নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোষ্টে ব্লগার কলিমুদ্দি দফাদারকে ধন্যবাদ........এবং কিছু প্রশ্ন!!!!!

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৪




"নিজেকে জানো" বা "Know Thyself" অ্যাপোলো মন্দিরে খোদাই করা একটি প্রাচীন গ্রীক উক্তি। অনেকে অবশ্য এটাকে সক্রেটিসের বিখ্যাত উক্তি হিসাবে জানে।

সে যাই হোক, নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় দশ বছর ধরে ব্লগিং করছি, কিন্তু একটা বিষয় জানতাম না। সেটা হলো, ব্লগার হাইজেনবার্গ ০৬ নাকি আমার মাল্টি!!!! B:-)

তবে একটা বিষয়ে আমার খটকা লাগলো। আমার ব্লগের বয়স হলো, ৯ বছর ৭ মাস; আর হাইজেনবার্গ ০৬ নিকের বয়স হলো, ১২ বছর ৩ মাস। ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে তিন বছর পিছিয়ে গিয়ে আমি আমার মাল্টি খুললাম? যেই মগজের সর্বোচ্চ ব্যবহার করে দফাদার এই তথ্য বের করলো, সেটাকে অধিকতর ব্যবহার করে আমার এই সরল প্রশ্নের উত্তর দেয়া কি সম্ভব?

ব্যাপারটা ''ডিম আগে, নাকি মুরগী আগে'' এর মতো ''মূল নিক আগে, নাকি মাল্টি নিক আগে'' এর মতো হলো কি? কেউ কি আগে মাল্টি, পরে মূল নিক খোলে? আমার মাথা পুরাই আউলায়ে গিয়েছে। বিষয়টা বুঝিয়ে বলার অনুরোধ থাকলো। এই ধারনার উপর ভিত্তি করে আমার সম্পর্কে সে বেশ আপত্তিকর কিছু মন্তব্য করেছে। বিষয়টা দুঃখজনক, তবে আমি মজা পেয়েছি। একজন পছন্দের ব্লগার হিসাবে তার সেইসব মন্তব্যগুলোকে কমপ্লিমেন্ট হিসাবেই নিলাম। তবে তার একজন শুভাকাঙ্খী হিসাবে একই সাথে বলবো, এই লেভেলের এনালাইটিকাল পাওয়ার নিয়ে ব্লগিং করা কি খুবই জরুরী?

ব্লগার দফাদার আরো বলেছে, ''৫০ উদ্ধো একজন মানুষ ব্লগে এইসব ছেলে মানুষী করে? উনি নিজে আইডি থেকে আমাকে বুঝায়ে দিলে বরং আরো খুশি হতাম। সামুতে আমার আইডি পুরানো হলেও গত প্রায় এক বছর নিয়মিত ব্লগে। আমার প্রকাশ্য কারো সাথে কোন‌ তিক্ততা নেই। যাকে যা বলার স্পষ্ট করে বলি।''

ওয়েল........এই যদি মানসিকতা হয়, তাহলে আরেক পোষ্টে গিয়ে বিষোদগার করার আগে আমাকে সরাসরি জিজ্ঞেস করলে ভালো হতো না? সেই রাস্তা তো খোলাই ছিল। আমি তো কামড়াই না!!!! :-B

সবাই যার যার নিজস্ব মগজের সর্বোত্তম ব্যবহার করুক..........এটাই কামনা করছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৩

নতুন নকিব বলেছেন:



কোন বিষয়ে যাচাই-বাছাই কিংবা ভাবনাচিন্তা কমই হচ্ছে, ব্লগিং এখন অনেকটা এই সিস্টেমে চলে এসেছে। নিছক সন্দেহের বশে শুধুই অনুমান নির্ভর কথা বলা ঠিক নয়।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: এটা কোন পোস্টের গল্প?

হাইজেনবার্গ কার মাল্টি এটার একটা ধারণা আমার আছে। যদিও শতভাব নিশ্চিত নই, তবে প্রায় অনুমান করা যায়! :D

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবাই যার যার নিজস্ব মগজের সর্বোত্তম ব্যবহার করুক
.....................................................................................
এমনা করতে পরেলে তো সবাই নামী দামী ব্যক্তি হতে পারতাম!
আমাদের অলস মস্তিস্ক যতসব শয়তানির কারখানা ।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
যতদূর মনে পড়ে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল একটি বিরোধ নিয়ে। পড়ে আমার ভুল বুঝতে পেড়ে আমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে আসছি। আমি এমনই, My parents raised me like that. ভুল হইলে ক্ষমা চাইতে কোন সমস্যা নাই। আপনি নিজেই ও হয়তো জানেন আমি আপনার লেখার কতো বড় একজন ফ্যান। আপনার লেখার ধরন, যুক্তি, প্রজ্ঞা, মেধাকে আমি সবসময় সম্মান করি।

আপনি ব্লগে আমকে অনেক স্পেস দিয়েছেন। ফ্লপ পোষ্ট কমেন্ট করে রিচ বাড়িয়েছে, চাগা মিয়া সহ কিছু সহ ব্লগারের কিছু বিষয়ে বাকবিতন্ডায় বটবৃক্ষের ছায়ার হয়ে দাঁড়িয়েছেন‌। আমি ব্লগে পরিচিত কোন মুখ নাহ। কিছু ব্লগারের সাথে বাকবিতন্ডা হয়েছে কিন্তু তার কোন কিছু আমি শুরু করি নাই। এইসব ব্লগারদের নাম, ঘটনা, মন্তব্য এনে আর বিষয়টি জটিল বা দীর্ঘায়িত করবো না। তারপরেও আমি তাদের কাছে ও দুঃখপ্রকাশ করছি।

আর আপনার নিকট কি বলে ক্ষমা প্রার্থনা করবো জানি না, তবে আমাকে নিয়ে আপনার একটা পর্যবেক্ষণের উসিলায় - "দফাদারের বয়স কম আবেগ বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.