নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

নিশীথে নিষিদ্ধ ক্ষণ

২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

রাতের সবশেষ তারাটা নিভে যাবারও একটু পরে,
বিশ্ব চরাচরে যখন গাঢ় অন্ধকার নামে,
তখন,
আলগোছে দুয়ার খুলে বের হই, চুপি চুপি।
আঁধারের নিশাচর দূতের নিরব আমন্ত্রণে।
শীতল রক্ত সরীসৃপের মতো, কফিনের হিমশীতল কোটরের নিশ্চলতায়,
আশ্চর্য দ্রুততায়।
রহস্যের জমকালো চাদরে মুড়ে, নিজেকে হেঁচড়ে পথে নামাই।
দুঃস্বপ্নের কিলবিলে মথগুলোকে সহ্যতার ভারী পর্দা মুড়ে দিয়ে,
বুক ভরে নিয়ে নিই একরাশ টাটকা কষ্ট।
তখন,
নখরহীন আঙুলে ভর করে, অন্ধকারের দেবতা,
চুপি চুপি পিছু নেয়।
বেড়ালের জ্বলজ্বলে নিশি দৃষ্টিতেও,
তাকে দেখি না,
তাকে শুনি না।
কেবল অনুভব করি তার অশরীরি অস্তিত্ব।
আশপাশে। ঘাড়ে পড়ে তার হিমশীতল বরফ নিঃশ্বাস।
বোহেমিয়ান নাগরিকতাকে অস্বীকার করে,
আলো আঁধারের চরিত্রহীন লুকোচুরিতে,
কত কি,
কত কিছু হাতড়ে বেড়ায়, লোমশ স্বার্থের শুঁয়োপোকা।
ছন্নছাড়া রাতের শহর,
ফুটপাতের অন্ধকার ও পাড়ে, ঠায় বসে,
আততায়ীর মতো অনন্ত অপেক্ষায়।
ফিনিক ফোটা কৃত্রিম জোৎস্না নামায় হলুদ নিয়ন।
নগরের সবটুকু প্রাণ গিলে খায় রাতের নির্জন।
তখন নগ্নপদ আমি পথে নামি।
নগরের উদোম সাদা আলোয়, মৃত স্বপ্নের আলুথালু রূপ।
পথ চলে আঁধারের অস্পৃশ্য মানব।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

বেচারা বলেছেন: আপনাকে ধন্যবাদ। নিয়মিত থাকার জন্য। উৎসাহ দেবার জন্য।

২| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: আসলেই সুন্দর!!!

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

বেচারা বলেছেন: মন্তব্য পাওয়াটা সুন্দর।

৩| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৫

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

বেচারা বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: নিশীথের নিষিদ্ধ আমন্ত্রণ ও চুপি চুপি নির্গমন, কৃত্রিম জ্যোৎস্না নামায় হলুদ নিয়ন।
এমন একটি পরিবেশে কবিতার কথাগুলো কেমন যেন কষ্ট ও ক্রোধের মিশ্রণ।

নবম লাইনে --
"সহ্যতার ভারী পর্দা মুড়ে দিয়ে" কথাগুলো, বিশেষ করে "সহ্যতার" কথাটা ভাল লেগেনি। সাজেশনঃ
"সহনশীলতার পর্দা মুড়ে দিয়ে" করা যায় কিনা ভেবে দেখতে পারেন।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

বেচারা বলেছেন: এজন্যই এতা বদ্দাদের দরকার। করে নেব জনাব।

৫| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার মনোমুগ্ধকর রচনাশৈলী। ভালো লেগেছে। শুভেচ্ছা জানবেন।

৬| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৫

মার্শাল ইফতেখার আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো কবিতার রহস্যময় অনুভব! অশেষ শুভেচ্ছা কবিকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.