![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান। তিনি ছিলেন গ্যাস চেম্বারে ডুকিয়ে ইহুদীদের হত্যা করার রুপকার। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিটলারের পরাজয় হলে তিনি আর্জেন্টিনাতে পালিয়ে যান এবং ছদ্মবেশে একটি কৃষি ফার্মে কাজ করেন।
কিন্তু শেষ রক্ষা হয়নি, অনেক বছর পর তিনি ধরা পড়েন ইহুদীদের হাতে। ইহুদীরা তার প্রতি খুব রেগে ছিল। তাকে হত্যা করার সব প্রস্তুতি শেষ করল। মৃত্যুর পুর্বে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হলে তিনি মৃত্যুর পুর্বে ইহুদী ধর্ম গ্রহন করার কথা বলেন। তার এমন ইচ্ছার কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। বলল, বাছাধন, তুমি মনে করেছ, ইহুদী ধর্ম গ্রহন করলেই ইহুদীরা তোমায় মাফ করে দেবে! তা হবে না। মরতে তোমায় হবেই। কয়েকজন কৌতুহলী জিজ্ঞাসা করলো!
আচ্ছা তোমার এই ইচ্ছা কেন হলো? বলো তো?
আইখম্যান নির্বিকার চিত্তে বললো, “তোমরা যে আমায় ছাড়বে না, এটা আমি নিশ্চিত। তাই মারা যাওয়ার আগে দেখে যেতে চাই, আরেকটা ইহুদী মারা গেল।"
ইহুদীদের প্রতি কতটুকু ঘৃনা থাকলে মৃত্যুর আগেও আরেকটি ইহুদীর মৃত্যু দেখতে চায়!
০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৪
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। লেখাটি যখন পোস্ট করতেছিলাম কেন যেন সমস্যা করতেছিল। বার বার চেষ্টা করতেছিলাম তাতে কাজ না হওয়ায় অমনি রেখেছিলাম। পড়ে দেখার সুযোগ হয়েছিল না। আবারও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভাল থাকবেন এবং করোনা থেকে নিজে নিরাপদে থাকবেন এবং অন্যকে নিরাপদে রাখবেন।
২| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: কেন এই ঘৃণা তাও জানাবেন
০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৮
বিদ্যুৎ বলেছেন: সাম্রাজ্যবাদ ও কর্তৃত্ববাদ! ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: মানুষকে মানুষ হিসেবেই দেখা দরকার।
০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৬
বিদ্যুৎ বলেছেন: খুবই ন্যায্য কথা। ধন্যবাদ।
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১০
শিকারি মুসাফির বলেছেন: এই ঘৃনাটা কেন , আর সেসময়ের সঠিক ইতিহাস জানার জন্য কোন ফেসবুক বা ব্লগপোস্ট সাজেস্ট করবেন জানা থাকলে জনাব ।
সঠিক ইতিহাসটা জানতে চাই
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৭
বিদ্যুৎ বলেছেন: Adolf Hitler, Mein Kampf
Brechtken, Magnus, Die nationalsozialistische Herrschaft 1933-1939
Evans, Richard J., The Coming of the Third Reich (New York: The Penguin Press, 2004).
Kershaw, Ian, Hitler: Profiles in Power (Londen 1991)
আরও বই আছে তবে এই বইগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৯
সোহানী বলেছেন: লিখাটা দু'বার এসছে। সংশোধন করে নিবেন।