নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

মা

২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য মুখে মাগো খুঁজেছি কত
পাইনি কোথায় কিছু তোরই মত,
তোকে ভেবে মা কেঁদেছি কত
ফুরোবে না জল ওই নদীর মত।

মা ওগো মা , মা , ও মা।

আকাশ পানেও যদি চেয়ে থাকি
সেথায় চেয়েও মাগো তোকেই দেখি
কত কষ্টে মোর কাটে রজনী
পাশে নেই মা তুই ঘুমপাড়ানি।

এটা কোন কবিতা নয়, আমার লেখা এবং সুর করা গান। রেকর্ড টা হারিয়েছি। সামনে হয়তো আবার রেকর্ড করবো। আশা করছি তখন সবাইকে শুনাতে পারব। গানটি ২০০৮ এ লিখেছিলাম।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাকে নিয়ে গান খুব সুন্দর
সুর শুনার অপেক্ষায় থাকলাম

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪২

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপু। শুনাবো অবশ্যই।

২| ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৪

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি গানটি শুনতে চাই। আমিতো গানের লিরিক্সে হারিয়ে গিয়েছিলাম। এক কথায় অসাধারণ। ব্লগে আমি নিয়মিত নই। যদি কখনো পোস্ট করেন তো এর লিংকটা আমার ফেবু আইডির ম্যাসেন্জারে দিয়ে দিয়েন। আমি মন ভরে শুনবো।

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৯

মায়াস্পর্শ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
রেকর্ড করলে অবশ্যই পাঠাবো। ভালোবাসা নিবেন অনেক অনেক।

৪| ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা দেখন তো আপনার মতো করে সুর করতে পারে কি না

বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে না আর
গুঁজে রাখা ঐ বেড়ার চাপে;

কেউ আর তালপাখার বাতাস
করে না তোমার মতো করে মা গো
বৈশাখ শেষে জৈষ্ঠ্য মাস বার মাসে এমনী থাকে; মা গো আমার স্মৃতিপুড়া ঘরে।

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ লিখেছেন দাদা।
আমি টিউন করবো এটা অবশ্যই। করে পাঠাবো আপনাকে। অনেক অনেক ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫০

মায়াস্পর্শ বলেছেন: নাম্বার রেখেছি দাদা। আমি করে আপনাকে পাঠাব।

৫| ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

করুণাধারা বলেছেন: মাকে নিয়ে লেখা কবিতা; হৃদয় ছুঁয়ে গেছে....

২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। +++ আমিও একটা গান পাঠাবো রেকর্ড করবেন। শোনার ইচ্ছে রইল। আপনিতো দারুণ প্রতিভাবান।

২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪২

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন, গরমে সতর্ক থাকুন।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১০

মিরোরডডল বলেছেন:




ছবি এবং মা কে নিয়ে লেখা গান দুটোই ভালো লেগেছে।
ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায়, তারপরও জানতে চাচ্ছি মা আছে?


২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৯

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জ্বি, মা আছেন, বাবাও আছেন।
আমার অনেক সখ আছে তাদের সাথে নিয়ে পুরণ করার জন্য।
এই গানটা লিখেছিলাম হঠাৎ, পরে মা কে শুনিয়েছিলাম। মায়ের সে কি কান্না। এখনও বাড়ি গেলে শুনতে চায়। আমিও শুনাই।

৮| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৩৫

মিরোরডডল বলেছেন:




আমি এই ভাবনা থেকেই প্রশ্নটা করেছি।
মা গানের লিরিক পড়েছে কিনা, তার অনুভূতি কি!!!

জেনে ভালো লাগলো।
আমরা কবে শুনবো?

২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫২

মায়াস্পর্শ বলেছেন: উনি সেই ২০০৮ সালেই পুরো গান শুনেছেন। এই গান শুনে তার নিজের মায়ের মানে আমার নানির কথা মনে পড়ে যায়। উনি আমার করা আর কিছু গান অনেক পছন্দ করেন।

৯| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৪

মিরোরডডল বলেছেন:




কিন্তু আমরা কবে শুনবো বললো নাহ যে!

২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৬

মায়াস্পর্শ বলেছেন: গিটার স্ট্রিংগুলো ছিড়ে গেছে। সময়ের অভাবে নতুন স্ট্রিং লাগানো হচ্ছে না। অবশ্যই শুনাবো।

১০| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:০৪

মিরোরডডল বলেছেন:




স্ট্রিং ছিঁড়েছে সেই কবে, এখনও ঠিক করেনি!!!!
এটা কিন্তু ঠিক না, সুন গান শুনতে চাই।

আচ্ছা, কবি যে একটা আবৃত্তি দিয়েছে, ওটা শুনেছে?
কি ভীষণ সুন্দর হয়েছে নাহ ওটা!
যদি শোনা না হয়ে থাকে অবশ্যই শুনবে।


২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:০৮

মায়াস্পর্শ বলেছেন: শুনেছি সেদিন এত চমৎকার করে আবৃটি করেছে যা বলার কন ভাষা আমার কাছে নেই। তাই আর প্রতিউত্ত্র করতে পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.