নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল প্রান্ত

আমি যদি আজ উড়তে পারতাম ঐ নীল আকাশে উড়ে বেড়ানো পাখীর মতো !

বেসিকহুঁ

আমি উন্মুক্ত, আমি স্বাধীন। আমি সর্বদা প্রকৃিতির স্রোতধারায় চলি, কারন এটাই যে আমার চিরচেনা পথ !

বেসিকহুঁ › বিস্তারিত পোস্টঃ

হযরত দাউদের কাওয়ালী

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৮

জবুর শরীফ ২৩

মাবুদ আমার রাখাল,

আমার অভাব নেই ।

তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান,

পানির ধারের বিশ্রাম-স্থানে আমাকে নিয়ে যান ।

তিনি আমাকে নতুন শক্তি দেন;

তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান ।

ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও

আমি বিপদের ভয় করব না,

কারণ তুমিই আমার সংগে আছ;

তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয় ।

শত্রুদের মধ্যে তুমি আমার সামনে

খাবারে সাজানো টেবিল রেখে থাক ;

আমার মাথায় দাও তেল ;

আমার পেয়ালা উপচে পড়ে ।

আমি জানি সারা জীবন ধরে

তোমার মেহেরবানী ও অটল মহব্বত

আমার পিছনে ছুটে আসবে ;

আর আমি চিরকাল মাবুদের ঘরে বাস করব ।



আরো জানার জন্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.