নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

শুধুই বাবার জন্য

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১১

বহুদিন পর আজ অখন্ড অবসর
বাবাকে দু’দন্ড ভাববার, স্মৃতিতে ভাসবার।
আপন হয়েছে বাবার সে ঘর।।
ধুলো পড়া হুইল চেয়ার,
ভাঙা আরাম কেদারা বাবার।
মা ছিলনা, শুধু বাবার আদর
একা ভয়ে কালো রাতে,
বাবাই ছিল মায়ার চাদর।
সেদিন কি আর মনে ভাসবে?
রাত ঘুমে একাকী ভয়ে কাঁদলে
বাবাকে জড়িয়ে বলতাম,
বাবা, মা কবে আসবে?


ইতিহাস পাতা ওল্টায়
নিজেকে নিজেই পাল্টায়।
ফিরে আসে অনুক্ষণ।
আমি বাবা আর সেই বৃদ্ধাশ্রম।।

অহেতুক স্নেহের দ্বন্দ, বুকে কষ্ট প্রচন্ড
গুমড়ে মরে নিজের অজান্তে,
হাতে ধরা বাবার হাত,
ভাবতে পারি না, বাবা আর একাকি রাত
সেকথা মনে কি ভাসবে?
বাবা শুধোলো “আবার কবে আসবে?”

ইতিহাস পাতা ওল্টায়
নিজেকে নিজেই পাল্টায়।
ফিরে আসে অনুক্ষণ।
আমি বাবা আর সেই বৃদ্ধাশ্রম।।

সময় ফিরে আসে বারবার,
সময় হল আমার, বাবার জায়গা নেবার
সেই চিরচেনা অতি সাধারন ঘর
বাবা নেই আছে স্মৃতির ধূসর চাদর,
আমার সন্তান, আমার আদর
নেই এতটুকু স্থান কাছে থাকার
বৃদ্ধাশ্রম আর বাবার অতি সাধারন ঘর।

ইতিহাস পাতা ওল্টায়
নিজেকে নিজেই পাল্টায়।
ফিরে আসে অনুক্ষণ।
আমি বাবা আর সেই বৃদ্ধাশ্রম।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.