| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই ভালো লেখুন, আপনার মতের সাথে দ্বিমত পোষণ করবে না এমন ব্লগার খুব কমই পাবেন।
কেউ একটা ভালো কিছু পোস্ট করলেই হল একজাতের ব্লগার আসবে ভুল ধরতে তাদের ভুল ধরতেই হবে না হয় সে কিভাবে মহাজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে? এটা যে খুব প্রয়োজন।
কিছু বুঝেন কিংবা না বুঝেন ভুল তো আপনাকে ধরতেই হবে, সমালোচনা আপনাকে করতেই হবে, সব দিক থেকে আক্রমণ চালিয়ে যেতেই হবে তাহলেই তো আপনি মহাজ্ঞানী।
আরেকটা সতর্কতা, বিখ্যাত কোন ব্লগারের ভুল হলে কিন্তু ভূল ধরা যাবে না এটা ঘোর অপরাধ। তর্কে যাবেন তো হেরে যাবেন কারণ সে যে বিখ্যাত, যে সে কি আর তার ভুল ধরতে পারে?
তো কথা হল, সবাই ভুল করে, নিজের ভুল হলে সেটা মেনে নিবেন, অপ্রয়োজনীয় ভুল ধরার চেষ্টা করবেন না, গালিগালাজ করবেন না, যথাসম্ভব সমালোচনা না করার চেষ্টা করবেন।
আরেকটা কথা বলে রাখি, পৃথিবীতে দুই ধরণের ব্যক্তিকে আপনি কিছু বোঝাতে পারবেন না, একটা হল পাগল আরেটা সে যে বেশী বুঝে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৭
এ এইচ বিকি বলেছেন: তারা একটু আলোচিত হতে চায় আরকি।
২|
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
ওমেরা বলেছেন: যখন আপনার কাজের সমালোচনা হবে তখন মনে করবেন আপনি কিছু করেছেন ।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭
এ এইচ বিকি বলেছেন: ঠিক। কিন্তু এটা শান্তনা সূচক বাক্য। সমালোচনা করলে আলোচনায় আসা যায় কিন্তু সব ক্ষেত্রেই সমালোচিত হলে মানুষ ভেঙে পড়ে।
৩|
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫
কাওসার চৌধুরী বলেছেন:
ব্লগে, আলোচনা-সমালোচনা হবে; আমার তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্রের মতো কবি-সাহিত্যিকরা লেখলেও সমালোচনা হতো। তবে সমালোচনার জন্য সমালোচনা করলে, অথবা উনাদের বেইজ্জত করতে সমালোচনা করলে উনারা প্রতিবাদ করতেন; কারণ, এধরনের সমালোচনা লেখককে আঘাত করে, ফলে এতে লেখার মান বৃদ্ধির পরিবর্তে লেখকের লেখার আগ্রহ নষ্ট হয়। এসব সমালোচকদের উদ্দেশ্য থাকে লেখককে তাড়ানো; কলম চালানো থেকে বিরত রাখা।
ব্লগে সমালোচনা করার আগে যা করতে হবে,
(১) লেখাটি মনযোগ দিয়ে পড়তে হবে;
(২) যে বিষয়গুলো মনে হবে, টিকঠাক হয়নি তা চিহ্নিত করতে হবে;
(৩) লেখাটি কেন আপনার পছন্দ হয়নি বা লেখার কোন অংশটিতে সমস্যা আছে তা খোলা মনে ভদ্রভাবে লেখকের কাছে জানতে চাওয়া অথবা পরামর্শ দেওয়া;
(৪) এ বিষয়ে নিজের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে;
(৫) উদ্দেশ্য থাকবে লেখকের লেখার মান যাতে আরো ভাল হয় সেজন্যে চেষ্টা করা;
(৬) কোন ধরনের রুঢ় শব্দ ব্যবহার করা যাবে না; সৌজন্যতা থাকতে হবে।
কখন বুঝবেন এই সমালোচনা উদ্দেশ্য প্রণোধিত,
(১) লেখাটি না পড়েই কমেন্ট করলে;
(২) এমন কোন প্রশন্ করেছেন যা আপনার লেখার বিষয়বস্তুর সাথে কোন মিল নেই;
(৩) সমালোচনাটি অত্যন্ত রূঢ়, অল্প কথায় কিন্তু লেখককে আঘাত করে;
(৪) কমেন্টে লেখককে তাচ্ছিল্য করলে; শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলে; অশালীন ভাষায় নিজের পান্ডিত্য জাহির করলে;
(৪) লেখার কোন অংশটি কেন পছন্দ হয়নি; তা স্পেসিফিকলি না বললে;
(৫) আপনার সব পোস্টেই সমালোচনা করলে;
(৬) আক্রমণাত্মক ভাষায় লেখককে বিষয়ের বাইরে গিয়ে অন্য জ্ঞান দিলে;
আশা করি, কোনটি সমালোচনা আর কোনটি সমালোচনা নয়; তা বুঝতে সমস্যা হবে না। এজন্য ব্লগের "আমি সবজান্তা" কিসিমের মানুষদের থেকে সাবধানতা অবলম্বন করাটা জরুরী; না হলে এরা এক সময়ে আপনাকে ব্লগ থেকে তাড়িয়ে দেবে।
শুভ ব্লগিং.........
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৩
এ এইচ বিকি বলেছেন: হুম। ঠিক বলেছেন।
৪|
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: আন্দোলন বন্ধ করতে সবসময় নিত্য নতুন কৌশল নিয়ে হাজির হয় সরকার। দমন-পীড়ন আর চরিত্রহনন তাদের আন্দোলন দমানোর হাতিয়ার। সপ্তাহব্যাপী কিশোর বিদ্রোহীদের দমন করতেও সরকার নানা ধরণের কৌশল অবলম্বন করছে।
৫|
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২২
শাহারিয়ার ইমন বলেছেন: সঠিক বলেছেন ,ন্যায়ের কথা বললেও এরা বাহাত ঢুকাতে ওস্তাদ