নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুক্কা হুউউউউউউউ

সামুতে এতদিন শুধু পড়ছি। এখন থেকে অল্প অল্প লেখার চেষ্টায়।

বেলাল আহমদ খান

পড়া লেখা করি। সময় সময়ে মুভি দেখি। গল্প পড়ি । এভাবেই সময় চলে যায়।

বেলাল আহমদ খান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা চিটাগাং রোড , এক বিভিষিকার নাম X(( X(( X(( X((

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

গতকাল ঢাকায় আসলাম। চিটাগাং থেকে রওনা দিছিলাম সকাল ৯ টা বাজে। ভালোয় ভালোয় কুমিল্লা পর্যন্ত আসলাম। জুমার নামায পড়ছি কুমিল্লা চৌরাস্তার মোড়ের মসজিদটাতে। এর পর বাসে যে উঠলাম , মাগরিবের নামাজো কুমিল্লার শেষ মাথায় পরতে হয়ছে। কচ্ছপের গতিকেও হার মানাবার মত অবস্থা। গোমতি সেতুর আগে জ্যাম ছুটছ। খুবি খুশি হয়ছিলাম। কিন্তু যাত্রাবাড়ির আগে জ্যাম কাকে বলে ও কয় প্রকার সব জানা হয়ে গেছে। বাস ড্রাইভারদের এক কারসাজি দেখলাম। ২ জন বাস ড্রাইভার কেম্নে যেন চুক্তি করছে কে জানে, বাসের ইঞ্জিন বন্ধ করে রাখছে আর সাম্নের বাসগুলা অনেক দূর যাওয়ার পরে একটানে আবার যেয়ে আবার ইঞ্জিন বন্ধ করে রোড ব্লক করে রাখতেছে। কি যে এক অবস্থা। এ ভাবেই তো জ্যাম হয়। শেষ পর্যন্ত ঢাকা শহর, জ্যামের শহর রাজধানীতে ঢুকছি রাত ১১.৩০ এ। পাক্কা সাড়ে ১৪ ঘন্টার জার্নি।

বাসের আরেক যাত্রি বলতেছিল যে, তার এক বড় ভাই সকাল ১০.৩০ এর প্লেনে উঠে ঢাকায় জুমার নামায পড়ছে। আমি যা ভাবার তাই ভাবলাম। মানে টাকায় কি না হয়!!!!/:)/:) তওবা তওবা, যাত্রাবাড়ির ফ্লাইওভার চালু করার আগে আর বাসে ঢাকায় আসবনা।X(

আমাদের বাসের এক যাত্রি বলতেছিল যে , দেশের সব মন্ত্রীগুলারে ফাসি দেওয়ার দরকারB-)। আমি হাসতেই আছি। হায়রে দেশ, হায়রে আমরা সাধারণ জনগণ।/:)



তাই সবাই বাসে ঢাকা চিটাগাং আসা যাওয়া করার সময় হাতে পর্যাপ্ত সময় রাখুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

বেলাল আহমদ খান বলেছেন: !!!

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মিজভী বাপ্পা বলেছেন: ভাইরে একারণে নিজের মামার বাড়ি যেতে ইচ্ছে করে না।বাসে বাসে দিন পার হয়ে যায়।আর ট্রেনে যাওয়া তো ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়াইছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

বেলাল আহমদ খান বলেছেন: ট্রেনের টিকেট আর সোনার হরিণ একই জিনিস। (অবশ্য ব্লেকে সব সম্ভব।)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কালোপরী বলেছেন: আমি অফিস ছাড়া কোথাও যাই না

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বেলাল আহমদ খান বলেছেন: পরীদের আবার অফিস কি?? হাহা... তাইলে তো আপনি ই সবচেয়ে সুখি মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.