নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

অচ্ছুৎ মানব-মানবীদের মে দিবস

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১

(অচ্ছুৎ মানব ও মানবীদের নিয়ে লেখা এই গল্পটি ২০১৫ সালে ফেসবুকে প্রথম লিখি। আমার কর্মস্থলের একজন শ্রমিক বোন রাশিদার এটিএম হতে প্রথমবার টাকা তুলবার উচ্ছাস দেখে এই গল্পের প্লটটি মাথায় আসে। রাতে বাসায় ফিরে একটানে লিখে ফেলি। জানতাম না স্টোরিটা এত মানুষকে ছুঁয়ে যাবে। আজ দু’বছর পরে মে দিবস: শ্রমিক জাগরনের দিবসের মুখে দাড়িয়েও দেখলাম গল্পের বাস্তবতা আজও তেমনিই আছে। মে দিবসে কিছু একটা লেখার তাগিদ থাকলেও সময় ও বাস্তব জীবন তার সুযোগ না দেয়ায় এই গল্পটি আবার শেয়ার করলাম।)

রাশিদা
একজন গার্মেন্টস শ্রমিক
একজন এটিএম কার্ডধারী ব্যাংক গ্রাহক
”তিনি” এই দেশের অসম্ভব গুরুত্বপূর্ন একজন ব্যক্তিত্ব। ভিভিআইপি’র উপরে যদি কিছু থাকে তাহলে সেটা।
বিশ্বাস হচ্ছেনা?
আরেকটু পরে বলি?
১. এই মেয়েটির উপর টিকে আছে আমার মতো গন্ডা গন্ডা তথাকথিত উচ্চশিক্ষিত টপ এক্সিকিউটিভদের রুজি রুটি।
২. এই মেয়েটির উপর নির্ভর করছে এদেশে বিএমডব্লিউ’র বিক্রি এবং বিক্রেতা কোম্পানীর টাই বাঁধা ক্যানভাসারদের মাসের বাজারও।
৩. এই মেয়েটির সুস্থতার উপর নির্ভর করে একটি পোষাক কারখানার দিনে গড়পড়তা ১৫ পিস, মাসে ৪৫০ পিস, বছরে ৫৪০০ পিস পোষাকের শিপমেন্ট।
৪. এই মেয়েটির কারনে ভাত পানির সংস্থান হয় চকচকে তেলতেলে চেহারার ব্যাংক এক্সিকিউটিভদের।
৫. এই মেয়েটির জন্য লেইস ফিতাওয়ালাদের চেহারা আজও দেখা সম্ভব হচ্ছে।
৬. এই মেয়েটির জন্যই না.....মা, মি.......শু, .......বুল, ........ন্টুদের মতো মহান শ্রমিক দরদীদের চেহারা মিডিয়াতে দেখানোর সুযোগ হচ্ছে।
৭. এই মেয়েটির জন্য অর্থমন্ত্রী প্রতিমাসে রিজার্ভ রেকর্ড করছে-মর্মে সুসংবাদ পরিবেশনের সুযোগ পাচ্ছেন।
৮. এই মেয়েটির জন্য আমার মতো নিম্ন মধ্যবিত্তরা লজ্জা নিবারনসহ ফুটানী মারার জন্য সস্তায় জিনস্ খরিদ করতে পারছে।
৯. এই মেয়েটির জন্য টিকে আছে আমাদের ৫০ লক্ষ কর্মীর ও বিলিয়ন বিলিয়ন ডলারের গার্মেন্ট ইন্ডাস্ট্রি।
১০. এই মেয়েটির উপর নির্ভর করছে বিজিএমইএ ২০২১ সালের মধ্যে যে ৫০ বিলিয়ন ডলারের অসম্ভব স্বপ্ন দেখছে তার সফল বাস্তবায়ন।
১১. এই মেয়েটির উপর ভর করে জন্ম ও জীবন আমাদের মোবাইল ব্যাংকিং, বিকাশ, প্রকাশ, আকাশ, বাতাস, কলা, মুলা, ব্যাঙ এর ছাতার মতো নানান মানি ট্রান্সফারিং বিজনেসের।
১২. এই মেয়েটির জন্যই এদেশে দিপিকা নাইট করার মতো ইকোনোমিক পাওয়ার তৈরী হয়েছে।
১৩. এই মেয়েটির জন্যই ব্যাঙ এর ছাতার মতো গার্মেন্ট নির্ভর পড়াশোনার প্রাইভেট ইউনিভার্সিটির জন্ম ও বিকাশ।
১৪. এই মেয়েটির জন্যই গ্রামের হাজার হাজার লাখ লাখ বৃদ্ধ নারী-পুরুষ ভাতের খোজে শহরে ভিক্ষায় আর আসে না। বরং মেয়ের আয়ে গ্রামে জমি জমা কেনে।
১৫. এই মেয়েটির জন্যই কমে গেছে দৌলতদিয়া, টান....জার, কান্দু........তে প্রমোদবালা (মানব আত্মার সবচেয়ে দানবিক অসম্মান) সরবরাহ।
১৬. এই মেয়েটির জন্যই মিডল ইস্টের শেখ সাহেব রা তাদের লালসা চরিতার্থ করার বাংলাদেশী সাপ্লাইর অবাধ প্রবাহে বাধা পাচ্ছেন।
১৭. এই মেয়েটির জন্যই বারাক ওবামা, বান কী মুন সাহেবরা আমাদের “গণতন্ত্র” নিয়া তীব্র মনোকষ্টে ভোগেন, ঘনঘন দূত পাঠান যদিও এই রকম দূত সৌদি আরবে আরও বেশি পাঠানো দরকার।
১৮. এই মেয়েটির জন্যই গায়ে গতরে নাদুস নুদুস অলস শহুরে খালাম্মারা (আপারা ও ভাবীরাও) কাজের মেয়ের অভাবে কিঞ্চিত গৃহকর্মের অভ্যাস বজায় রাখতে পেরেছেন। বিধায় তাদের নেইলপলিশ কিছুটা নষ্ট হচ্ছে। আর তাতে আবার নেইল পলিশ উৎপাদক ও বিক্রেতার পেটে ভাত আসছে।
১৯. এই মেয়েটির জন্যই শান্তি-শৃঙ্খলা রক্ষার নামে আরো একদল বেকার পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে ইন্ডা.......য়াল পু.....শ নামে। শান্তি রক্ষা না হোক একদল বেকারের তো অন্তত যা হোক হিল্লা হয়েছে।
২০. এই মেয়েটির জন্যই আমাদের মহান রাজনীতিকবৃন্দ ভাত পানি লুঙ্গি গামছার মতো অতি জরুরী বস্তুর দুর্ভিক্ষ হতে মুক্তি পেয়ে দেশের গণতন্ত্র’র চৌদ্দগুষ্টিকে উদ্ধারের মহান ব্রতে নিয়োজিত হতে পারছেন।

সবশেষে, এই মেয়েটি ও তারই প্রজাতীর এই ওঁচা! নষ্ট! অবহেলিত! পদদলিত! ব্রাত্য গার্মেন্টস শিল্পের আরো ৪৯ লক্ষ ৯৯ হাজার ৯ শত ৯৯ জন শ্রমিক ও কর্মকর্তার জন্য এই দেশ, এই অধুনা গণতান্ত্রিক দেশ, এই সদ্য উদীয়মান বাঘ্র খেতাবধারী দেশটি টিকে আছে।
কিভাবে আমি ইহা বলছি?
মিয়া, এই মেয়েটি যে শিল্পে কাজ করে দেশের জিডিপিতে তার অবদানের স্ট্যাটিসটিকগুলা একটু নাড়াচাড়া করুন।
এরপরও কি রাশিদারা এদেশের সবচেয়ে ভিভিআইপি নয়?
(কিঞ্চিৎ অতিরঞ্জিত মনে হলে চেপে যান। আমিতো আর শরৎচন্দ্র না আর সেটা হবার দায়ও আমার না।)
(ছবি ক্রেডিট: রাশিদা)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮

জল্লু ঘোড়া বলেছেন: কি বলবো ভাই, বলার মত ভাষা নাই।

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: এই মেয়েটার জন্য এত কিছু বলেই হয়তো এই মেয়েটা এত অবহেলিত।
আপনার মত করে কেউই দেখেনা। তাহলে এই মেয়েটা আমাদের সমাজে এত অবহেলিত হত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.