![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলঙ্ক »»» বেথুন জুয়েল
…………………………
তোমার সংস্পর্শে আসতে সতর্ক হই
তবুও শুদ্ধ,সচেতন প্রেম আর হয় নাকো
কেবলি ভুল,কেবলি ভুলে ভরা
নিয়ম মেনে প্রেম করতে হয়'
-একথা জানি না বলে,ভেঙে চলি মাস্কারা
কেবলি অবাধ্য,অরক্ষিত ছুটে চলা
তোমার বিপরীতে থাকে আমার সহজ জয়
যতটা নিবিড় দেখেছি,
ঐ চোখের তলে ততই দুরূহ,দুর্ব্যদ্ধতা ৷
তোমার নগ্ন হাত ছুঁয়ে বলে দিতে পারি
কতটা গভীরে রাখ অসুখ
তোমার দ্বি-খন্ডিত নাশপাতি,জবা
শুঁকে বুঝে গেছি প্রেম কতটা অমূলক ৷
আজ এতটা অবেলায় পরেছে বয়স
এতটা সহজ,এত পথ চলে আসি
একে একে তিরিশ বর্ষা গেল,
কদম থেকে রেনু ঝরে যায়
তবুও কেউ কলঙ্ক দিল না ৷
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫৫
অবনি মণি বলেছেন: ভালো