নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

একরাশ শুভ্র দুঃখ

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

জানো কি? প্রিয় রং বলে কিছু নেই? ছিল না কখনো অস্তিত্বে।
যেমন নেই প্রিয় মুহূর্ত কেন্দ্রীক কোনো আবেগ।
দু’দিনের জীবনে বৃথাই হাসি আনন্দ উদ্বেগ।
কখনো ভেবেছ কি? বাঁধভাঙা হাসি মানেই প্রগাঢ় সুখ নয়?
প্রথম সাক্ষাতের সলাজ ভয়।
বুকের বাম অলিন্দে চিনচিনে ব্যাথা মানেই নয় হঠাৎ প্রেম।
দিন বদলে, মানুষও যায় বদলে।
প্রছন্ন জিঘাংসা মানব, মানবের আদলে।
কেউ কি তোমায় বলেছে কখনো, ভোর মানেই
রাতের অবসান নয়। হতে পারে সে অমানিশার সাময়িক বিরতি
কারো কারো ভোর হয় নতুন সুর্যোদয়ে নয়
নিয়ে আকন্ঠ বিষাদের আরতি।
সাদা মানেই হবে শেফালীর সফেদ শুভ্রতা-ভুল, শুধু ভুল
সাদা আমার কাছে বৈধব্যের নামান্তর
শেষ বিদায়ের সাহানা সাঁজ। নিষ্ঠূর কালান্তর।
সাদা মানে, রক্ত হীম করা শূন্য চাহনীর প্রিয়জন
ভোর মানেই যেমন নয় শুধু বিশুদ্ধ পবিত্র কলগুঞ্জন।
সে হতে পারে শেষ বিদায়ের আমন্ত্রণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: শুভ্র দুঃখ নিয়ে এত সুন্দর কবিতা ব্লগে আগে পড়িনি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

বেচারা বলেছেন: শুকরিয়া। তবে এখানেই প্রচুর প্রতিভাবান কবিদের কবিতা পড়ি। ভাল লাগে। ভাল থাকবেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

সামিয়া বলেছেন: আজ কবিদের হল কি!? সব দু:খের কবিতা।
কবিতা ভাল হয়েছে।।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০

বেচারা বলেছেন: আজ আকাশে মেঘ। কবিদের মনের আকাশেও হয়তো। কবিরা আবহাওয়া দ্বারা প্রভাবিত হবেন-এই ট্রেন্ড রবী ঠাকুর শিখিয়ে গেছেন। হা হা হা। ও হ্যা, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.