নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

প্রগাঢ়তায় সমর্পণ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

বালক কথন:
তুমি হাসলে হব হাসি
আমি দুঃখ জ্বালা নাশি
তুমি কান্না হয়ে ঝড়ো
আমি ফেনিল জলরাশি।
তোমার চোখের কাঁজল কালো
আমার আঁধার ঘরের আলো
তোমার নিটোল রূপের ধারা
আমার উদোম হৃদে জ্বালো।
তুমি তুমি করে ডাকি
তোরে হৃদ কোটরে রাখি
আমায় দিয়ে উদাস ফাঁকি
তুমি হারাও উড়াল পাখি
ও মোর মেঘবালিকা এসো,
এসো শেষ সায়াহ্নে সখি।

বালিকার সমর্পণ:
তুমি সুনীল হলে
আমি বরুণা হতে পারি
তুমি কাব্য সুধা হলে
আমি গদ্যধারার সাথে দেব আড়ি।
তোমার গানের স্বরলিপির
আমি বর্ণ হতে পারি
তোমার ভুলে যাওয়া সুরে
আমার সুর যে ফেরে বাড়ি।
তোমার নীল খামের এক চিঠির
মুখবন্ধ আমি রচি,
তোমার রুক্ষ ধূসর মায়ায়
আমি প্রাণ হারিয়ে বাঁচি।
ওগো আমার সাত জনমের প্রিয়,
হাজার অযুত বছর
আমি শুধুই তোমার আছি।

অতঃপর তাহারা...................

বালক কহিল, বালিকা যাবে কি সাথে?
বালিকা কহিল, হাতটি যদি ধর হাতে।
ভালোবাসার গল্পগুলো
এমনই তো হয়
রাত ফুরালে দিন গড়ালেও
মলিন হবার নয়
বন্ধু তুমি হাত বাড়িয়ে আকাশ ছুঁয়ে দাও
আমি রব পাশে সদাই দেখতে তুমি পাও কিবা না পাও।
কায়ার সাথে ছায়ার যেমন
চিরকালের মিল,
আমার সাথে তুমি যেমন
আকাশ মাঝে নীল।
যেথায় যাব যাই পাব তুমি পাবে সাথ,
রাত ফুরাবে দিন গড়াবে হাতের মাঝে হাত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

বেচারা বলেছেন: ধন্যবাদ। অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.