নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am Nobody.আমি কেউ না।I have no ‘body’.আমার কোনো ‘শরীর’ নেই।

বিবাগী শাকিল

আমি খুবই সাধারন ছেলে। অনাড়ম্বর জীবন যাপন পছন্দ করি। লেখক হতে চাইনা। শুধু লিখতে চাই।

বিবাগী শাকিল › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির চশমা

২৪ শে জুন, ২০২১ রাত ১:০১



আজ বহুদিন বাদে তোমার কথা মনে পড়ল।
সচরাচর তুমি মনে পড় না,
তাই বলে যে ভুলে গেছি,
সেটাও কিন্তু না।
পুবাকাশে হঠাৎ করে কিছু মেঘ এসে জমল।
আজ বহুদিন বাদে তোমার কথা মনে পড়ল।

শেষদেখায় কিছু কথা অব্যক্ত রয়ে গেল।
যা বলতে পারিনি কিছুতেই।
আমারও যে স্বভাব বদলেছে,
থাকি না কারো পিছুতে।
মনের ভেতর একটি প্রদ্বীপ আপনি জ্বলে উঠল।
আজ বহুদিন বাদে তোমার কথা মনে পড়ল।

তোমায় মনে পড়ার সুবাদে একটা কবিতা লেখা যাক।
সে'কবিতায় থাকবে আমাদের পুরনো দিনের কথা,
হাসি, কিছু অভিমান আর বুক চিনচিনে ব্যথা।
অথবা পাশাপাশি হেঁটে যাওয়ার ছবিতে এঁকে দেব,
তোমার-আমার মাথার ওপর ঢাউস একটা ছাতা।

কবিতায় খুব মিথ্যা কথা লেখা যায়।
কেউ ধরতে পারেনা। এই দারুণ সুবিধায়,
আমার লাভই হলো। কেউ বুঝতে পারবে না,
তুমি কখনো আমার পাশেই ছিলে না।

বেসে গেলাম তোমায় যত ভালো,
অনভুব করেছি যতটা জুড়ে,
ফেঁসে যাওয়া হৃদয় আজ ততটা কালো,
নিকোটিনে পুড়ে-পুড়ে।

তোমায় নিয়ে কবিতা লিখতে বসেছিলাম।
কিন্তু লেখা হলো না।
কবিতা লিখতে গিয়ে আস্ত তোমাকেই লিখে ফেললাম,
অথচ তোমার 'ত'ও লিখতে চাইনি।
যাকগে! কী আর করার!
অন্ধকারে আলো জ্বেলেও আমি আমার ছায়া খুঁজে পাইনি।

২২/৬/২১
--------
বিবাগী শাকিল

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:২৮

হাবিব বলেছেন: স্মৃতির চশমা দারুণ হয়েছে।

২| ২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ দারুন হয়েছে কবিতা।
শুভকামনা রইলো

৩| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:১৬

জটিল ভাই বলেছেন:
কবিরা কি তবে মিথ্যেবাদী? :P
সুন্দর পোস্ট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.