নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

অবসরে

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

রাত গভীরে বাড়ি ফিরছি সুনয়না।
আজ বড্ড রাত হয়ে গেল ফিরতে।
নিজেকে কর্মঠ প্রমান করতে রাত্রী দিন অসহ্য
অমানুষিক পরিশ্রম করছি ইদানিং। এতটাই ব্যস্ত,
তোমাকে মনে পড়েই না প্রায়।
দিনে দিনে বেশ কাজের মানুষ হয়ে উঠছি।
একটু একটু করে প্রতিদিন, একজন সত্যিকারের বলবান পুরুষ।

কিন্তু এই অমানুষিক ব্যস্ততার ভীড়ে
আমি আমাকে প্রায় হারিয়ে ফেলেছি। নিজের কাছ থেকে।
আজকাল নিজেকে চিনতে পারি না।
অচেনা লাগে সকালে রাতে আয়নার দু’বার নিজেকে দেখলে।
একজন ‍পুরুষকে দেখি, বলবান পুরুষ।
অথচ সেখানে , তার মধ্যে আমি নেই।
অচেনা আমার মতোই, অচেনা লাগে
আমার চেনা শহরকেও।
ব্যস্ততায় তোমাকে ফোন করা হয় না।
দেখা হয় না রাস্তার দুপাশের আধা গ্রাম শহর।
রাতের গভীরে আঁধারের মাঝে ফিরতে ফিরতে আধোঘুমে মগ্ন
শহরকে তাই প্রাণপনে দেখে নিলাম।
তোমাকেও পাঠালাম সামান্য একটু, সময়ের ফ্রেমে ধরে।
দেখে নিও সময় করে। অন্য কারো হয়ে ওঠার অবসরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

হাবিব বলেছেন: ভালো লেগেছে। কবিতায় প্লাস ++

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

বেচারা বলেছেন: অনেক শুকরিয়া জনাব। সাথে থাকুন।

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

বেচারা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.