নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

You are the light of lights, while I wait blind in darkness, You are great and unfettered, while I am enclosed by seas.

তানজিল মোহাম্মাদীন

হিলিয়াম এইচই

আমি জানি আমি একজন মানুষ। এছাড়া আমি নিজে কি, তা আমি জানি না। আমি নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করছি এবং করেই যাচ্ছি। মানুষ মানেই রহস্য।

হিলিয়াম এইচই › বিস্তারিত পোস্টঃ

পিচ্চিকালে লেখা দুটি কবিতা!!! :) (হারানো শৈশব)

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

আসলে লেখালেখির শুরু করেছিলাম সেই ক্লাস ফোরে থাকতে। কবিতা লিখতাম তখন। প্রথম কবিতা টা নাই বলি!!! অনেক কবিতাই লিখেছিলাম, ডায়েরি ভর্তি। লিমেরিক ছন্দ আমার অনেক পছন্দের।কবিতা পড়ে বাসার সবাই অনেক প্রশংসা করতো, একদিন মেঝো বোন ডায়েরি টা পুড়িয়ে দেয়। তাই অনেক কবিতাই হারিয়ে গেছে। পরে অবশ্য কবিতা লেখা বন্ধ হয়ে যায়। তো, একটা পোস্ট দেয়ার ইচ্ছা ছিল। আমার ২ টা কবিতা দিয়ে দিলাম। লেখার সময় আমি পিচ্চি ছিলাম, তাই কেও পচাইবেন না কিন্তু!!! :P



নাম : প্রিয়তমেষু



নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে

এসেছিল সে পাহাড়, মাঠ, বন ভালবেসে।



আসলো আমার কাছে

নিয়ে গেল সব দুঃখ একচিলতে।

তাই অশ্রু তার আর সইছে না।

তা দেখে এক জোনাকি আমার প্রশ্ন করে ---

"তুমি কেন অমন করে কাদোঁ না?"



আমি ম্লান হাসলাম,

হাসলো আমার বিহঙ্গম।



বলিনি কোন কথা

সইনি কোন ব্যাথা।



তোমার স্মৃতি রয়েছে আমার চোখে

কাদিঁ না ভয়ে, যদি তোমার স্মৃতি

বেয়ে পরে আমার অশ্রু দিয়ে?



সেই মেঘদূত বিরহী যক্ষের বানী বহন করে,

নিয়ে গেল এক অজানার দেশে,

রেখে গেল আমায় শূন্য করে।



অনেক দুঃখ আছে, দুঃখ চাই না আর, আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমষ্কার। (শেষ)



এই কবিতাটি লিখেছিলাম ক্লাস এইটে থাকতে। আমার বিজ্ঞান স্যার হঠাৎ করেই চিরুনি অভিযানের মাধ্যমে ডায়েরি টা পায় আর এই কবিতাটা পড়ে ফেলেন। পরে কেন জানি তিনি কেদেছিলেন। তার চোখ লাল হয়ে গিয়েছিল। কি জানি? এটা আজও জানি না। এই কবিতায় কাজী নজরুল ইসলামের প্রভাব লক্ষনীয়। কবিতা লেখার সময় আমি তাকেই একমাত্র অনুসরণ করি।



আরেকটা কবিতা।





নাম : শ্রদ্ধাঞ্জলি



হে বিজ্ঞান ----

তোমার জন্য পৃথিবী আজ সাফল্যের কর্ণধারে,

জীবনকে সুন্দর করলে তোমারই সফল লহরে।

তোমার জন্য আসমান আজ ভূমির মতোন,

তুমি সত্য করেছ মানুষের সোনালী স্বপন।

তোমার জন্য বিজীত চরন চিহ্নহীন ভূমি,

পৃথিবীর বুকে নেমে এসেছে আজ অমরাবতী।

অচেনাকে করলে তুমি চিরচেনা,

দেখালে জীবনের নিশানা।



দূরকে করালে নিকটবর্তী, পরকে করালে আপন।



গিরি, মরু, পারাবার আজ সবই সমান।

এতো তোমারই অপার অবদান।

তোমার জন্য বিশ্ব আজ হাতের মুঠোয়,

দৃষ্টির সীমারেখা পর্যন্ত তুমি করেছ জয়।

তুমি বসুন্ধরার নতুন বিটপি -তটিনী

তোমাকে সহস্র প্রানের হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি। (শেষ)



এটা বোধহয় কেলাস নাইনে থাকতে বিজ্ঞান মেলার জন্য লিখেছিলাম। আধাঘন্টার মধ্যে কবিতা টা লিখেছিলাম। ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছিল!! :)



তো এই তো। আমার কাছে লিমেরিকের কোন কবিতা অবশিষ্ট নাই। সব আগুনে পুড়েছে। এখন আর কবিতা লিখি না। মানে সময় পাই না। মানসিকতা ও নেই। তবে ডায়েরি তে গল্প লিখি। আর এসব আমার বন্ধু বা বোন টাইপ করে দেয়। আমি পাবলিশ করি। ইদানীং ব্যাস্ততা আমার সব খেয়ে ফেলছে।আর সাথে জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা। আমি আমার জীবনে বাইরের দিকে একটা কল্পনার আবরণ তৈরী করেছি। যার মধ্যে সব দুঃখ কষ্ট আটকা পরে। আর এটাই আমার গল্প জগৎ। মন খারাপ থাকলে কল্পনা করি। আর ও থেকেই জন্ম হয় এক একটা গল্পের। আমি তো কল্পবিলাসী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.