![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে
দেশি হয়েও কেন তুমি এতো ভুলে বিরাজমান?
বাংলা বলেও বারেবারে করো ভুল সব বানান!
শাকিব খান'কে করে দাও সাকিব আল হাসান!
না জেনেই করো নিজেই নিজেকে অপমান!
.
ইস্যু নিয়ে মত্ত তুমি, রাখছো না আর মান!
টিস্যু চেপে বধির তুমি, হারিয়েছো তাই কান!
দিশেহারা হে, তোমার মুণ্ডুতে সদা চাই কড়া হিন্দি গান!
মাতোয়ারা হে, 'আবরার'কে ভাবো ভাই আব্রাহাম খান!
.
যুগের হাওয়ায় তাল মিলাচ্ছে মেয়ে ও পোলাপান!
কালের চাকায় তাই খোয়াচ্ছে ইজ্জত ও সম্মান!
প্রকাশ্যেই উড়াচ্ছে কত-কি! চলে শত ইস্যু বহমান!
সহাস্যেই হারাচ্ছে লাজ! ছিঃ বলে "কত হর্ষ অফুরান!"
▬
#লেখার সময়কাল:
১৬ই এপ্রিল, ২০১৭ ঈসায়ী
সন্ধ্যারাত- ০৭:১০টা
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫০
বাংলাদেশী জিসান বলেছেন: সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার আরেকটা নিকের গলায় দা লাগিয়ে রেখেছে, তাই বগল বাজিয়ে বলগাতে পারছি না।
(পলাশমিঞাকে চিনেন?)
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৮
বাংলাদেশী জিসান বলেছেন: আমি এ ব্লগে আজই একটু active হয়েছি!
আজই এ ব্লগে আমার লেখা প্রকাশ শুরু করলাম..
আপনার পলাশমিঞা এইমাত্র ঘুরে আসলাম।
চিনলাম, খানিকটা আঁচ করলাম ও বুঝলাম।
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গলায় দা লাগিয়ে রেখেছে এই জন্য আসল নাম থেকে শুরু করেছি।
আমার জন্য দোয়া করবেন।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৮
বাংলাদেশী জিসান বলেছেন: ইন শা আল্লাহ, সব আপদ-বিপদ নিজেই অন্য আপদ-বিপদে ঘায়েল হয়ে দূর হয়ে যাবে।
দোয়া রইলো সব সময়ের জন্যন।
৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৩
বাংলাদেশী জিসান বলেছেন: একই চাওয়া এখানেও!
৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গন্তব্য নিশ্চয় স্বপ্নীল হবে।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৫
বাংলাদেশী জিসান বলেছেন: ইন শা আল্লাহ!!
৬| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪
ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখছেন, মনে করেন ফাটায়া দিছেন। বাঙালী ইস্যু পাইলেই হইছে!!
কবিতা ভালো লাগলো ++++
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯
বাংলাদেশী জিসান বলেছেন: সেটাই ভাই!
ইস্যু নিয়ে উদ্দামতা দেখতে খুবই বিরক্তি লাগে। এই লিখাটা একটা ইস্যু নিয়ে পাবলিকের মাতামাতি শেষ হবার পরে লিখেছিলাম।
আপনার প্রীতিপূর্ণ মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।
৭| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০
মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: ব্যাপক মজা পেলাম ভাই!
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮
বাংলাদেশী জিসান বলেছেন: আপনাকে মজা দিতে পেরে আমিও খুশি হলাম ভাই!!
৮| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০
মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৫
বাংলাদেশী জিসান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে আছি।