নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস: সতীনের ঘরের সু-সন্তান

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২০

এই লেখাটি লিখতে আমি শ্রদ্ধেয় সহযোদ্ধা কর্মী জনাব মঈনুল হক এর লেখা হতে কিছু লাইন ধার নিয়েছি। কৃতজ্ঞ তার প্রতি।

একটি TV ভবনে আগুন লাগল দুইবার-কেউ বলেনি বাংলাদেশের টিভি চ্যানেলগুলো নন-কমপ্লায়েন্ট, শুধু ওই ভবনের দোষকীর্তন হল। একই শপিং মলে অগ্নিকান্ড ৩ বার, প্রানহানি হল ২৪ জনের-কেউ বাংলাদেশের শপিং মল সমূহের জন্য কোড অব কনডাক্টের অনুপস্থিতি নিয়ে কথা বলেননি। বহুতল ভবন ’কাপান’ গার্ডেন, নিমতলী কেমিক্যাল গোডাউন, হাসপাতাল, ব্যাংক সব জায়গায় আগুন-কেউ বলেনি পুরো সেক্টর অনিরাপদ। কেউ তাদের কমপ্লায়েন্স নিয়ে হাপিত্যেষ করেননি। দু’য়েকদিন একটু ঘেউ কেউ করেছেন। তারপর হাড্ডি পেয়ে কুঁই কুঁই শুরু করেন। অথচ আমাদের কোন গার্মেন্টস কারখানায় কিছু হলেই হেড লাইন। গার্মেন্টসে আগুনের সংবাদ পরিবেশনে কোনো কথা ছাড়াই হেডিং হয় “ভয়াবহ আগুন” যদি সে আগুনে সামান্য একটা জাঙ্গিয়া পুড়ে থাকে তবুও।

প্রতিবছর যত লোক বা এপর্যন্ত যত লোক গার্মেন্টস দুর্ঘটনায় মারা গেছে তার তিনগুন লোক প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মারা যায়। বিখ্যাত সব মানবাধিকার সংগঠনগুলোর একদম ‘স্পিকটি নট’। কেউ বলে না, ’বাংলাদেশের সড়ক পরিবহন শিল্পে ACCORD দরকার।’ ’চিটিচেল’ তার কর্মীদের কোন প্রকার ক্ষতিপুরন ছাঁড়াই পথে বসিয়ে দিল, শত শত অফিস ঈদে বেতন দিলনা-তাদের নির্দিষ্ট মন্ত্রী আছে তবু তার কোন সমস্যা নেই, শুধু আমাদের কোনো মন্ত্রী নেই। তবু সব মন্ত্রীরা ঈদের ৩ মাস আগে বলে দেন কবে বোনাস দিতে হবে। আমার জানামতে বাংলাদেশের একমাত্র গার্মেন্টস বাদে কাউকে এমন দিন তারিখ বেঁধে দেয়া হয়না।

একটি সেক্টরের ন্যুনতম বেতনের যৌক্তিকতা নির্ভর করে যেসব বিষয়ের উপর তা হল-GDP of the land, GDP growth rate of the land, GNP per head of the land, average rate of inflation, exchange rate against dollar, ROI rate of the land, average cost of doing business, opportunity cost of starting business, amount of subsidy/incentive for the sector, cost of living etc. এগুলো উহ্য রেখে নগ্নভাবে বলা হয়-গার্মেন্টসের বেতন পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে কম। টাকা পাচার করে সব পেশার, সব ব্যবসার মানুষ অথচ দুর্নাম করার বেলায় শুধু গার্মেন্টস-“গার্মেন্টসের মালিকরা সব টাকা বিদেশে পাঁচার করছে।” কেউ বলেনা, চা শিল্পের মালিকরা কেন সবাই BMW কেনে কিন্তু খালি গার্মেন্টস মালিক গাড়ি কিনলে দোষ। ’গার্মেন্টস শ্রমিকের রক্ত চুষে খাচ্ছে’-এটা হল সবচেয়ে জঘন্য মিথ্যাচার। ভাবে মনে হয়, এক গার্মেন্টস বাদে বাকি সব সেক্টর তাদের শ্রমিক কর্মচারীর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়।

শিপব্রেকিং শিল্পে, পাট শিল্পে, চা শিল্পে, সংবাদপত্র শিল্পে, মিডিয়া শিল্পে, ফার্নিচার শিল্পে, স্বর্ণ শিল্পে, ওষুধ শিল্পে, চাঁদাবাজি শিল্পে, ঘুষ শিল্পের মিনিমাম ওয়েজ আছে তো সুশীল সমাজ? ওগুলো সব ১০০% কমপ্লায়েন্ট তো? বাংলায় একটা কথা আছে-’যে পাতে খায় সেই পাতেই ....গে’। বেঁচে আছি যেটা দিয়ে সেটারই ছিদ্রান্বেশন অষ্টপ্রহর। বাংলাদেশের গার্মেন্ট হল বাংলা মাতার সতীনের সন্তান। সবসময়ই সে অন্যায্যতার স্বীকার। সকল সেক্টরের যেকোনো গুরু অন্যায়েও শুধু সেই নির্দিষ্ট প্রতিষ্ঠান দায়ী হয়। বাট গার্মেন্টস হলে পুরো সেক্টরকে ধরে টানাটানি আর পুরোনো সব কাসুন্দি ঘাঁটা শুরু হয়। জ্ঞানপাপী সব।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২

জাহিদ হাসান মিঠু বলেছেন:

"ছিদ্রান্বেশন অষ্টপ্রহর"

২| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৬

বারিধারা বলেছেন: দ্বিমত পোষণ করছি। গার্মেন্টসের দোষ এমনি এমনি দেয়া হয়না। যেসব গার্মেন্টসে অগ্নিকান্ডের সময় হতাহতের ঘটনা ঘটে, বেশির ভাগ সময় দেখা যায়, সেখানে ইমার্জেন্সি এক্সিট সহ মেইন ডোরেও তালা লাগিয়ে গার্ডরা ভেগে যায়। শ্রমিকদের সেখানে অসহায়ের মত দম বন্ধ হয়ে মরা ছাড়া কোন উপায় থাকেনা।

৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩

বেচারা বলেছেন: বারিধারা: বাদবাকি সেক্টরে কি সবকিছু গার্মেন্টসের চেয়ে উল্টো নাকি একই রকম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.