নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

নামহীন সর্বনাম

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০১

আমি, তুমি ও আমরা
একটু করে কাছে আসার ছলনায়
দূরে সরে যাই, নিয়ত।
আমি, তুমি ও আমরা,
বন্ধনমুক্ত হবার আশে, ততোধিক নিবিড়তায়
লভি বাঁধভাঙা যৌবন, উদ্ধত।

তুমি, তুমি, তোমরা,
আরো একটু আলগা করে নাও,
দায়বদ্ধতার চিরায়ত রীতি।
তুমি, তুমি, তোমরা,
বিষাক্ত নগর সমাজ, বিদগ্ধ বিবেকে,
দায় নেবার গ্রন্থিবদ্ধ ভীতি।

তিনি সে ও তাহারা
তাহাদেরই দেখে আমাদের মাঝে
নিজস্ব ভাঙা আয়নায়।
আমি, তুমি, আমরা
নিজেকে গড়ি পরের তরে
অদৃশ্য অমোঘ বায়নায়।

আমি ও আমরা
তুমি ও তোমরা
সে ও তাহারা
একই একঘেঁয়ে সুর বাঁধি,
আজও ছিন্ন বিণার দেহে,
কোন সে ভুলে বাঁধি আজও ঘর
মরা যৌবন মোহে।
সবে মিলে ভুলে বসবাস
ভবিষ্যত নাম্নী মরা গ্রহে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯

বেচারা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন নুর।

২| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০

কানিজ রিনা বলেছেন: মরা যৌবন মোহে,সবে মিলে ভুলে বসবাস।
সেইত সত্য ভুলে ভরা জীবনের বসবাস।
সুন্দর অনুভব ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

বেচারা বলেছেন: অনেক দিন পরে মন্তব্য চোখে পড়ায় গোস্তাকি মাফ। ভাল থাকবেন।

৩| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাঈদা জান্নাত ফাহমিদা বলেছেন: সবে মিলে ভুলে বসবাস
ভবিষ্যত নাম্নী মরা গ্রহে।

৪| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

বেচারা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠক। সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.