নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

দুটি বিসিএস প্রশ্ন ও উত্তর

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

১। বানিজ্য মেলা কাকে বলে?

উত্তর:
-যেই বার্ষিক মেলাকে কেন্দ্র করে বঙ্গদেশের রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার প্রায় কোটি খানিক নারী ও পুরুষ মাসখানিকের জন্য ফেসবুক ও সিরিয়াল হতে মুখ ফিরিয়ে মনোযোগ মাটিতে নামান,
-যেই মেলার অপেক্ষায় বঙ্গদেশীয় সুদূর প্রত্যন্ত গ্রামের পুরুষ ও রমনীকূল বাড়ির অতি প্রয়োজনীয় প্লাস্টিকের বদনা না কিনে (মেলা হতে কিনবেন বলে) আপাতত কয়েক মাস পুরোনো পানির বোতল দিয়ে কাজ চালান,
-যেই মেলা হতে দর্শনার্থীরা পরবর্তি এক বছরের জন্য অপ্রয়োজনীয় প্লাস্টিকের বাক্স কেনেন, অদরকারী কাঠের জিনিসপত্র, শোপিস কেনেন,
-যেই মেলাতে কোনো এক অলৌকিক উপায়ে মাত্র ৮০০ টাকায় একটা ঝাক্কাস ব্লেজার কেনার অপেক্ষায় থাকে বাংলার মধ্যবিত্ত পুরুষকূল,
-যেই মেলা এলে বাংলার পুরুষকূলের জানুয়ারী মাসের কমপক্ষে ২ টা ছুটির দিন ওখানে বাধ্যতামূলকভাবে স্ত্রীদের চাপে বিনোদন নিতে আর বাসার ঝাড়ু, বালতি, বেলন, বয়ে নিয়ে কোমর ব্যথা করতে হয়,
-যেই মেলাতে মূলত প্লাস্টিকের ফুল, পিড়ি, টেট্রন বা পলিয়েস্টারের ব্লেজার, আলু ভাজা, গজা, চিরুনী, বাদামের চাট, নোংরা বিরিয়ানি, প্রচুর বালু, শ্বাসকষ্ট কিনতে বঙ্গনারী ও পুরুষরা ভীড় করেন,
-যেই মেলার মাসে বাধ্যতামূলকভাবে বঙ্গপরিবারগুলোতে কমপক্ষে দুইটা প্রানঘাতি পারিবারিক ঝগড়া হয়ে থাকে (যার কোনো কোনোটা একটুর জন্য ডিভোর্সে গড়ায় না),
-যেই মেলা রাস্তাঘাটে, মাঠে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, নিউমার্কেটে ”জিনিস” দেখতে দেখতে বোরড লুচ্চা তরুনদের নতুন কিছু দেখার সুযোগ করে দেয়।
-যেই মেলা বাংলার নারী ও পুরুষকূলকে অন্তত একবারের জন্য ভাবতে বাধ্য করে, “বাসায় কি কিছু লাগবে?”
-যেই মেলা বছরে দুই ইদ, পহেলা বৈশাখ, নববর্ষ, ভ্যালেনটাইন, পূজা, জন্মদিন, মৃত্যুদিন, হেন ছুতা, তেন ছুতায় এমনিতেই ফতুর হওয়া মধ্যবিত্ত পরিবারের নারী ও পুরুষকূলকে আরো একদফা ফতুর হবার সুযোগ করে দেয়
-যেই মেলায় গেলে অবিশ্বাস্য ও অলৌকিক উপায়ে পায়ে ব্যথা, বাতের ব্যথায় কাতর, এমনকি প্যারালাইসিসের রোগীও মাইলের পর মাইল ঘন্টার পর ঘন্টা হাঁটার ক্ষমতা ফিরে পান-

তার নাম ’বানিজ্য ধান্দা মেলা’।


২।“ফাইভস্টারে চেকিন” দিতে কী লাগে?

উত্তর:
আমি কর্পোরেটে প্রায় ১৩ বছর।
জীবনের হায়াতেরও প্রায় দুই তৃতীয়াংশ হয়ে গেছে।

প্রাপ্তির সংখ্যা অনেক।
অপ্রাপ্তিরও বহু হিসাব। তার একটা হল, কখনো বিদেশ যাইনি। আরেকটা হল কখনো উড়োজাহাজে চড়িনি।
তবে আজ সেটা নিয়ে কথা বলব না। বলব তৃতীয় আরেকটা নিয়ে। “ফাইভস্টারে চেকিন” হল সেই আক্ষেপ।

রাস্তার পাশে চকচকে ফাইভস্টার হোটেল দেখে বুকটা হু হু করত। একটু যদি ভিতরে যেতে পারতাম! ভিতরে না জানি কী কী থাকে? ওখানকার খাবার না জানি কত্ত কত্ত ইয়ামি! ওখানে ঢুকতে হলে পোষাক না জানি কত দামী হতে হয়! আফসুস আফসুস!

যাহোক, গপ্প সেটাও নয়। নিজ কাবেলিয়াতে না হলেও কাজের সুবাদে দু’চারবার ফাইভস্টারে ঢোকার দুর্ভাগ্য হয়েছে। দুর্ভাগ্য কেন বলছি শুনুন।

কতকটা এই দেশের স্বভাবজাত দোষে, কতকটা বিদেশী অর্থের সুপ্রচুর আনাগোনায় দেশে সেমিনারের বাজার এখন রমরমা। ফান্ড বাগানো আর স্পন্সর বাগিয়ে নিজের পকেট ভারী করার দারুন সুযোগ নিয়ে এসেছে প্রোজেক্টের টাকায় সেমিনার নামক তামাশা। যা আবার ফাইভ স্টারে না হলে মানায় না। তো সেমিনারের সুবাদে আমারই মতো অভাজনরাও এখন আকছাড় ফাইভস্টারে চেকইন দিতে পারেন। উদ্দেশ্য একই-সেমিনার।

তো আমার তাতে দুঃখটা কোথায়?

দুঃখ একটাই,

গুলিস্তান বা গাবতলি টার্মিনালের পাবলিক টয়লেটের কমোডের কভার নামানো থাকে আর কভারে হলুদ হলুদ তরল ও কঠিন পদার্থের মুখব্যাদান। সেই একই কঠিনে তরলে ফাইভ স্টারের টয়লেটের কমোডও রঞ্জিত থাকে যেহেতু কভার নামানো থাকে। টয়লেটে গেলেই তাই আধারোল টিস্যু দলা পাকিয়ে আগে কমোড মুছতে হয়। অতঃপর মেলে উহাতে পশ্চাৎদেশ ছুঁইয়ে বসে নির্ভার হবার ফুরসত।

আজও আমরা কমোড ব্যবহারের তরিকা আর আদবটা শিখতে ব্যর্থ। সেটা যতই ফাইভস্টারে চেকইন দেবার মতো কেউকেটা হয়ে থাকি না কেন। বাজারে একটা কথা আছে, “কথা বলা শিখতে লাগে ১ বছর, আর কী বলা উচিত আর উচিত না-সেটা শিখতে লাগে আজীবন।”

আমি ওটাকে একটু ঘুরিয়ে দিয়ে বলি, “মানবশিশুর বাথরুম করা শুরু করতে লাগে ১ ঘন্টা, আর কীভাবে করতে হয়, সেটা শিখতে লাগে..........................”।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

আখ্যাত বলেছেন: “কথা বলা শিখতে লাগে ১ বছর, আর কী বলা উচিত আর উচিত না-সেটা শিখতে লাগে আজীবন।”

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

বেচারা বলেছেন: তা আর বলতে। এ দেশ, বড় আজিব

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

হাবিব বলেছেন: সুন্দর প্রশ্ন ভালো উত্তর

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

বেচারা বলেছেন: বহু ধন্যবাদ। সাথে থাকবেন।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

ফেনা বলেছেন: “কথা বলা শিখতে লাগে ১ বছর, আর কী বলা উচিত আর উচিত না-সেটা শিখতে লাগে আজীবন।
াদারুন বলেছেন।
ভাল লাগা।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

বেচারা বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সহজ প্রশ্নের কঠিন উত্তর।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

বেচারা বলেছেন: আপনাকে ধন্যবাদ। লেখালেখি কেমন যাচ্ছে?

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বঙ্গ সন্তান রা যে বাথরুম নিয়ে একদমই চিন্তাহীন তা বোঝা যায়, বিভিন্ন বাসা বাড়িতে কঞ্জুস বাড়িওয়ালাদের ছোট কমোডের টয়লেট আর মসজিদ-শপিং মলের নোংরা টয়লেট ব্যবস্থাপনা দেখলে...

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

বেচারা বলেছেন: ধন্যবাদ ভাই সহমতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.