![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
প্যারিস এ লাভ লক ব্রিজ। যেটির নাম পন্ট দেস আর্টস।
দক্ষিণ কোরিয়ার সিউলে লাভ লক ট্রি।
আইফেল টাওয়ার প্যারিস।
আমস্ট্রাডাম এ সিফোল বিমান বন্দর
আমস্ট্রাডামে সেন্ট্রাল রেল ষ্টেশন
হিল্ভারসাম ইন নেদারল্যান্ড।
সাগ্রাদা ফামিলিয়া বার্সেলোনা স্পেন।
নুউ ক্যাম্প বার্সেলোনা
লন্ডন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ কালীদাস আপনাকে। লাভ লক ট্রি গুলো হলঃ এন সিউল টাওয়ার এর পাশে যেটি নামসান পর্বতে অবস্থিত। আমার ধারণা এখানে প্যারিস এর চাইতে বেশি তালা আছে এই ট্রি গুলো ছাড়াও রাস্তার দুই পাশ ধরে অগণিত তালা আছে।
আর সাগ্রাদা ফামিলিয়ার ভিতরে অনেক কিছু দেখার আছে তবে সব দেখা হয় নাই। ভিতরে একটি বিশাল বড় প্রার্থনার জায়গা আছে যেখানে আমাদের মত দর্শনার্থী দিয়ে ভরা থাকে। বাইরে যেমন মনোরম কারুকার্য ভেতরে আরও বেশি মন্মুগ্ধকর। নানা রঙের কারুকার্য। সিঁড়ির উপরে নিচে চোখ ধাঁধানো কারুকাজ। সত্যিই মন জুড়িয়ে যায়।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
ধমনী বলেছেন: সাগ্রাদার বিল্ডিংগুলো অদ্ভুত!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ ধমনী। সত্যিই অদ্ভুত ! ১৮৬৬ সালে সেন্ট জসেফ বকাবেললা এটির কাজ শুরু করেন যা পাঁচ জেনারেশন যাবত চলছে। অনুমান করা হয় যে একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে এর নির্মাণ কাজ শেষ হবে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬
কালীদাস বলেছেন: @ধমনী: সাগ্রাদা ফ্যামিলিয়া একটা রোমান ক্যাথলিক চার্চ, এর নির্মাণকাজ এখনও চলছে। এটার বানানো এখনও শেষ হয়নি তারপরও এটা দুনিয়ার সবচেয়ে বড় চার্চ। এটা এতই বড় যে আমার গরিবী ক্যামেরায় অনেক চেষ্টা করেও পুরাটা ধরতে পারিনি।@ধমনী: সাগ্রাদা ফ্যামিলিয়া একটা রোমান ক্যাথলিক চার্চ, এর নির্মাণকাজ এখনও চলছে। এটার বানানো এখনও শেষ হয়নি তারপরও এটা দুনিয়ার সবচেয়ে বড় চার্চ। এটা এতই বড় যে আমার গরিবী ক্যামেরায় অনেক চেষ্টা করেও পুরাটা ধরতে পারিনি।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগলো +++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
ধমনী বলেছেন: সবচেয়ে বড় চার্চ? ভ্যাটিকানেরটা?
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ ভ্যাটিকান সিটির সেন্ট পিঁটার বাসিলিকা(St. Peter's Basilica) দুনিয়ার সবচেয়ে বড়।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ সুমন কর। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
কালীদাস বলেছেন: আরও অনেক দেশে এরকম লাভলক দেখেছি। সউলের কোন জায়গায় এই ট্রি? সউল তেমন একটা ঘোরার সময় পাইনি। সাগ্রাদা ফামিলিয়ার ভেতরে ঢুকেছিলেন নাকি? লম্বা সিরিয়াল দেখে আর ঢুকতে আগ্রহ পাইনি।