![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে
এ বছরের গত ৩১শে জানুয়ারি ফেবুতে প্রকাশিত আমার #২য় অ্যামবিগ্রাম ছিল এটি।
.
একই অ্যামবিগ্রামে ঠাঁই পেয়েছেন দুইজনা!
একজন হলেন #তামীম; আরেকজন #তামীমা।
(অ্যামবিগ্রাম মানে হচ্ছে একই শব্দ দুইভাবে পড়তে পারা যায়; অর্থাৎ, একই শব্দ সোজা করে এবং একদম ১৮০ ডিগ্রি উল্টো করে পড়া যায়..)
সবার মতামতের পাশাপাশি দোয়া কামনা করছি...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
এইতো, গত বছরের ঠিক ১৮ই নভেম্বর
মন বললো, এবার অ্যামবিগ্রামও কর
যেই ভাবা, সেই কাজ
দিয়ে দিলাম কাজে হাত!
হাতের মাথায় কলম নিয়ে
খাতার পাতায় কালি দিয়ে
করলাম শুরু একটার পর পর একটা
কেটেই গেলো সেদিনের পুরো দিনটা
এভাবেই আমার অ্যামবিগ্রামের সূচনা
তারপর যা করেছি, ভাবি নাহ, মন্দ না!
৩১শে জানুয়ারি রাতের এক বেলাতে
প্রকাশ শুরু ফেইসবুকের আইডিতে
এঁকে এঁকে করছি একেকটা প্রকাশ, আহ!
উৎসাহ দিচ্ছে লোকে, বলছে সাবাশ, বাহ্!
যা করি, তা শখেই করি আমি
তাই কারো ঘৃণায় না থামি!
সকলের তরে একটাই কামনা
চাই আপনাদের দোয়া-প্রার্থনা!
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আমার টুকটাক #আঁকিবুঁকি, হাতের তৈরী #Crafts, #Artworks, বিভিন্ন ধরণের #Ambigrams ও #ক্যালিগ্রাফি facebook এর একটা Page এ share করার সিদ্ধান্ত নিয়েছি!
ইচ্ছে হলে Page'টিতে Like দিয়ে সাথে থাকতে পারেন। লিংক: Jisan Artworks
ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০
বাংলাদেশী জিসান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সেই সাথে আপনার মূল্যবান মন্তব্যের জন্যও আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানালাম।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০২
ক্লে ডল বলেছেন: চমৎকার!! আপনার সৃজনশীলতা বিকশিত হোক!
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯
বাংলাদেশী জিসান বলেছেন: আপনার অণুপ্রেরণাদায়ক মূল্যবান মন্তব্যের জন্য আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাই।
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭
সিনবাদ জাহাজি বলেছেন: চমৎকার কাজ।
আপনার সাফল্য কামনা করছি
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯
বাংলাদেশী জিসান বলেছেন: আপনার অণুপ্রেরণাদায়ক মূল্যবান মন্তব্যের জন্য আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রিয় সিনবাদ জাহাজি ভাই।
৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬
বাংলাদেশী জিসান বলেছেন:
৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬
ওমেরা বলেছেন: আমার নামটা আ্যামবিগ্রাম করে দেন না প্লীজ ---------------
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১১
বাংলাদেশী জিসান বলেছেন: কিছু মনে করবেন না ভাই।
অনেক ভাই-বোনের অনুরোধের কাজ জমা পড়ে আছে।
আপনার নামটাও সে লিস্টে যুক্ত হলো!
ইন শা আল্লাহ ভাই, করলে জানবেন।
৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮
ওমেরা বলেছেন: ওকে সমস্যা নেই তবে আমি ভাই না আপু । আমাকে কেউ ভাই বল্লে আমার কেমন যেন মনে হয় ।
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬
বাংলাদেশী জিসান বলেছেন: ওহ, ইন্নালিল্লাহ! দু:খিত আপু।
আমি কিন্তু ভাই মনে করেই 'ভাই' হিসেবে সম্বোধন করেছিলাম।
কেমন কেমন লাগারই কথা!
তবে, আমি মোটেও ঠাট্টাচ্ছলে বলিনি!
৭| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০
ওমেরা বলেছেন: কেন ভাইয়া আমার নামটা কি ছেলে ছেলে মনে হয় ?
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩
বাংলাদেশী জিসান বলেছেন: কি জানি!
তখন একটু ব্যস্ত ছিলাম!
ছেলে মনে করেছিলাম এবং সত্যি বলতে কি' ছেলে হিসেবে নামটিকে খুব ভালোও লেগেছিল!
তাই কাজের ফাঁকেও Reply দিয়েছিলাম।
Again I say, Never mind.
৮| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
ওমেরা বলেছেন: জী না ভাইয়া আমি কখনো মাইন্ড করি না তবে দুষ্টামী করি আপনারাও মাইন্ড করিয়েন না ।
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৬
বাংলাদেশী জিসান বলেছেন: জেনে খুশি হলাম।
ইন শা আল্লাহ, করবো না।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: অ্যামবিগ্রাম কাজগুলো যেমনি অসাধারণ! তেমনি রহস্যময় মনে হয় আমার!
অসাধারণ কাজ আপনার। খুব ভালো লেগেছে।