নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতিই বাতিল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। কোটাসংস্কার নিয়ে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।
শেষ পর্যন্ত সরকার প্রধানের কাছ থেকে একটা সুনির্দিষ্ট ঘোষনা এলো। আবারো প্রমান হলো যে, ছাত্রদের ন্যায্য দাবীর কোন আন্দোলনই ব্যর্থ হয় না।
view this link
ছবিটা নেট থেকে নেয়া।
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
ভুয়া মফিজ বলেছেন: সেজন্যেই প্রশ্নবোধক চিহ্ন। গ্যালারীতে আছি। দেখি।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: শেখ হাছিনা কোটা বাতিল করেছেন এখন মতিয়া কি তাকে রাজাকার বলবেন ???
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
ভুয়া মফিজ বলেছেন: সেই সাহস থাকলে তো ইতিহাস অন্যরকম হতো!
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সৈয়দ তাজুল বলেছেন:
♥ আই ল্যাভু প্রধানমন্ত্রী ♥
আমার এত্ত আবেগ কেরে?
দেখা যাক, প্রধানমন্ত্রীর এ ভুল সিদ্ধান্ত কতদিন স্থায়ী হয়!
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
ভুয়া মফিজ বলেছেন: সিদ্ধান্ত ভূল হতে যাবে কেন? দেখা যাক, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই জানা যাবে!!
৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
সেলিম আনোয়ার বলেছেন: প্রধান মন্ত্রী ২৭তম বিসিএস এর ভাগ্যবঞ্চিত মানুষের চাকুরী ফিরিয়ে দিতে ওয়াদা করেছিল । তার ১/১১ পরবর্তী মন্ত্রীপষিদের সবাই একই কথা বলেছিল। প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানও কমিটমেন্ট করেছিলেন। তার মুখের দাম কি আছে? বা আত্ন সম্মান বোধ। দেশের সাধারণ মানুষ যারা কাজ করতে চায় চাকুরী করতে চায় তাদের নিয়ে এতা ছিনিমিনি কেন খেললেন ???
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ভুয়া মফিজ বলেছেন: এটা তো ভাই আমাদের নেতা-নেত্রীদের ট্রেন্ড! আমরা একটা দুর্ভাগা জাতী, আমাদের কপালটাই এই রকম!!!
৫| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন প্রধানমন্ত্রীকে।
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ভুয়া মফিজ বলেছেন: অবশ্যই। এখন বাস্তবায়ন কিভাবে হয়, দেখি!
৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ক্স বলেছেন: এই ঘোষণা শুনেছে কেউ? মদিনা সনদ অনুযায়ী দেশ চালানোর কথা আমরা কিন্তু শুনেছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার ঘোষণাও শুনেছিলাম আমরা।
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
ভুয়া মফিজ বলেছেন: সংসদে দেয়া বক্তব্য যেহেতু, আশাবাদী হতে অসুবিধা কি? দেখা যাক না!!!!
৭| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাতিলের দাবীতো কেউ করেনি!!!!!
অতিরিক্ত কোটা সংস্কার করে সহনীয় সীমার আনার দাবী করেছে!
এটাকি রাগের প্রকাশ! যা! বাদই কইরা দিলাম
আর ওদিকে দেখলাম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামে আরেক গ্রুপ সংবাদ সম্মেলন করল- কোটার দাবীতে তারা আন্দোলনে যাবে!
তাদের আন্দোলনের পথ খূলে দিতেই কি সংস্কারের বদলে বাতিলের ঘোষনা!!!!!!!!!!!!!!!!!
সত্যি! আইজদ্দিন! কি বিচিত্র এই দেশ!
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
ভুয়া মফিজ বলেছেন: রাগও হতে পারে, নতুন রাজনৈতিক চালও হতে পারে, আসল ঘটনা হয়তো বা অচিরেই জানা যাবে!
৮| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, উনি রেগেমেগে বলেছেন; ত্যবে, কোটা তুলে দেয়া উচিত; দরকার চাকুরী সৃষ্টি করা, এবং তা সম্ভব।
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০
ভুয়া মফিজ বলেছেন: রেগেমেগে যদি বলেনও তবু সংসদে বলা কথার একটা দায়বদ্ধতা থাকে। কোটা তুলে দেয়া উচিত; দরকার চাকুরী সৃষ্টি করা, এবং তা সম্ভব। সহমত।
৯| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
সামিয়া বলেছেন: বাতিল বাতিল
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩
ভুয়া মফিজ বলেছেন: খুশির খবর!!!
১০| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: In support of the quota free demand. There is no place for charity in job market.
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
ভুয়া মফিজ বলেছেন: হ্যা, চ্যারিটি মুক্ত জব মার্কেটই হবে, আশা করা যায়।
১১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪
তার ছিড়া আমি বলেছেন: আপনি প্রধান মন্ত্রীরির বক্তব্যে "সুনির্দিষ্ট ঘোষনা" কৈ পেলেন? বক্তব্য ঘোলাটে। কিছু দিন অপেক্ষার পর বুঝা যাবে।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
ভুয়া মফিজ বলেছেন: প্রধানমন্ত্রী উনার ভাষনে বলেছেন, কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে। এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবার সংস্কারের কথা বলবে। তখন আবারও মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোটারই দরকার নেই। কোটাব্যবস্থা বাদ, এটাই আমার পরিষ্কার কথা।
এটাকে সুনির্দিষ্ট বক্তব্য মনে হচ্ছে না? হ্যা, উনি যদি আবার বলেন, যা বলেছি তা বাতিল! সেটা ভিন্ন কথা।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
হাঙ্গামা বলেছেন: তামাশার শুরু মাত্র। কত কি হবে আরো !! দেখতে থাকেন।