নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বলতে চাই

বিদ্রোহী কণ্ঠ

বিদ্রোহী কণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড়, সত্যিই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গেইল?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪২



ক্রিকেটের কিংবদন্তি তারকা ক্রিস গেইলের কথা আমরা কে না জানি। ক্রিকেটের বিনোদন বলে খ্যাত গেইল মাঠের ভিতরে যেমন আক্রমণাত্মক আবার মাঠের বাইরে ঠিক তেমনি আমুদে। এই ক্যারিবিয়ান দৈত্য কখনো আলোচনায় আসেন ক্যামেরার সামনে সঞ্চালিকাকে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে আবার কখনোবা কার্নিভ্যালে বান্ধবীর সঙ্গে অদ্ভুত নাচ নেচে।

তার ভ্যারিফাইড ফেইসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্টে কিছুদিন আগে পোস্ট করা একটি ছবি সবসময় আলোচনায় থাকা গেইলকে নতুন করে আবারো আলোচনায় নিয়ে এসেছে।
ছবিতে তাকে দেখা যায় আর তা হলো, মধ্যপ্রাচ্য ও আফ্রিকান মুসলমানদের মতো জোব্বা ও মাথায় টুপি পরা অবস্থায়। আর এই ছবিতে তাকে দেখা যায় ‘লাভ সাইন’ দিয়ে দাঁড়িয়ে আছেন এবং পোস্টটিতে লিখেছেন: ‘পবিত্র ভালোবাসা’।

আর এ নিয়ে পুরো ইন্টারনেট দুনিয়ায় শুরু হয়ে গেছে তোলপাড়। ফেসবুকে তার এই ছবিতে লাইক পড়েছে ৫৬ হাজারেরো বেশি এবং কমেন্ট পড়েছে প্রায় আটশোর মতো। অন্যদিকে ইনস্টাগ্রামে তার পোস্টে লাইক পড়েছে ১ লাখ ৩৫ হাজারেরও বেশি এবং কমেন্টের সংখ্যা ছাড়িয়ে গেছে হাজারের ঘর।

ওয়াসীম কালিদীন নাম এক ফেসবুক ব্যাবহারকারী বলেছেন ‘‘ স্বাগতম আপনাকে শান্তির ধর্মে।” আব্দুল্লাহ পিক নাম আর একজন বলেছেন ‘‘ মাশাল্লাহ, স্বাগতম ইসলাম ধর্মে “। তবে, এই ব্যাপারে ক্রিস গেইলের পক্ষে থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

কিছুদিন আগে এইপিএলের নিলামের শেষ পর্যায়ে এসে দল পেয়েছেন গেইল। তাছাড়াও, কিছুদিন আগে বিপিএলে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করা প্রধান খেলোয়াড় গেইল ফাইনালেও উপহার দিয়েছিলেন দারুন একটি ইনিংস।

সূত্র: বিডি স্পোর্টস নিউজ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৬

মাআইপা বলেছেন: দেখা যাক কিছুদিন। অবশ্যই বেরিয়ে আসবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২০

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ মাআইপা

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৯

বনসাই বলেছেন: এমন কথা শোনা গিয়েছিল মাইকেল জ্যাকশনকে নিয়ে, মৃত্যুর পর সৎকারে যা বোঝা যায় নি।
গেইলের ইসলাম ধর্ম গ্রহণে কোনো কিছু প্রমাণ হয় না; এটা নিয়ে ফালাফালি বোকামী।
জন্মসূত্রে মুসলমানরা অন্তরে ইসলাম গ্রহণ ও পালন করলেই তা খবরের মর্যাদা পাওয়ার সময় এখন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৪

সৈয়দ ইসলাম বলেছেন: যেন এই আসর ফেসবোক না হয়!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫

আকিব হাসান জাভেদ বলেছেন: নামেই ধর্ম কর্মে নিজ জাত। এমন শতো শতো আছে যারা পোশাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তুু কর্মে ইসলাম বিরোধীদের সাহায্য করছে এবং এরাই ইসলাম ধর্ম বিরোধীদের দূত ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫

হাঙ্গামা বলেছেন: কালকে যদি গেরুয়া কালারের কাপড় পইরা প্যাগোডার সামনে খাড়ায়া পোজ দেয় তখন আবার দেখা যাবে বৌদ্ধরা লিখবে "মানব ধর্মে স্বাগতম"....গেইল সত্যিই ভালো খেলে। মাঠে এবং বাস্তবে।
মজা নিতেসে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

আবু তালেব শেখ বলেছেন: হালায় মজা নিতাসে

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: যার যেটা ভালো লাগে সেটাই তো করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.