নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ভারতে পচা রুটি ভাত ও কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছে মসলা

১৪ ই মে, ২০২৪ রাত ৮:৩০

আমরা প্রচুর পরিমানে ভারতীয় রান্নার মশলা কিনি এবং নিত্য রান্নায় যোগ করে খাই । কিন্তু আমাদের জানা নেই কি অখাদ্য কুখাদ্য খাচ্ছি দিন কে দিন । এর কিছু বিবরন নিচে তুলে দিলাম ।

পচা রুটি, ভাত ও কাঠের গুঁড়ায় ভারতে তৈরি হচ্ছে নকল মসলা, যা মানব শরীরের জন্য ক্ষতিকারক।

মাদ্রাজ কারি পাউডার, সম্বর মসলা পাউডার, কারি পাউডারসহ একাধিক মসলা নিয়ে এমন অভিযোগ উঠেছে। এ কারণে হংকং ও সিঙ্গাপুরের দুটি কোম্পানির কিছু মসলা তাদের দেশে নিষিদ্ধ হয়েছে।

একাধিক মসলায় কারসিনোজেনিক পেস্টিসাইড ইথিলিন অক্সাইড পাওয়া গেছে, যা ক্ষতিকারক।

ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ভুয়া মসলা মূলত তৈরি করা হচ্ছে পচা রুটি, পচা চাল থেকে। নষ্ট হয়ে যাওয়া মিলেট, কাঠের গুঁড়া, মরিচের গুঁড়া, অ্যাসিডসহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে এ মসলার সঙ্গে। এগুলো স্থানীয় মার্কেটে চালিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে এ মসলা বেশ চলে, দেখতে আসল মসলার মতোই। সে কারণে আলাদা করার উপায় নেই।

পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির একাধিক ব্যবসায়ী এই নকল মসলা ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন ব্র্যান্ডের আড়ালে এগুলো বাজারে চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ ও ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড সেফটির পক্ষ থেকে বারবার এ নিয়ে অভিযান করা হয়েছে। এসব নকল মসলার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তিনজনকে গ্রেফতারও করা হয়েছিল। তাদের জেরা করে জানা যায়, ২০২১ সাল থেকে তারা নকল মসলার ব্যবসা করছে।

যুগান্তর থেকে ।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৪ রাত ৮:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: জঘণ্য

১৪ ই মে, ২০২৪ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: অবশ্যই জঘন্য ।

২| ১৪ ই মে, ২০২৪ রাত ৮:৫৬

ঢাবিয়ান বলেছেন: https://www.youtube.com/watch?v=CnKC2aDWwiM

সিঙ্গাপুর ও হংকং MDH and Everest Masala ব্যান করেছে তাদের দেশে কারন ভারতীয় এই দুই ব্র্যন্ডের মসলায় ক্যন্সারের উপাদান পাওয়া গেছে। আমাদের দেশীয় প্রান ও রাধুনি ব্র্যন্ডের কি অবস্থা?

১৪ ই মে, ২০২৪ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: খাদ্য বিভাগের এটাই সময় অ্যাকশনে যাবার ।

৩| ১৪ ই মে, ২০২৪ রাত ৯:১৬

ঢাবিয়ান বলেছেন: আমার এখানে প্রান ও রাধুনি ব্র্যন্ডের প্রোডাক্ট পাওয়া যায়। তাতে মনে হয় যে মান খারাপ না।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: চেক করে দেখতে হবে কোন ভেজাল আছে কি নেই ।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:১৪

শাহ আজিজ বলেছেন: আমাদের দেশে অনেক আগে থেকেই ইটের গুড়া মেশানো হত খোলা বাজারের মশলায় ।

৪| ১৫ ই মে, ২০২৪ রাত ৩:২৭

কামাল১৮ বলেছেন: কানাডায় প্রচুর বিক্রি হচ্ছে ভারতিয় মসল্লা।তারা কি পরীক্ষা না করেই আমদানি করছে।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:১১

শাহ আজিজ বলেছেন: দেখা যাক আরও কিছু মেশায় কিনা ।

৫| ১৫ ই মে, ২০২৪ সকাল ৭:১৮

রানার ব্লগ বলেছেন: ভারতীয়রা একটা জিনিস খুব ভালো পারে তা হলো অন্যের মাথায় কাঠালা ভেংগে খেতে।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: হুম , আমরা দেখব আরও কিছু মেশায় কিনা ।

৬| ১৫ ই মে, ২০২৪ সকাল ৯:১৬

কথামৃত বলেছেন: ভারতীয় মসলায় ক্যান্সার পাওয়া গেছে। বহু দেশে নিষিদ্ধ করা হয়েছে।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: হ্যা পড়েছি । হংকঙে ভারতীয় মশলা ব্যান করেছে ।

৭| ১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


এটা কিছু হলো? যুগান্তর এসব বলে আমাদের মসলাওয়ালাদের শিখিয়ে দিলো না তো? যারা গোমুত্র খায় তাদের না হয় কাঠের গুঁড়ার মসলা ক্ষেতে হয়, আমরা কেন?

১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: আমি নিশ্চিত ইটের গুড়া খাই আমরা ।

৮| ১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মসলা খাওয়া বাদ দেয়া যায় না?

১৫ ই মে, ২০২৪ দুপুর ১:১২

শাহ আজিজ বলেছেন: চীনাদের মত সস টস দিয়ে রান্না করে খাওয়া যায় ।

৯| ১৫ ই মে, ২০২৪ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: বাজারের গুড়া মসলার এই সমস্যা

১৫ ই মে, ২০২৪ বিকাল ৩:০৮

শাহ আজিজ বলেছেন: হুম , এদের হাত থেকে মুক্তি নেই ।

১০| ১৫ ই মে, ২০২৪ দুপুর ২:৫৬

নতুন বলেছেন: আমরা রাধুনি এবং প্রানের মসলা ব্যবহার করি। মান ভালো।

১৫ ই মে, ২০২৪ বিকাল ৩:১০

শাহ আজিজ বলেছেন: আমরাও তাই করি সাথে ভারতীয় মশলা , এখন দেখছি বাদ দিতে হবে ।

১১| ১৫ ই মে, ২০২৪ বিকাল ৩:১২

নতুন বলেছেন: ভারতীয় মশলার স্বাদ আমাদের দেশের সাথে যায় না তাই শারমিন কিনতে দেয় না।

১৫ ই মে, ২০২৪ বিকাল ৪:৩১

শাহ আজিজ বলেছেন: অনেকদিন খেলাম ভারত , পাকিস্তান , বাংলাদেশের মশলা । এবার ভারত বাদ । দেখি পাকিস্তান কি করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.