নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দিতে গেলে শুরু করা সম্ভব, তবে শেষ করা অসম্ভব! আমাকে দেখে আপনার মন যা-তা ভাবতেই পারে! কিন্তু আমি পুরো সাচ্চা, আপনার চিন্তার বাইরে! আমি লিখলে আবেগ, বাস্তবতার নিরিখে লিখতে পছন্দ করি! মাঝে-মাঝে ছন্দ নিয়ে খেলি! শাশ্বতের পক্ষেই আমি! নোংড়ামিকে পিষে চলি!

বাংলাদেশী জিসান

দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে

বাংলাদেশী জিসান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসঘাতিনী-২

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬



পতিতারা তো দেহ বেচে বাঁচে জীবিকার তাগিদে তুচ্ছ ওরা!
তুই তো বেশ্যা, পতিতালয়ের পতিতার চেয়েও জঘন্য-নোংরা!
আজ এর কাছে যাস, কাল ওর কাছে ইজ্জত বিলাস!
তুই তো রাস্তার খা***-মা**, তাই তো তারে-ওরে চাস!
..
যেই আমি ছিলাম পুরোপুরি তোর আওতার বাইরে।
সেই আমিই ফেঁসেছিলাম তোর মিথ্যে মায়াজালে!
কাঁদতে কাঁদতে পাগলীপ্রায় এসেছিলি আমারই সামনে।
মূর্ছাতে মূর্ছাতে প্রাণ যায়, বলেছিলি তোরে বুকে টানতে।
..
আমি হাদারাম, তবু ঢের ভালো! তোর সতীত্ব লুটতে চাইনি!
তুই নিমকহারাম, নিষিদ্ধভাবে তোর কামনা মিটানো ডাইনী!
আমি চেয়েছিলাম তোরে বিয়ে করতে, নিষিদ্ধ প্রেম চাইনি!
তুই কি চেয়েছিলি শুধু ক্ষুধা মিটাতে? দ্বিধা ছিল! আমি বুঝিনি!
..
আজ সব পরিষ্কার, ফাঁস হলো তোর সব ব্যভিচার-কারবার!
পারি জমালি এপাড় ছেড়ে আরেক পাড়! আলাদা পথ যার যার,
হয়েছি অনেক ছারখার! কিন্তু নেয়েছি মেনে, যা ছিল হবার!
আমি করিনা আর হাহাকার, 'হো হো' করে হাসি এখন বারবার!
..
আমার অট্টহাসি তোর কানে যায়, জ্বলেপুড়ে তুই মৃত্যু শয্যায়!
তোর মুখপানে থু থু মারি, ভুলেও আসিস না আর আমার ধায়!
পথে পথে লাত্থি খেয়ে খেয়ে এবার আসছিস কেন ফিরে পায়ে পায়?
ধারে ধারে 'ধুর ধুর' হয়ে গিয়ে পড়বি পড় তুই নরকের অগ্নিশিখায়!
.
▬▬
[#উৎসর্গ: সেইসব ভাইদের, যাঁদের জীবনে ছলনাময়ী বিশ্বাসঘাতিনী কারো আগমন ঘটেছিল। ]
▬▬
#লেখার_ সময়কাল:
⚫ ২১শে মে, ২০১৭ ঈসায়ী⚫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২১

এস নাহার বলেছেন: সময়ের প্রেক্ষিতে বিশ্বাসঘাতক কেবলমাত্র লোভী এবং স্বার্থপররাই হয়।এক্ষেত্রে ছেলে কিংবা মেয়ে মুখ্য বিষয় নয়,
মুখ্য বিষয় হলো স্বার্থপরতা কিংবা অতিমাত্রায় লোভী।
আর বাস্তব প্রেক্ষিতে ছেলেরাই এসব বিষয়ে এগিয়ে।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২

বাংলাদেশী জিসান বলেছেন: ছেলে-মেয়ে সকল পক্ষের জীবনের বাস্তবতার পরিসংখ্যান কতজন সঠিকভাবে করতে পেরেছে?
.
তবে হ্যাঁ, আমি কোনো বিশেষ পক্ষকে একপেশেভাবে কখনোই দোষ দেই না এবং আমার লেখা বিশ্বাসঘাতিনী-১ ও বিশ্বাসঘাতিনী-২ দু'টো কবিতাই পরিচিত কিছু ভাইদের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী হিসেবে ত্যক্ত হয়ে লিখেছি।
.
এছাড়া আমি বিশ্বাসঘাতকদেরকেও ছেড়ে কথা বলি না। আলহামদুলিল্লাহ।
অবসর পেলে আমার সে লেখাগুলোও শেয়ার করা শুরু করবো ইন শা আল্লাহ।
.
সর্বোপরি আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.