেয়ে বেশী ভালো লাগতো রাত, অন্ধকার আর একা থাকা। কার্জন পারিবারিক কোন অনুষ্ঠানে যোগ দিতে চাইতো না। আর দিলেও চুপচাপ বসে থাকতো। তার জীবন এ সে ছাড়া আর কোন কিছুরই আস্তিত্ব ছিল না। সে সবসময় নিজের যা মনে হয় তাই করতো, কেউ তাকে কিছু করতে বললে সেটা যদি পছন্দ না হয় তাহলে সে সেটা কখনোই করবে না। সোজা কথায় এমন একজন যাকে ভালোবাসায় আটকে রাখা অসম্ভব।

বর্ণ এই অসম্ভবকে সম্ভব করেছে। তাকে সামাজিক করে গড়ে তুলেছে। তাকে যন্ত্রমানব থেকে সত্যিকারের মানব বানিয়েছে। তাকে ভালোবাসতে শিখিয়েছে।



তাদের বিয়ের পর, তারা কিছুদিন সংসার করার পর বর্ণ তাদের বাসায় বেড়াতে গিয়েছিলো। কিন্তু তারা আর বর্ণ কে আসতে দেয় নাই।

এর পর কার্জন এখনো অপেক্ষা করে আছে তার জন্য এই ভেবে যে, তার সপ্নদ্রস্টা ঠিকই ফিরে আসবে তার কাছে এবং তাকে ভালোবাসা নামের অমূল্য বাধনে ধরে রাখবে।

কার্জন এর জীবন টা আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। বর্ণ কে যেদিন হারিয়েছে সেদিন থেকে সে ভাত খায় না। আজ আমরা যারা তার বন্ধু অথবা শুভাকাংখি আছি সবাই আড়ালে চোখ মুছি তার জন্য।



তার এই অমূল্য ভালোবাসাকে সম্মান করে Hyper Edge এবং LMG Beatzz এর এই উপহার।



আশা করি গানটি আপনাদের কাছে ভালো লাগবে। এবং এই গানের নেপথ্যের কাহিনী আপনাদের মনে একটু হলেও দাগ কাটবে।





গানটি এখান থেকে ডাউনলোড করুন। Dropbox link

গানটি অনলাইনে শুনতে চাইলে এখানে ক্লিক করুন। SoundCloud

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.