![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে
তিন কবুলে ‘আলহামদুলিল্লাহ' বলার পর দু'জন আলাদা থাকলেও
এতো কষ্ট অনুভব করিনি !
তোমাকে এতোটা Miss করিনি !
তুমি যাবার পূর্বে বারবার আমাকে প্রবোধ দিচ্ছিলে!
সান্তনাচ্ছলে বারবার বলছিলে না কাঁদার জন্য!
আমি যেন নিজের খেয়াল রাখি,
ঠিকমতো খাওয়া-দাওয়া করি -ইত্যাদি আরো কত কী!
তোমার প্রতিটি কথায় আমি বলেছিলাম,
‘‘হুম.. ইন শা আল্লাহ!!''
শেষ রাতে তুমি অনেক কেঁদেছো!
শেষ যখন কথা বলছিলে তখন পর্যন্ত!
হাহ!
আমাকে না কাঁদার জন্য বলে
নিজেই নিজের লাল টুকটুকে গাল অশ্রু দিয়ে রাঙ্গিয়েছো!!
বোকা তুমি!
আমি কাঁদবো কেন?
আমি যে ছেলে মানুষ!
ছেলেরা মেয়েদের মতো কাঁদতে পারে না! বুঝলে?
আমি যদি কাঁদতে পারতাম, তবে হয়ত ভালোই হত!
কাঁদলে কষ্ট অনেক কমে যায়, হৃদয় শীতল হয়!
কিন্তু না!
আমি যে কাঁদতে পারিনি! এখন অবধি পারছি না!
তাই কষ্টগুলো বুকচাপা দিয়ে রাখতে আরো বেশি কষ্ট হচ্ছে!!
লুকাতে পারছি না তোমাকে বিদায় জানানোর কষ্ট!
হ্যাঁ,
আমি তখন ঠিক মতো কথা বলতে পারিনি!
আমার কন্ঠ থেকে কথাগুলো অস্পষ্ট হয়ে উচ্চারিত হচ্ছিল!
তুমি হয়ত বুঝতে পেরেছিলে,
তাই বলছিলে:
‘‘কষ্ট পেয়োনা! দেখো, আমি ঠিকই তোমার কাছে ফিরে আসবো!"
যাবার আগে যখন বলেছিলে:
‘‘ওগো! আজ আমি একটি সিদ্ধান্ত নিয়েছি!"
আমি জানতে চেয়েছিলাম, ‘‘কী?"
বলেছিলে, ‘‘এখন থেকে তুমি যাই বলবে আমি তাই শুনবো!"
তুমি জানতে না,
কষ্টের মধ্যেও তুমি আমাকে তখন মৃদু হাসিয়েছিলে,
কেননা আমার কোনো কথায় তো তুমি কখনো ‘না' করোনি!
প্রিয়া,
তোমায় যা বলেছিলাম তা মনে রেখো,
একজন মুসলিমা-মু'মিনা হিসেবে,
আমার অর্ধাঙ্গিনী হিসেবে
তোমার সম্মান যে অনেক উচ্চে!
প্রভুর সন্তুষ্টিতেই যে আমার সন্তুষ্টি!
তাঁকে খুশি রাখতে মরিয়া থেকো!
তবেই যে আমি খুশি থাকবো!!
আমার কথাগুলো ভুলে যাবে না জানি, তবু বললাম!!
আমিও তোমার কোনো কিছু ভুলিনি!
শেষ রাতের তোমার কান্নার সেই শব্দগুলো
এখনো আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে!
তোমার সেই মায়াবী আদুরে কথাগুলো মনে পড়ছে বারবার!!
গতরাত হঠাৎ বলেছিলে,
আমি যেন ঘড়ির কাটাটিকে থামতে বলি,
তোমার যে আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না!!
জানো?
আমি ঘড়িটিকে থামতে বলেছিলাম,
কারণ তোমার চলে যাওয়া যে আমারও সহ্যের বাইরে!
কিন্তু,
সে থামিনি! ঘড়ির কাটা তার নিজস্ব গতিতেই চলল!!
তুমিও চলে গেলে!
ভাবতেই পারছি না,
কতদিন ঐ দূর প্রবাস আমাদের বাঁধা হয়ে থাকবে!!
আমি যদি পারতাম, তবে এবার ঘড়িটিকে বলতাম :
‘‘একটু দ্রুত চল ভাই !!"
যাতে তুমি দ্রুত ফিরে আসো!
জানি, এ ঘড়ি কথা শুনবে না!
তুমি ফিরে আসার আগ পর্যন্ত
এ ঘড়ির প্রতিটি কাটার শব্দ তাই আমার হৃদয়ে হাতুড়ি পিটাতে থাকবে!!!
তুমি ফিরে আসবে.....
এই আমার কাছে
মৃত হয়ে যাওয়া এই হৃদয় মরুতে
তোমার প্রেমের পরশপাথার বইয়ে দিবে!
তোমার আমার মাঝে শেষ কথা-শেষ দেখা বলে যে কিছুই নেই!
আবার দেখা হবে, কথা হবে।
পবিত্র বন্ধনে পবিত্র প্রেমের যে সূচনা,
তাতে ইতি টানা তো অসম্ভব!
প্রভুর সন্তুষ্টিতে গড়া বন্ধনে দু'জনের তাওয়াক্কুল শুধু তাঁর উপর !
সীমাহীন কষ্টের মাঝে সবরের সাথে তাই আমার অপেক্ষার শুরু!!!
.
.
.
.
.
উৎসর্গ: আমার কল্পনার জগতের সেই প্রিয়া!!!
লেখার সময় :
১৯শে জুন, ২০১৬ ঈসায়ী
দিবাগত রাত- ০১:০০টা
২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১
বাংলাদেশী জিসান বলেছেন: হ্যাঁ ভাই! আবেগ দিয়েই লেখার চেষ্টা করি! তা না হলে তৃপ্তি মিলে না!
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাই। পারলে দোয়া করবেন।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১
নিসচুপ আবেগ বলেছেন: কথা গুলো কাল্পনিক হলেও কিছু দিন আগে এমন টাই ঘটেছে আমার জীবনে ।
২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭
বাংলাদেশী জিসান বলেছেন:
মহান প্রভু আপনাকে ধৈর্য্য ধরার তাওফিক দিন ভাই।
ইন শা আল্লাহ, অপেক্ষার লগন খুব শীঘ্রই শেষ হবেই হবে।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো ভাই।
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: অসাধারণ!!
কঠিন আবেগের অনন্য এক বহি:প্রকাশ করেছেন!
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯
বাংলাদেশী জিসান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাই। পারলে দোয়া করবেন।
৪| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিন্তু ভয়ে ভয়ে পড়েছিলাম।
সাধারণতো এত লম্বা কবিতা আমি পড়ি না।
আপনি হুজুর নাকি?
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯
বাংলাদেশী জিসান বলেছেন: হা হা হা!
কষ্ট করে পড়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ।
আর হাসছি আমি। (Never mind) আমি হুজুর-টুজুর কিছু না!
আপনার এমন মনে হলো কেন?
৫| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না ইয়ে মানে, উনাদেরকে আমি ডরাই। খামোখা উপরে পড়ে।
উনাদের মত দোয়া করেন তো তাই। যাক তা আর চিন্তার বিষয় নয়।
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫
বাংলাদেশী জিসান বলেছেন: হা হা হা!
চিন্তার কোনো কারণ নেই ভাই।
আমি কারো মতো না! আমি আমার মতো চলি, আমার মতো করি!
So no worries!
৬| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩
মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: @বাংলাদেশী জিসান ভাই, দোয়া করি এগিয়ে যান আপনি।
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬
বাংলাদেশী জিসান বলেছেন: আপনাকে আবারো জানাই অসংখ্য ধন্যবাদ।
৭| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিশ্চয়তার জন্য আন্তরিক ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০
বাংলাদেশী জিসান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯
ধ্রুবক আলো বলেছেন: খুবই আবেগী লেখা।