![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
আজকে আপনাদের দেখাব টাওয়ার অফ লন্ডনে সংরক্ষিত ব্রিটেনের রাজা রানীদের ব্যবহৃত কিছু বিশেষ জিনিষ পত্রের ছবি। যারা যুক্তরাজ্যে বসবাস করেন তাঁরা খুব সহজেই গিয়ে দেখে আসতে পারেন। আর যারা বাইরে থেকে এখানে বেড়াতে আসতে চান তাঁরা কিন্তু ভুলবেন না এখানে বেড়িয়ে যেতে। আশাকরি ভাল লাগেব।
ছবি-১ রাজাদের ব্যবহৃত তলোয়ার সহ একটি দুর্লভ ছবি।
ছবি-২ এগুলো হল স্বর্ণদণ্ড। বিশেষ অনুষ্ঠানে বিশেষ করে ওয়েস্টমিনস্টার সংসদে কার্যক্রম শুরু করার আগে এটি দিয়ে উদ্বোধন করা হয়।
ছবি-৩ রাজা হেনরি অষ্টম এর ব্যবহৃত যুদ্ধ পোশাক।
ছবি-৪ এখানে আরও কিছু যুদ্ধে ব্যবহৃত দেহ রক্ষামূলক পোশাক।
ছবি-৫ সেই সময়ে ব্যবহৃত কিছু দেশিয় যুদ্ধ অস্ত্র।
ছবি-৬ বেয়নেট যুক্ত কিছু বন্দুক।
ছবি-৭ রাজাদের ব্যবহৃত ব্যক্তিগত কিছু পিস্তল।
ছবি-৮ কামানের কিছু অংশ বিশেষ।
ছবি-৯ আরও কিছু কামানের অংশ বিশেষ।
ছবি-১০ একে বারে বাহিরে প্রবেশের পথে সাজিয়ে রাখা কামান।
ছবি-১১ রাজ পরিবারের সদস্যদের প্রাপ্ত রাঙ্ক অনুসারে প্রদত্ত বেজ।
ছবি-১২ দুর্লভ একটি রেকর্ড বই। অস্ত্র কোষাগার থেকে অস্ত্র বিতরণের ও রক্ষণের রেকর্ড বই।
ছবি-১৩ যুদ্ধ সাঁজে ঘোড়া চরে প্রস্তুত রাজা।
ছবি-১৪ বাহির থেকে তোলা টাওয়ার অফ লন্ডনের ছবি।
ছবি-১৫ রাজা রানীদের অভিজাত প্রতীক।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
অগ্নি কল্লোল বলেছেন: অনেক সুন্দর।।আপনার সাথে লন্ডন ঘুরে আসলাম।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ অগ্নি কল্লোল। চলে আসুন একবার খুবই ভাল হবে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ সব ঐতিহাসিক সামগ্রীর সমাহার
চমৎকার ছবি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা। হ্যাঁ সব কিছুই এখানে ঐতিহাসিক সামগ্রী।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবিগুলো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুব ভাল লাগল। ভাল থাকবেন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: খুব সুন্দর ছবিগুলো!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ মোঃ আবু হেনা সাজ্জাদ।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আরইউ বলেছেন: সেন্ট্রাল লন্ডনে আমি বেশ কবার গেছি। চমৎকার জায়গা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন। আসলে পুরো লন্ডন শহর খুব সুন্দর। চাইলে এখানে বেড়িয়ে আসতে পারেন। ধন্যবাদ।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
দিশেহারা আমি বলেছেন: ভালো।
ছবি-৩ রাজা হেনরি অষ্টম এর ব্যবহৃত যুদ্ধ পোশাক দেখে মনে হয় বুলেটপ্রুফ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। হতে পারে বুলেট প্রুফ তবে আগের যুগে তো বেশির ভাগ ক্ষেত্রে ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হত।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোথায় থাকেন? আমি থাকি ই ২ তে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি থাকি আপনার আগে। আশাকরি বুঝতে পারছেন।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ই ১?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
বিদ্যুৎ বলেছেন: আপনার আগেরটা তো তাই হওয়ার কথা। তা সময় কেমন যাচ্ছে?
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
দিশেহারা আমি বলেছেন: ছবি-৩ রাজা হেনরি অষ্টম এর ব্যবহৃত যুদ্ধ পোশাক দেখে মনে হয় বুলেটপ্রুফ
আগের যুগে তো বেশির ভাগ ক্ষেত্রে ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হত। সেটা আমিও জানি। ঢাল তলোয়ার কেন, কামান দিয়েও এই পোশাকের কিছু হবে না। এই পোশাক পরে আমি একাই যেকোনো যুদ্ধে যেতে রাজি।
আপনার সব ছবিব্লগে ভালো লাগা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ কামনা ভাল থাকবেন সবসময় আর থাকবেন নিরাপদে।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোই যাচ্ছে। মনকে হাল্কা করার জন্য ব্লগে এসেছি। লন্ডরের ব্লগাররা আড্ডা দেয় না।
কেউ কথা কয় না।
আপনি কী করেন?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
বিদ্যুৎ বলেছেন: হা হা হ------! কি বলেন লন্ডনের ব্লগাররা কি আনন্দ, আড্ডা বিমুখ? আসলে এখানে সবাই ব্যস্ত তাই হয়ত।
আর আমি আসলে বলার মত তেমন কিছু করিনা। তবে ভালই আছি।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও তেমন কিছু করি না। শ্যাফের কাজ করি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
বিদ্যুৎ বলেছেন: খুব ভাল। আশাকরি সময় মত একদিন আড্ডা হবে আপনার সাথে।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সোমবারে আমার অফ থাকে।
ব্লগে আসা হয় না। সময় পাইনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
বিদ্যুৎ বলেছেন: ঠিক আছে। সময় মত আপনার ফোন নাম্বার টা দিয়েন। যোগাযোগ করে একদিন চুটিয়ে আড্ডা দিব। কেমন?
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিশ্চয়।
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ সুমন কর।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫
ম.র.নি বলেছেন: ওয়েস্টমিনিস্টার ইংরেজীতে বানানটা কিভাবে লিখে খেয়াল করছেন?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
বিদ্যুৎ বলেছেন: আপনি কি আমাকে বলছেন? আমি ইংরেজি পারিনা এই সুযোগে আপনার কাছ থেকে কিছু শেখা যাবে। ওয়েস্টমিনস্টার কিভাবে লিখতে হবে জানালে খুশি হব। ধন্যবাদ।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: দারুন পোস্ট। ++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
প্রামানিক বলেছেন: দারুণ ছবি ধন্যবাদ।