নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দিতে গেলে শুরু করা সম্ভব, তবে শেষ করা অসম্ভব! আমাকে দেখে আপনার মন যা-তা ভাবতেই পারে! কিন্তু আমি পুরো সাচ্চা, আপনার চিন্তার বাইরে! আমি লিখলে আবেগ, বাস্তবতার নিরিখে লিখতে পছন্দ করি! মাঝে-মাঝে ছন্দ নিয়ে খেলি! শাশ্বতের পক্ষেই আমি! নোংড়ামিকে পিষে চলি!

বাংলাদেশী জিসান

দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে

বাংলাদেশী জিসান › বিস্তারিত পোস্টঃ

প্রমাণ করুন, "আপনি দমে যাবার পাত্র নন!"

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩


.
মানুষ জীবনে উষ্ঠা না খেলে বড় হয়না।
কেউ আছে, একটা আলতো ধাক্কা খেয়েই চিৎপটাং হয়ে নিজেরে পুরা ডাইলের মতো বানাইয়া জীবনরে শেষ কইরা দেয়!
আবার কেউ আছে, হাজারো লাত্থি-উষ্ঠা খাবার পরেও অনড়-অটল-অবিচল থেকে নতুন উদ্যমে এগিয়ে যায়!
.
যারা হাজারো প্রতিকূলতাকে ধুলোর সাথে মাড়িয়ে এগিয়ে যাবার প্রত্যয় রাখে তারাই হয় বিজয়ী!

সুতরাং ভরসা করুন এক ☝আল্লাহ তা'আলার উপর। আর সেই বিশ্বাস তথা ঈমানের জোরে নিজের সবটুকু ঢেলে দিন।
ইন শা আল্লাহ, আপনার সব স্বপ্ন পূরণ হবেই হবে।

আর আপনার স্বপ্ন যেন বিশালের চেয়ে আরো বিশালতর হয়।
এমন স্বপ্ন দেখেন যেন আপনি পুরো বিশ্বের মধ্যে 'নাম্বার ওয়ান' টাইপ কিছু হবেন!
আর খালি স্বপ্ন দেখেই বসে বসে 'চু-চু' করে আপনার বুড়ো আঙ্গুল চুষলেই হবে না!
নিজের শরীর-মনকে কাজে লাগান। আলসেমীকে ঝেঁড়ে ফেলুন। অনর্থক চিন্তা করে সময় নষ্ট না করে কৌশলী হোন।
ইন শা আল্লাহ, উন্নতির সুউচ্চ শিখর আপনার পায়ের তলে এসে আপনার পদধূলি নিতে বাধ্য হবেই হবে!

১৯শে জুলাই, ২০১৬ ঈসায়ী
রাত- ১১:০০ টা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরু করেছিলাম ১৩/১৪ বছর বয়সে। এখনও শেষ হয়নি।

লেখক হয়েতে চেয়েছিলাম। সফল হয়েছি কি না জানি না তবে নিজের সব বই নিজে প্রকাশ করেছি। প্রয়োজনে আমি গ্রা‌ফিক্স ডিজাইনের কাজ শিখেছি, মিউজিক কম্পুজিং শিখেছি, ভিডিও এডিটিং শিখেছি।
আমাজনে আছে

লেগে থাকতে হয়। লোকে পাগল ডাকে। ছাগলরা হাসাহাসি করে। তবুও পাগলামি করতে হয়।
ইয়া আল্লাহ সাফল্যের মালিক হলেন আপনি।
আমাদেরকে ক্ষমা করে সফল করে দাও। আমিন।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

বাংলাদেশী জিসান বলেছেন: লোকের কথায় কি আসে যায়?
আমার যা ইচ্ছে হয় তা বিবেকের কাঠগড়ায় 'উত্তম' হিসেবে স্বীকৃতি পেলে আমি তা করেই যাবো।
এ জীবনে যারা উদ্যমী-দুর্বার হতে পারে, তারাই জীবনে কিছু করতে পারে! যেটা আপনি পেরেছেন।
সাধুবাদ আপনাকে!
আপনার অনুপ্রেরণাদায়ক মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেগে থাকতে হয়। ভুল না হলে শুদ্ধ করার কিচ্ছু থাকে না।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

বাংলাদেশী জিসান বলেছেন: যথার্থই বলেছেন। তাই আবারো আপনাকে ধন্যবাদ জানাই!

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২১

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো!

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬

বাংলাদেশী জিসান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই।

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার বাংলাদেশী জিসান মোহাম্মাদ আব্দুলহাক আপনাদের প্রেরনায় চুপসে যাওয়া আমি আবার নতুন করে আরম্ভ করার চিন্তা পাচ্ছি।

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বাংলাদেশী জিসান বলেছেন: জেনে খুশি হলাম ভাই। আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই।
:)
চুপসে যাবার দিনকে বিদায় জানান!
ইন শা আল্লাহ, আপনারই হবে জয়গান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.