নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

প্রণয়াবসানে

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

গল্প শুরু তোমায় দিয়ে
তোমায় নিয়েই শেষ।
তুমি আমার রাত গহীনে
আঁধো আলো, আঁধো মায়ায়
স্বপ্ন ধাঁধায় মূর্ত অনিমেষ।

প্রথম দেখায় সেই যে শুরু
কাজল আঁখির জোড়া ভুরু
রাখলে চোখে চোখ।
কাটল প্রহর ঘুরল বছর
বাক্যবিহীন, চাঁদনি পশর
চাতক পাখির দৃষ্টি অপলক।

মন দিয়েছি মনের অজান্তে।
সত্যি করে বলতে পারো?
তুমি আমার কে?
ধরতে গেলে পাই নে কাছে,
উথাল পাথাল মনের মাঝে
তোমায় ভেবে মরতে পারি,
তুমি আমার এমনই এক সে।


হঠাৎ করে যেমন শুরু
হঠাৎ করেই শেষ।
চন্দ্রাহতের ভীষন কালোয়,
রাত ফুরোলেও ভোরের আলোয়,
শিশির লাজে, পাচ্ছি নেশার রেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: দারুন

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

বেচারা বলেছেন: ধন্যবাদ ভাই। যদিও প্রত্যুত্তর দেরীতে হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.