|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
পুরানো সেরা
আসুন আমরা এই সপ্তাহের বর্তমান সেরা কবিতাগুলো পড়ার আগে ব্লগে পুরানো বিখ্যাত কবিদের মধ্যে ০৫ কবির বিখ্যাত ০৫টি কবিতা পড়ে নিইঃ
০১. সুলতানা শিরীন সাজি - স্বপ্নের চেয়েও সত্যি
০২. নৈশচারী - ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা
০৩. শিরীষ- রতনপুরের ডাকপিয়ন
০৪. ছন্দ্বহীন - নক্ষত্র পোষা আঁধার
০৫. মাহী ফ্লোরা- তুমি চলে গেলে কেউ ফিরে ডাকেনা। এমনই রেখে গেছো প্রেম!
উপরের এই ০৫ জন বিখ্যাত কবিব্লগার ব্লগে একবারেই আসেন না। আপনাদেরকে খুব মিস করি। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা ফিরে আসুন, এসে দেখুন, আপনাদের জন্য আমরা এই ব্লগে সবচেয়ে সুন্দর আর পবিত্র আসনটি আপনাদের জন্য রেখে দিয়েছি।
সেরা কি?
সেরার কোন শেষ নেই।  তাই তার কোন সঠিক উত্তর নেই। খুব ছোট্ট করে বলা যায়, সেরা হলো গতকাল যা ভাল লেগেছিল আজ যদি তার থেকে কোন কিছুকে বেশি ভাল লাগে তো সেটাই সেরা। তবে সেরা বিষয়টির একটি চিরন্তন আবেগ আছে, যা তাকে চিরকাল ভাল লাগতে বাধ্য করে।
এখন এই সপ্তাহের সেরা ১০!
  
 
সৌমিক দে -আমি বিলীন হয়ে যাচ্ছি নিশীথে
              - 'অবসন্ন চেতনার গোধূলিবেলায়...'
ফকির ইলিয়াস - মনোনয়ন অথবা পরীক্ষা বিষয়ক
খায়রুল আহসান - প্রস্থান
শুভবাদী রোদ - আমি নিতান্তই এক রাসভনিন্দিত কবি
অবলাল রশ্নি - নশ্বর দেহ, ক্লান্ত মন-২
ইমরান আল হাদী - অগম
সেলিম আনোয়ার - তোমাকে না দেখেই লিখি—
সুদীপ কুমার - রাজনীতির রোজনামচা-৪
প্রামানিক - অন্ধের দুগ্ধ ভোজন
বাকপ্রবাস - বুমেরাং
আরো বেশ কয়েকটি কবিতা আছে সেরা দশে জায়গা পাওয়ার মতো!
এবার?
এবার সব কবিতার মিছিল, সব আবেগের স্রোত, সব রঙের মোহনা!!
সাজ্জাদ সংগ্রহ - তুই-আমি মিলে
মোছাব্বিরুল হক - আজব দেশের গল্প (২)
মুহ্তাসিম তকী - আমাকে ভোলা যাবে না
গায়েন রইসউদ্দিন - সীমাহীন দৃষ্টির রং নীল
গায়েন রইসউদ্দিন -ফেরার পথ নেই
গায়েন রইসউদ্দিন - আজও সেই বাংলা
গায়েন রইসউদ্দিন -শেষ ভালবাসা
গায়েন রইসউদ্দিন - সাঁওতালী মেয়ে কাজল
সনেট কবি - আল-মুকসিত
সনেট কবি - আল-আফুউ
সনেট কবি - আর-রাউফ
সনেট কবি -আল-মুনতাকিম
সনেট কবি - মালিকুল মুলক
বিএম বরকতউল্লাহ - অসময়ের চাওয়া
বিএম বরকতউল্লাহ - বউটা ভীষণ জ্বালায়
বিএম বরকতউল্লাহ - কে বেশি ধনী
বিএম বরকতউল্লাহ - বন্ধু ও তেল সমাচার
বিএম বরকতউল্লাহ- পথ ও পথিক
বিএম বরকতউল্লাহ - মা...
কৌশিক - ঘুমায়িত
কৌশিক - বিরহী এক পা!
কৌশিক - হাফপ্যান্ট প্রেম
শরতের ছবি - আমার জানলা ধারে
প্রামানিক - নগরবাড়ীর ঘাটে
প্রামানিক - অন্ধের দুগ্ধ ভোজন
প্রামানিক - আরিচা ঘাটে পেট চুক্তি ভাত
ফেনা - গল্প
ফেনা - ছুঁয়ে দেখ
সাইন বোর্ড - জল পড়ে পাতা নড়ে-২
মাসুদ রানা সাব্বির - কবিতাঃ ভালোবাসার দুঃসময়
বাকপ্রবাস - বুমেরাং
বাকপ্রবাস - স্বপ্ন
বাকপ্রবাস - নাম তার গাজী
বাকপ্রবাস- তেঁতুল বন্দনা
বাকপ্রবাস- তেঁতুল গাছে ভূত
আব্দুল মান্নান মল্লিক - পথের শেষে
দুঃখ বিলাস - আফসোস।
জিএম হারুন -অর -রশিদ - কবিতাটির এখনো নাম দেওয়া হয়নি
ফকির ইলিয়াস - দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস
ফকির ইলিয়াস -মেঘের সাথে, মুহুর্তের সাথে
ফকির ইলিয়াস - মনোনয়ন অথবা পরীক্ষা বিষয়ক
ইমরান আল হাদী - অগম
সেলিম আনোয়ার - ছায়ানট
সেলিম আনোয়ার - তোমাকে না দেখেই লিখি—
নয়ন বিন বাহার - বন্ধু! আমার শহরে তোমার নিমন্ত্রণ
সাইন বোর্ড - সবুজ
প্রথম বাংলা- তোমাকে চাইছি
ম ইসলাম - ছোট ছোট দুঃখ কথা
রাসেল আহমেদ মাসুম - হাসেমের সিরিজ 
কবিতা
আকতার আর হোসাইন - অলেখা কাব্যের সেলফি।
সুদীপ কুমার - মাটির পিদিম
সুদীপ কুমার - তুমি হও সুনীল আকাশ
সুদীপ কুমার - রাজনীতির রোজনামচা-৪
সুদীপ কুমার -ঝাঁকের কৈ
সুদীপ কুমার -গোলক ধাঁধা
সুদীপ কুমার- মিমাংসিত
ইস টু ফিড - ভালোবাসার মানে
নাঈম জাহাঙ্গীর নয়ন - রয়ে গেছে ক্ষত
নাঈম জাহাঙ্গীর নয়ন -|
নাঈম জাহাঙ্গীর নয়ন - সাম্যতার লোভ তীব্র করো
নাঈম জাহাঙ্গীর নয়ন - আসবে কি মধুক্ষণে
জায়েদ হোসাইন লাকী - চাওয়া না পাওয়ার কবিতা
জায়েদ হোসাইন লাকী - আমার এক মাছের জীবন
শুভবাদী রোদ- অবরুদ্ধ
শুভবাদী রোদ -শিরোনামহীন
শুভবাদী রোদ - আমি নিতান্তই এক রাসভনিন্দিত কবি
সামাইশি - কলির সন্ধ্যে।
সামাইশি - উপরে স্থান খালি নাই হে শয়তান।
সামাইশি - কবি তাড়িত।
সামাইশি- আমি এখনো হারিয়ে যাইনি।
সনজিত - আসবে গোপনে
মো: নিজাম গাজী - রান্নাঘরে কান্না করে
নীলআকা৩৯ - কবিতা - সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই!
লক্ষণ ভান্ডারী - শিউলি ঝরানো শারদ প্রভাতে
লক্ষণ ভান্ডারী - শিউলি ঝরানো শারদ প্রভাতে
খায়রুল আহসান - প্রস্থান
সায়ন্তন রফিক - কতোটা সভ্য হয়েছো বলো
টুটুল - আশার বাণী
টুটুল - রুদ্ধদ্বার
দুর্লভ মশিউর -তুমি
দুর্লভ মশিউর -স্মৃতির পাতা
শাহিন বিন রফিক - মশারি।
শাহিন বিন রফিক - বুকের পাঁজরে রেখেছি লিখে -- দেশেরই তরে হবে এ দেহ দান।
জিএম হারুন -অর -রশিদ - আমি একটা বহুরুপী
জিএম হারুন -অর -রশিদ - মা - বাবা নিয়ে আমার ৬টি কবিতা একসাথে - সকল সন্তানদের জন্য
জাহিদ অনিক - না-পুরুষোচিত
নীলাদ্রী হীমান - দুই আশ্বিন
আব্দুল্লাহ্ আল মামুন - নগর কবি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
নাম্ব পেডেস্ট্রিয়ান - প্রেম জিজ্ঞাসা
নাম্ব পেডেস্ট্রিয়ান - এযুগের চেতনা আর চেতনাধারী
নাম্ব পেডেস্ট্রিয়ান - কবিতা চাইনা
সনজিত - দাও দু'খানি হাত
সনজিত - কঙ্কাল আশা
সনজিত- হয়নি বলা
মোঃ মাইদুল সরকার - হাত দু’টি ধর
মাকার মাহিতা - প্রিয়া, তুমি আজ কত দুরে...!
জুন - কাঁঁচা বাজারে লেখিকার এক বেলা
জসীম অসীম - কবিতা: ‘মহুয়ার দাগ’
পবন সরকার -কোন ভগবান তুষ্ট কিসে?
এম ডি মুসা - মুক্তি - মোহাম্মদ মুসা
সফেদ বিহঙ্গ - অভ্যর্থনা
মাহমুদুর রহমান -বাজ বগা আর শিং মাছ।
স্বপ্নবাজ সৌরভ - সবাই যে যার রাখলো কথা
স্বপ্নবাজ সৌরভ- অভিমানি কিংবা স্ব্প্নচারী
অবলাল রশ্নি - নশ্বর দেহ, ক্লান্ত মন-২
ল - রাজীব আজ আমাকে 'সরি' বলেছে
অংক সায়াদাৎ - তুমি দেখতেই জানো না অপ্সরী।
যুক্তি না নিলে যুক্তি দাও - দেশীয় কাব্য ও হালকা ছবি ব্লগ
ঋতো আহমেদ - জে. আলফ্রেড প্রুফ্রকের প্রেমের গান
নজসু - কাকের রাজ্য
স্বপ্নের শঙ্খচিল -আকাশটা আমার একলাই থাকল
সৌমিক দে -আমি বিলীন হয়ে যাচ্ছি নিশীথে
সৌমিক দে-কোমলগান্ধার
সৌমিক দে - 'অবসন্ন চেতনার গোধূলিবেলায়...'
কি করি আজ ভেবে না পাই- মিনসে জাতি
অশ্রু কারিগর - ধারন
আরোগ্য - পথিক
নেয়ামুল নাহিদ - প্রেমের যত বয়স বাড়ে
প্লিওসিন অথবা গ্লসিয়ার - না লেখা চিঠি!
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন ১৩. কবিতা : হৃদ-শহরের অভিমান
না মানুষী জমিন -বৃত্ত বন্দী জীবন
এ.এস বাশার - বৃষ্টি মূখর ক্ষণে
উড়ুউড়ু - ভাতের ভোক
তারছেড়া লিমন- অ-গোছাল কবিতা-১৮
স্বপ্নবাজ তরী - শিক্ষক
আকিব হাসান জাভেদ থেমে যাওয়া ঘড়ির কাটা ।
রোকসানা লেইস - খড়কুটো এবং তুমি  
পাদটীকা-
গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কবিতা অনেক বেশি এসেছে এবং অনেক ভাল কবিতা এসেছে। তার মানে অনেকেই কবিতা লিখতে চায়, আমিও অনুরোধ করি আপনারা এটা অব্যাহত রাখুন। আমি অবাক হয়ে শুধু ভাবি আমাদের ব্লগে অনেক কবি আছেন, যাদের লেখা পড়লে কাব্যের ঘোরে আচ্ছন্ন হতে হয়।
সবাইকে শুভকামনা।
----
 ৯৮ টি
    	৯৮ টি    	 +১৯/-০
    	+১৯/-০  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৯
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৯
বিজন রয় বলেছেন: আপনিই প্রথম হলেন!!
প্রীশু!! এটা বাদ দিলেন কেন?
পুরানোদের কবিতাও পর্যায়ক্রমে নিয়ে আসবো এভাবে, এত অসাধারণ কিছু কবিতা আছে যে মূক হতে হয়।
আর তাদের ব্লগে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
আপনি যখন মন্তব্য লিখছিলেন আমি তখনই এডিটের কাজে ব্যস্ত ছিলাম, এখন ঠিক হয়েছে ।
মানুষকে কবিতা পড়াতে পারলে হিংসা-বিদ্বেষ কমে আসবে।
সতত ধন্যবাদ আপনাকে।
২|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৪৯
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৪৯
নজসু বলেছেন: আমার ছড়াটাও আছে দেখছি।    
 
এই রকম পোষ্টে একটা সুবিধা আছে ।
আর তা হলো যদি কেউ কোন ছড়া কবিতা এড়িয়ে যায়, এখান থেকে চট করে পড়ে নেয়া যাবে। 
পরিশ্রমের এই কাজটির জন্য ধন্যবাদ প্রাপ্তি রইলেন।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২২
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: আমি চেষ্টা করেছি সবার কবিতা আনতে। অনেকে ৮/১০টি কবিতা লিখেছেন, তাদের কিছু বাদ দিয়েছি। আর অজান্তে কিছু যদি বাদ যেয়ে থাকে তো এখানে বলে দিলে আমি পোস্টে লিংক দিয়ে দিব।
আপনার ছড়া নিয়ে নিয়ে আপনার ব্লগবাড়ি যেয়ে কথা বলবো।
অনেক শুভকামনা।
৩|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৫৬
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৫৬
নীল আকাশ বলেছেন: দাদা, আমার কবিতাটা আছে দেখছি।  
  
অক্টোবর প্রথম সপ্তাহ ( ০১-০৭ ) আসার জন্যই লিখেছিলাম। ভালো লাগলো দেখে.....
পরিশ্রমের এই কাজটির জন্য ধন্যবাদ রইল আপনাকে........।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৪
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৪
বিজন রয় বলেছেন: হ্যাঁ, আপনার কবিতাটি অনেক ভাল এবং সমসাময়িক। পড়েছি।
তবে শিরোণামটি অন্যরকম হতে পারতো।
আশাকরি সামনের দিনগুলোতে আপনার কবিতা সেরা ১০ এ স্থান পাবে।
সাথে থাকুন।
৪|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১০
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১০
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর প্রচেষ্টা । অত্যন্ত পরিশ্রমীও বটে।  এমন পরিশ্রমে কোনও ধন্যবাদ যথেষ্ট নয়।   
++++ 
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় দাদাকে।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৮
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৮
বিজন রয় বলেছেন: প্রকৃতপক্ষে এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, বিশেষ করে দিশেহারা রাজপুত্র যখন থেকে বন্ধ করেছিল। কিন্তু আমি জানতাম না ড্রাফট পোস্ট কিভাবে পোস্ট করতে হয়। 
যাহোক এখন আরজু পনির নিকট থেকে জেনে নিয়েছি, এবং কাজ করছি।
আগে ছটফট করতাম এটা করার জন্য।
আমি যদি সময় পাই তো এটা চলতে থাকবে।
কাব্যময়তা রইল।
৫|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৩
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার খুব ভালো লাগে কবিদের কবিতাগুলো। আপনি সুন্দর একটা উপস্থাপন করেছেন।
কিছু কিছু কবিতা মন কেড়ে নেয়।,  কবিদের প্রতি ভালোবাসা রইলো
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩০
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩০
বিজন রয় বলেছেন: আসলেই এখানে অনেকেই ভাল লেখেন। অসাধারণ সব প্রতিভা! অবাক হতে হয়।
আপনিও ভাল লেখেন।
আপনাদের এভাবে সহযোগিতা আমার কষ্ট জল করছে।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৬|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২০
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২০
সাাজ্জাাদ বলেছেন: অত্যান্ত পরিশ্রমের কাজ অনেক সুন্দর করে গুছিয়ে করেছেন। 
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩১
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩১
বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো খুব ভাল হয়। আশাকরি কবিতার মান ধরে রাখবেন। মানের সাথে কোন কম্প্রোমাইজ নয়।
আচ্ছা, সাাজ্জাাদ আর সাজ্জাদ সংগ্রহ কি একই ব্যক্তি?
সাথে থাকুন।
৭|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২০
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২০
সৈয়দ ইসলাম বলেছেন: 
বিশাল পরিশ্রমে আমরা এটা পেলাম। নিশ্চয় আপনার পরিশ্রম সার্থক হবে। পাঠকদের সুবিধার্থে এমন আয়োজন সত্যি প্রশংসনীয়।  
অসংখ্য ধন্যবাফ ভাই। 
তারপর আপনার দিনকাল কেমন যাচ্ছে জানাইয়েন!
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৪
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: পরিশ্রম সার্থক হবে কিনা জানিনা। সেটার আশা করি না, শুধু যেন সময় পাই এটা করার জন্য।
আমি ভাল আছি এখন।
এই যে কবিদের ভাল রাখার চেষ্টা করছি, এটা আমাকে সুখী করছে।
এই যে আপনারা এসে কথা বলছেন, এটা আমাকে সাহস দিচ্ছে।
ভাল থাকুন অফুরন্ত।
৮|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৬
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৬
সৈকত জোহা বলেছেন: আমি কখনো সেরা হতে পারি নি
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৫
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৫
বিজন রয় বলেছেন: অন্যজন পারলে আপনিও অবশ্যই একদিন সেরা হতে পারবেন। সবাই সবসময় সেরা হতে পারে না, কেউ কেউ জীবনে একবার বা দুবার সেরা হতে পারে কিছু সময়ের জন্য।
সেরার কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই।
হা হা হা ...... তাই নিজের ভিতর থেকে ভাল মন নিয়ে কাজ করে যেতে হবে।
একদিন সেটা সবচেয়ে ভাল হতে পারে।
আমি এখনই সেরা হবো এই মনোভাব ত্যাগ করতে হবে।
আশাকরি বলতে পেরেছি।
শুভকামনা জোহা।
৯|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৩
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৩
বাকপ্রবাস বলেছেন: এতো ত্যাগ আর পরিশ্রম করে ব্লগে যে জীবন্ত প্রাণের সৃষ্টি করছেন তুলনা হয়না।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৬
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: সব কষ্ট লাঘব হয়ে যাচ্ছে, আপনাদের সান্নিধ্যে।
একটু আগে দেখলাম আপনি সুন্দর একটি কবিতা পোস্ট করেছেন।
ওখানে যেয়ে  কথা বলবো।
'প্রাণের সঞ্চার' কথাটিতে আমিও প্রাণ পাচ্ছি, ভাল লাগছে।
১০|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৭
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৭
সৈকত জোহা বলেছেন: ভাল মন নিয়ে কাজ করলেই সেরা হওয়া যায় না। সেরা হতে গেলে অনেক কিছুর সহায়তা লাগে
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৮
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৮
বিজন রয় বলেছেন: আমার কাছে সেরা হওয়ার পথ হলো দুটি.....  সৎ থাকা আর মন দিয়ে কাজ (সাধনা, পরিশ্রম ) করে যাওয়া। আর কিছু দরকার আছে বলে মনে করি না।
আপনি চেষ্টা করেন। দেখবেন তিনমাসের ভিতর রেজাল্ট পাওয়া শুরু করবেন।
প্রিয় জোহা আপনাকে আবারো ধন্যবাদ।
১১|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪১
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা। একটা একটা করে পড়ে ফেলছি সব। প্রথমেই পুরোনো লিখা থেকে বলি। দুটি লিখা অসম্ভব ভালো লেগেছে - 
১। ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা
২। তুমি চলে গেলে কেউ ফিরে ডাকেনা। এমনই রেখে গেছো প্রেম!
এছাড়া সেরা দশ থেকে ভালো লেগেছে -
১। অগম
২। আমি বিলীন হয়ে যাচ্ছি নিশীথে
৩। তোমাকে না দেখেই লিখি—
সবাইকে অভিনন্দন ও শুভকামনা।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩০
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: খুটিয়ে খুটিয়ে ব্লগ পড়া আপনার একটি অন্যতম ভাল গুণ।
আগের কিছু ব্লগার ছিলেন তারা কত ভাল কবিতা লিখতেন তা তাদের কবিতা পড়লেই বোঝা যায়। আর শিরোণাম দেখেন, কত বিস্ময়বোধ জাগিয়ে দেয় মনের ভিতর।
আমার এই পোস্টেও আপনার মন্তব্য যথার্থ।
এভাবেই আপনাকে সবসময় পেতে পারি।
১২|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪২
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪২
সৈকত জোহা বলেছেন: আজকাল সততাকে দুর্বলতা ভাবা হয়। সাধনা কথাটা ঠিক আছে।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩৩
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: আজকাল নয়, সততাকে সবসময় দূর্বলতা ভাবা হয়। কিন্তু সততা এমন একটি মহাশক্তি সে যখন পাল্টা আঘাত দেয় তখন সব অপশক্তি চিরতরে শেষ হয়ে যায়, তাই বিশ্বাস রাখুন।
হ্যাঁ, কবিতা কি লিখছেন এ সপ্তাহে?
১৩|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৩
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
এত কবিতা একসাথে , মন ভালোহয়ে গেলো ।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩৭
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: মনিরা আপা আপনি কেমন আছেন, অনেক দিন আপনার কবিতা পাচ্ছি না ব্লগে।
আপনার কবিতাগুলো আমাকে বিস্মিত করে অহরহ।
তাই আর দেরি না করে নতুন কবিতা পোস্ট করুন।
শুভকামনা।
১৪|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১১
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১১
সনেট কবি বলেছেন: এমন কষ্টকর কাজ যেন আরো করতে পারেন সেই কামনায় নিরন্তর শুভেচ্ছা।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৬
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৬
বিজন রয় বলেছেন: হা হা হা ......  আপনি আমার অনেক উৎসাহ।
আপনার ০৫টি সনেট এখানে দিয়েছি, আর কয়েকটি দিইনি।
আর কত দিব বলুন!
তবু আপনি লিখুন, প্রতিদিন লিখুন।
আপনি যে এত লেখেন, পরিবারের মানুষদের সময় দেন কখন?
১৫|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২৩
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২৩
মোস্তফা সোহেল বলেছেন: মাসিকের পর এবার সাপ্তাহিক আয়োজন মন্দ না।
শুভ কামনা দাদা।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫১
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: আসলে আমি কখনো মাসিক বা অন্য সময় নিয়ে সংকলন করিনি।
আমি আসলে সেপ্টেম্বর ২০১৮ এর শেষ সপ্তাহ থেকে শুরু করেছি। আমার সময়ের উপর নির্ভর করছে আসলে এটা আমি কোন উপায়ে করবো। সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক যে কোনটা হতে পারে।
সোহেল অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।
১৬|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২৯
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আবারও মুগ্ধ। আমার কাব্যটিও স্থান পেয়েছে দেখছি।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৩
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: চোখে পড়লে কেউ বাদ যাবে না।
আমি জানি একজন লেখকের কাছে তার নিজের লেখা কত বড় আবেগের সম্পদ।
তাই লিখুন, সবসময় লিখুন।
১৭|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৫
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৫
ঢাবিয়ান বলেছেন: বুঝলাম এই ব্লগে কবির সংখ্যা সবচেয়ে বেশী 
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০০
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: হা হা হা ........
আসলে কবিরা এখানে একটু ফাঁকিবাজ!
কারণ টাইপ করে পোস্ট করতে সময় কম লাগে।
আর গল্প বা অন্যান্য পোস্ট করতে সময় বেশি লাগে, সেজন্য এখানে কবির সংখ্যা বেশি।
হা হা হা ...... তবে একটি কবিতা সুষ্টি করা কিন্তু সজহ নয়।
অনেক ভাল লাগল আপনাকে পেয়ে।
ভাল থাকুন।
১৮|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০২
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: দারুন পরিশ্রমী পোস্ট। বিজন রয় বিশাল আয়োজন। আরজু পনি মাসের কবিতা নিয়ে একটি পোস্ট দিতেন, একজন আরমান দিতেন , স্বপনবাজ অভি দিতেন।  বাছাই করে তাদের পছন্দের কবিতার তালিকায় আমার একাধিক কবিতা থাকতো। সবচেয়ে বেশি কবিতা আমারই থাকতো। কি যে ভালো লাগতো। নতুন উদ্যমে কবিতা লিখতাম ।
আবারো আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। বিশাল কর্মযজ্ঞ। 
বিজন রয় আপনি সফলতা লাভ করুন। পোস্টে++++
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৪
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: আপনাকে আমি চিনি বহুদিন থেকে। তাই নতুন করে আপনাকে বলার কিছু নেই।
আমি শুধু বলবো আপনার কবিতার ধারায় সামান্য পরিবর্তন আনতে হবে।
সেটা নিয়ে আপনাকে অনেকবার বলেছি।
আপনার কবিতার বোধ অসাধারণ, আমার শব্দভান্ডার অসীম। এটা আসলে কবিতা নিয়ে চর্চা করতে করতে অর্জন করেছেন।
তাই আপনার কবিতা ভাল হয়।
একজন আরমান দিতেন , স্বপনবাজ অভি  ........ ওনাদের কথা আমার মনে আছে, তবে ওনাদের সংকলন পোস্টের কথা মনে নেই।
আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
১৯|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৮
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৮
হাবিব বলেছেন: প্রিয় ভাই, আমি কি আপনার নজরে আছি? নাকি সেফ না বলে আপনার সংকলনে জায়গা পাইনি?
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২০
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: সম্ভবত তাই হবে।
তবুও এখন থেকে আপনি আমার নজরে থাকবেন।
তাই ভাল ভাল কবিতা লিখুন।
শুভকামনা সবসময়ের।
২০|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫০
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫০
রাকু হাসান বলেছেন: 
কষ্টসাধ্য কাজ । করে যাচ্ছেন । শুভকামনা করি । যাদের কবিতা সেরা দশে স্থান পেয়েছে তাঁদের কে অভিনন্দন জানাই ।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
বিজন রয় বলেছেন: সময় পাচ্ছি তাই চেষ্টা করছি। আবার যদি অসময় এসে হাজির তো কি হবে জানিনা।
ব্লগ এবং আপনাদেরকে অনেক ভালবাসি তাই করছি, অন্য কিছু নয়।
আপনাদের পাশে পাচ্ছি এটা অনেক বড় ব্যাপার।
আপনার কবিতা কই?
২১|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
আরোগ্য বলেছেন: খুব পরিশ্রমের কাজ করেছেন তার জন্য অভিনন্দন জানাই। আশাকরি এক সময় এই তালিকায় আমার কবিতাও স্থান পাবে।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
বিজন রয় বলেছেন: আপনার কবিতা আছে তো।  নিচের দিকে দেখুন। তবে সেরা দশে নেই, কারণটা আপনার ওখানে বলে এসেছি।
তাই লেখার ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে।
সবসময়ের শুভকামনা।
২২|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
রাকু হাসান বলেছেন: 
সুন্দর প্রতি উত্তর । আমি তো মাঝে মাঝে লেখি। এ সপ্তাহে দেইনি । এত বড় বড় নাম ,আর মান সম্মত কবিতার মাঝে নিজের কবিতা দিতে ভয় হয় ,তাই মাঝে মাঝে দেই সাহস করে   ।
 । 
কতটুক ভালোবাসা থাকলে এমন কাজ করা যাই ,সেটা এই পোস্ট দেখলেই বুঝা যাই । আমি অবশ্য এমন কিছু করতে চেয়েছিলাম ,আসলে এমন ও না ,আরেকটু ভিন্নধর্মী । এটা করতে গেলে খুব ভালো পাঠক হতেই হবে ,অভিজ্ঞতারও েএকটি ব্যাপার আছে ।
  ১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫২
১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: আপনি কি করতে চেয়েছিলেন ভিন্নধর্মী সে সম্পর্কে আমি জানতে চাই। যদি মনে হয় আমাকে বলার মতো তো আামকে শেয়ার করুন। পারলে আমিও আপনাকে সাহায্য করবো।
সেটা যদি ভাল পাঠকদের জন্য হয় তো  করে ফেলুন এটা আমি খুব করে চাই।
আবারো আসার জন্য ধন্যবাদ।
২৩|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সকলের জন্যই অনেক অনেক শুভ কামনা। 
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
  ১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৪
১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৪
বিজন রয় বলেছেন: আপনি প্রথম পাতায় লেখার অনুমোদন পেয়েছেন, তার অভিনন্দন ওখানে জানিয়ে এসেছি।
এবার ভাল ভাল কবিতা বা গল্প পোস্ট করুন।
২৪|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
এস এম ইসমাঈল বলেছেন: ১ থেকে ৭ তারিখে আমি ৭টি কবিতা পোঃষট করেছি,সেগুলো কি একটু পড়ে দেখবেন? ধন্যবাদ।
  ১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৩
১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৩
বিজন রয় বলেছেন: আপনি এখানে মন্তব্য করার পর আপনার ওখানে গিয়ে দেখেছি আপনার কবিতাগুলো।
সম্ভবত আপনি প্রথম পাতায় অনুমোদন পাননি, তাই আপনার কবিতা বা পোস্ট প্রথম পাতায় আসছে না এবং আমার চোখে পড়ছে না।
আচ্ছা, সমস্যা নেই, আমি পারলে আপনার পোস্টে যেয়ে আপনার কবিতা সংকলন পোস্টে নিয়ে আসবো।
অনেক ধন্যবাদ আপনাকে।
২৫|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন উদ্যোগ!
সপ্তাহের সেরা দশ বা সপ্তাহের সেরা সংগ্রহ! 
অনেক কষ্টকর কাজটি শুরু করেছেন- অভিনন্দন বিজন দা' 
চলুক সিরিজ  
 
  ১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:০৫
১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:০৫
বিজন রয় বলেছেন: আপনার অভিনন্দন গৃহীত হলো গভীর উষ্ণতায়।
সপ্তাহের সেরা সংগ্রহ বললে তো ভাল হয়, কিন্তু তখন প্রথম হওয়ার জন্য কেউ ভাববে না।
তবু সেভাবে বলা যেতে পারে।
আপনাকে ধন্যবাদ সিনিয়র।
২৬|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
করুণাধারা বলেছেন: খুব কষ্টসাধ্য একটি কাজ করছেন, খুব ভালো কাজ।
তবে অন্যের কবিতা নিয়ে লিখতে লিখতে নিজে আবার কবিতা লিখতে ভুলে যাবেন না যেন!
  ১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৩
১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৩
বিজন রয় বলেছেন: তবে অন্যের কবিতা নিয়ে লিখতে লিখতে নিজে আবার কবিতা লিখতে ভুলে যাবেন না যেন!....... কদিন ধরে আমি শুধু এই কথাই ভাবছি। আমার মনটাকে বুঝতে পেরেছেন।
তবে উপায় একটা বরে করতেই হবে।
ধন্যবাদ পাশে তাকার জন্য।
২৭|  ০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:৪৮
০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:৪৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি এত ধৈর্য পেলেন কোথায়? আপনি এত পরিশ্রম করার শক্তি পেলেন   ???  আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো ভাষা আমার জানা নাই। 
আমি যে অন্তত লিস্টে আছি দেখে বড়ই কৃতার্থ হলাম। 
আপনি কি প্রতি মাসেই এমন লিস্ট  করবেন?  
যারা সেরা দশে স্থান পেয়েছে তাদেরকে অভিনন্দন ও আপনিও অনেক শুভকামনা জানবেন।
  ১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৩৬
১০ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: হা হা হা হা ........
প্রথমেই বলি, আমি এই ব্লগটিকে অনেক ভালবাসি, আমি চাই এই ব্লগটি দিন দিন উন্নত হোক আর প্রাণময় হয়ে উঠুক।
আপনি এত ধৈর্য পেলেন কোথায়? .............. কিছুনা, শুধু আমার মনের ইচ্ছা আর ভাললাগা।
আপনি এত পরিশ্রম করার শক্তি পেলেন ???.............. কাজ করতে করতে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তবে যে কাজ করে আনন্দ পাওয়া যায়, সুখী হওয়া যায় সেই কাজটিই করা উচিত।
আপনি কি প্রতি মাসেই এমন লিস্ট করবেন? .............. আপাতত প্রতি সপ্তাহে করছি, কখনো পাক্ষিক বা মাসিক হতে পারে।
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো ভাষা আমার জানা নাই। .............. আমি আপনার প্রতি কৃতজ্ঞ।
অনেক ভাল লাগল আপনার আন্তরিকতা।
আমি কিন্তু আপনাকে জানি, বিশেষ করে অন্যের ব্লগে আপনার করা মন্তব্যগুলো আমি পড়ি।
অনেক শুভকামনা রইল।
২৮|  ০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৭
০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৭
যবড়জং বলেছেন: মন্তব্য পড়িনি । হয়তো অনেকে বলেছে 
 আপনি খুব কঠিন একটা কাজ করেছেন । চালিয়ে যান শুভকামনা ।।
  ১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৫
১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৫
বিজন রয় বলেছেন: আপনি আসলেন!
আপনি অনেক ভাল লেখেন।
আপনার শুভকামনা আমার পাথেয়।
ধন্যবাদ।
২৯|  ০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:২৪
০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
এমন পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। 
আপনাকে ধন্যবাদ।
  ১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৩
১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: আপনাকে ধন্যবাদ।
অামার কষ্টে অাপনি কি ব্যথিত?
আপনি কবিতা লেখেন না??
৩০|  ০৯ ই অক্টোবর, ২০১৮  রাত ১২:১৩
০৯ ই অক্টোবর, ২০১৮  রাত ১২:১৩
নীলপরি বলেছেন: দারুণ পোষ্ট । ++
  ১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৩
১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: অাপনি কি খুব ব্যস্ত?
৩১|  ০৯ ই অক্টোবর, ২০১৮  রাত ১:০৫
০৯ ই অক্টোবর, ২০১৮  রাত ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসামান্য কষ্ট সাধ্য কাজ! আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার কোন মানে হয় না। কবিতা প্রচুর প্রকাশিত হচ্ছে। আপনি পড়ছেনও। আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করব- সেটা ভিন্নভাবে। এই বিষয়ে বিস্তারিত আপনার সাথে মেইলে যোগাযোগের মাধ্যমে জানাবো।
  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৬
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: এই ব্লগের উন্নতির জন্য আমি অবদান রাখতে চাই, সেজন্য অনেক কষ্ট স্বীকার করতে রাজি আছি, অন্যে জন্য কিছু করতে পারায় অনেক সুখ পাওয়া যায়।
আমাকে কিভাবে সাহায্য করবেন সেটা জানার অপেক্ষায় আছি।
আমার দিকে নজর রাখার জন্য ধন্যবাদ কাভা।
৩২|  ০৯ ই অক্টোবর, ২০১৮  রাত ২:০১
০৯ ই অক্টোবর, ২০১৮  রাত ২:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন জানাই, খুব পরিশ্রমের কাজ
শুভকামনা ।।
  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৭
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৭
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
তবে আপনি অনেক কবিতা লিখবেন, পোস্ট করবেন এই অনুরোধ থাকল।
শুভকামনা শঙ্খচিল।
৩৩|  ০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:২৬
০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:২৬
আরজু পনি  বলেছেন: সময়ের চেয়ে আধঘন্টা পিছিয়ে আছি এই মুহূর্তে। কিন্তু আপনার এতো পরিশ্রমের পোস্টে জানান না দিলে অন্যায় হতো!
অফলাইনে দেখেছিলাম গতকালই। 
ব্লগে থাকার মতো বেশি সময় পাচ্ছি না আপাতত। তবুও চেষ্টা করছি নিয়মিত আসতে 
  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: আমি যখন এই পোস্ট করি তখন আপনি ব্লগে লগডইন ছিলেন দেখেছিলাম।
আপনার সময়গুলো কিসে খেয়ে ফেলছে জানতে পারি?
নতুন চাকরি?
বাচ্চাদের পিছনে ব্যয়?
কি সেসব?
৩৪|  ০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:৫৬
০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:৫৬
নতুন নকিব বলেছেন: 
যদিও জানি, এটি অনেক শ্রমসাধ্য তবুও আপনার এই উদ্যোগটি সুন্দর। সংকলন আকারে মাঝে মাঝে এমন কিছু করা হলে কবিতার লেখক এবং পাঠক সকলের কাজে আসবে। একই মলাটে সকলের সহাবস্থান। 
অনেক অনেক শুভকামনা। পোস্টে +++
  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৫
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৫
বিজন রয় বলেছেন: আপনার বিনয় আর ভদ্রতায় ভরা কথাগুলো ভাল থাকতে সবসময় আমাকে সহায়তা করে। আমি সুখবোধ অনুভব করি।
আমি জানি আপনি অনেক ধার্মিক, তারপরও কবিতায় আপনার বিচরণ আমার ভাল লেগেছে।
অনেক ধন্যবাদ।
সুখী আর বাল থাকুন।
৩৫|  ০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৫৮
০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৫৮
মিথী_মারজান বলেছেন: গ্রেট!
পুরোনো পাঁচজন কবির কবিতা পড়ার সুযোগ করে দিয়ে একটা দারুণ ভ্যারিয়েশন এনেছেন পোস্টটিতে।
উনাদের কবিতাগুলো সত্যিই খুব চমৎকার।
আমরা যারা উনাদেরকে পাইনি,তাদের জন্য এটা সুন্দর একটা সুযোগ।   
শিরীষ কবি তো ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের কবি। 
উনার একটা কবিতা আছে 'মিথি তুমি নওমির রাত নেমে কালো' - এটা পড়ার পর থেকে আমিতো রীতিমতো তাকে মনে মনে 'মিথিকবি' উপাধি দিয়েছি।হাহা।
(আপনিও পড়েছেন কবিতাটা, সেখানে আপনার কমেন্ট দেখেছি আমি)।
বিশ্বাস করবেন কিনা জানিনা, কবিতাটা প্রথম পড়ার পর থেকে এখনো কেমন একটা ঘোরলাগা ভালোলাগা কাজ করে উনার কবিতার প্রতি।     
আমার খুব আফসোস উনাকে আমি ব্লগে পাইনি অর্থাৎ এখন উনি ব্লগে নেই জন্য।
পুরাতন ব্লগারেরা ফিরে আসুক, মন থেকে চাই।
সামুর প্রতিটি কবির জন্য অনেক শুভ কামনা।
আর আপনাকে একটু হিংসা করলাম, কিভাবে পারেন আপনি!!! এত সুন্দর করে সময় বের করে কবিতাগুলো খুঁজে খু্ঁজে পড়েন। 
কি দারুণ একটা ব্যপার।  
  
পোস্টে অনেক ভালোলাগা।
  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫২
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যগুলো খুব আপন মনে হয়।
শিরীষকবি ব্লগে আসা বন্ধ করার পর আমি অনেক খুঁজতাম।
তারপর একদিন পেয়ে যায় ফেসবুকে।
আমি ইনভাইট করলে উনি রিসিভ করেন, তারপর থেকে দুদিন ওনার সাথে ফেসবুকে কথা হয়েছে।
তার কিছু কবিতা আসলেই অসাধারণ!
আমার কখনো কখনো মনে হয় সেই সব ব্লগাদের যদি আবার ফিরিয়ে আনতে পারতাম!
হিংসা করা ভাল যদি সেটা হৃদ্যতায় পরিপূর্ণ হয়।
আপনার সে হৃদ্যতা আমি টের পাই।
অনেক শুভকামনা।
৩৬|  ০৯ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫২
০৯ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫২
উদাসী স্বপ্ন বলেছেন: সত্যি কইরা কন তো? সব কবিতা কি পুরা পড়ছেন?
আর সেরা কবিতার মধ্যে তো দেখি প্রমিলাদের ছড়াছড়ি।
হোসেইনের শুয়োরের সাথে সহবাস সহ আরো কিছু কবিতা আছে। ঐগুলা মিস করছেন
  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৭
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৭
বিজন রয় বলেছেন: প্রত্যেক কবিতা  কিছু না কিছু পড়তে হয়, নাহলে সেরা নির্বাচন করবো কিভাবে, আমি তাড়াতড়ি পড়ে ধারনা নিতে পারি,  এটা বোধহয় আমার সহজাত। কোন কোন কবিতা কয়েকবার পড়তে হয়।
ভাল লিখলে তো তাকে আনতে হবে।
সেখানে প্রমিলা আর পুরুষ কি!!
এই সপ্তাহের সেরাতে দেখুন কোন প্রমিলা নেই।
আপনার বলা নিচের লাইনটি পড়ে হাসি পেল।
কোথায় আপনি?
৩৭|  ০৯ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:২১
০৯ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:২১
শিখা রহমান বলেছেন: বিজন আপনিতো দেখি খুব পরিশ্রমের কাজ করেই চলেছেন। আশাকরি কাজটা করার সময়ে সুন্দর কিছু কবিতা আপনার এই শ্রমকে সার্থক করে দিয়েছে। ব্লগের বিখ্যাত কবিদের কবিতা পড়ার সুযোগ করে দিয়েছেন দেখে ভালো লাগলো। 
শুভকামান রইলো। ভালো থাকবেন কবিতার রাজ্যে!!
  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৯
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: কোন কাজ করতে ভাল লাগলে, কোন কাজ করে সুখ পাওয়া গেলে তা লাগাতার করা যায় বৈকি!
ব্লগের বিখ্যাত কবিদের কবিতা আরো নিয়ে আসবো ।
আপনার উপস্থিতি প্রাণময়।
৩৮|  ০৯ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০৪
০৯ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০৪
এ.এস বাশার বলেছেন: নৈশাচারির লেখা পড়লাম অসাধারন লিখেন তিনি.....তার লেখা পড়ে দিন রাত ভাবতে ভাবতে কাটিয়ে দেয়া যায়....
ধন্যবাদ বিজন দা.....সুন্দর একটি পোস্ট .....
  ১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
বিজন রয় বলেছেন: নৈশাচারি অমন কিভাবে লেখেন আমার ধারনার বাইরে, তেমনি ছন্দ্বহীন, অসাধারণ।
বিষয়টি আপনার নজরে পড়েছে দেখে ভাল লাগল।
আমাদের আরো কবিতা লিখতে হবে, পড়তে হবে।
শুভকামনা রইল।
৩৯|  ০৯ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৭
০৯ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৭
শুভবাদী রোদ বলেছেন: বিজন, সরি, ব্রাদার, আজকে খুঁজে পেয়েছি লিস্টিটা। ধন্যবাদ। 
আপনি অনেক কষ্ট করে কাজটা করছেন, তাই আবারো ধন্যবাদ। 
উল্লেখযোগ্য লেখাগুলো পড়ার একটা সুযোগ পাওয়া যায় এভাবে।
যদিও নানা মুনির নানা মত থাকবেই, আপনি চালিয়ে যান। আমরা তো আছি-ই।
  ১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
বিজন রয় বলেছেন: আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে যাই।
কিভাবে পারেন!!
আপনাকে হঠাৎ খুঁজে পেয়েছি।
লিখুন আরো, আরো।
সাহস দেওয়ার জন্যও ধন্যবাদ।
৪০|  ০৯ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
০৯ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
ফেনা বলেছেন: সব কবিতার একটা চমতকার সুচিপত্র।
বিষয়টা অনেক ভাল লাগল। 
ভাল থাকবেন।
  ১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
বিজন রয় বলেছেন: আপনিও লিখুন।
অবশ্য আজকে একটি কবিতা আপনি পোস্ট করেছেন দেখেছি।
পাশে থাকার জন্য ধন্যবাদ ফেনা।
৪১|  ১০ ই অক্টোবর, ২০১৮  রাত ২:৫২
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ২:৫২
অন্তরন্তর বলেছেন: আশা করি যে কষ্টসাধ্য কাজ শুরু করেছেন তা নিয়মিত করতে পারবেন। যেই পুরানো ৫টি কবিতা দিয়েছেন সবগুলো আগেই পড়া ছিল। আবার পড়লাম। তাঁরা সবাই খুব ভাল লিখত। এমন শত পুরনো ভাল কবিতা সামু ব্লগে আছে। এখনকার কবিতার লিস্ট অনেক লম্বা। কবিতা পড়ে শেষ করা কঠিন। চেষ্টা করব সবগুলো কবিতা পড়তে। অনেক ধন্যবাদ আপনার পোস্টের জন্য। শুভ কামনা।
  ১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৯
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৯
বিজন রয় বলেছেন: সত্যি কথা বলতে ওই রাতেই আপনার কথা ভাছিলাম। সত্যিই আপনি আসলেন!
আসলে কবিতা আমার ভাললাগার একটি স্থান।
আর ব্লগটিও এখন অনেক প্রিয় স্থান।
আগে যখন অনেকেই সংকলন পোস্ট দিত আমি ভাবতাম আমিও তো এটা করতে পারি! কিন্তু করা হয়ে ওঠেনি। অবশ্য এব্যাপারে আমার কারো সাথে আলাপও হয়নি।
আমি আসলে ড্রাফপ পোস্ট থেকে কপি করে যে লাইভ পোস্ট করা যায় এটাই জানতাম না।
কয়েকদিন আগে হঠাৎ করে কাল্পনিক_ভালবাসা আমার এক পোস্টে মন্তব্য করে বললেন আমি সেরা ১০/১২ কবিতা নিয়ে সংকলন পোস্ট করতে পারি কিনা, আমি জেগে উঠলাম, আমার মনের সুপ্ত বাসনা জেগে উঠল, আমি গতি পেলাম। আরজু পনির নিকট থকে জেনে নিলাম কিভাবে ড্রাফট থেকে লাইভ পোস্ট করতে হয় 
ব্যসসসসসস.. শুরা করে দিলাম।
এটা চলবে বহুদিন।
৪২|  ১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৩
১০ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৩
নীলপরি বলেছেন: ব্যস্ততার থেকে বেশী অলসতা বোধহয়   
তাই ব্লগে অনিয়মিত 
  ১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১১
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: কেন এত অলসতা কেন? জীবন কতটুকু? 
মানুষের হাতে সময় খুব অল্প, তাই অলসতা না করার জন্য অনুরোধ করছি।
আমার কথাটি মনে রাখুন।
কোন সময় নষ্ট নয়।
৪৩|  ১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৮
১০ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো আপনার এমন উৎসাহিত করার উদ্যোগ। 
সেরা দশে ঠাঁই পাওয়া সকল কবিকে অভিনন্দন, শুভেচ্ছা 
শুভকামনা আপনার জন্য সবসময়
  ১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৩
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৩
বিজন রয় বলেছেন: আপনার শুভেচ্ছা ও অভিনন্দন নিশ্চয়ই তারা গ্রহণ করেছেন।
আপনার সরব উপস্থিতি অনেক ভাল লাগে।
এটা যে কাউকে জেগে থাকতে সাহায্য করবে।
শুভকামনা।
৪৪|  ১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
১০ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনারা পাশে থাকলে সবই হবে। ধন্যবাদ আপনাকে।
  ১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৪
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: পাশে আছি অবশ্যই।
এখন কবিতা লেখা শুরু করুন।
আর বেশি বেশি কবিতা পড়ুন।
প্রভা
৪৫|  ১৩ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
১৩ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
সংকলন পোস্ট!!! ওরেব্বাস সাংঘাতিক কষ্টসাধ্য কাজ। 
তবে আপনি খুব ভালভাবেই তা করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না।
সংকলনে স্থান পাওয়া কবিতাগুলো পড়তে পারিনি তবে শ্রীঘ্রই পড়ব। তারপর বিস্তারিত মন্তব্য করব। 
ভাল থাকুন নিরন্তর।
  ১৩ ই অক্টোবর, ২০১৮  দুপুর ২:০০
১৩ ই অক্টোবর, ২০১৮  দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: হ্যাঁ, শুরু করছি, কেউ তো আর করে না এখন।
তাই আমি খাটছি, যদি ব্লগ বা ব্লগাদের উপকার হয় কোন।
জানিনা কতদিন করতে পারবো।
সাথে থাকুন।
৪৬|  ১৫ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৪২
১৫ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৪২
অবলাল রশ্নি বলেছেন: অনেকেই বলে আমার লেখাগুলো এলোমেলো,খাপছাড়া।সেই বাউন্ডুলে লেখার একটা অংশ যে সেরা দশে স্থান পাবে তা ভাবি নি কখনো। দাদা আপনার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।নতুনদের মধ্যে তো রীতিমত উৎসাহের দাবানল ছড়িয়ে দিলেন। 
শুভকামনা জানবেন।
  ১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
১৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: কে কি বলল আপপতত সেদিকে খেয়াল না করলেও চলবে। ওসব পরে দেখা যাবে। আপনার কাজ হলো অনবরত লিখে যাওয়া, আপনি সেটাই করুন নিয়মিত।
আর কবিতা নিয়ে আপনার সাথে কথা বলার সুযোগ পেলে ভাল লাগবে।
শুভেচ্ছা ও শুভকামনা রইল, সবসময়ের।
৪৭|  ২৪ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:৪৭
২৪ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: চোখে পানি এসে গেলো।
এমন ভালোবাসার জায়গা ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াই!
এত সুন্দর কবিতার আয়োজন। আমি সবার কবিতা পড়বো।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
ভালো থাকবেন
  ২৫ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৯
২৫ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৯
বিজন রয় বলেছেন: গত রাতে আপনার এই মন্তব্য দেখেছিলাম।
অনেকে আগে সংকলন পোস্ট করতেন আপনার জানা আছে, তারপর অনেকদিন আর কেহ এটা করছিলেন না, আমি মনে মনে সবসময় ভাবতাম, তারপর শুরু করলাম এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। অবশ্য এখানে কা্ল্পনিক_ভালবাসার উৎসাহ আছে।
তো এই সংকলনটি সাজানোর সময় মনে হলো নতুন লেখার পাশাপাশি পুরানো হারিয়ে যাওয়া ব্লগাদের দারুনসব কবিতাগুলো দিলে কেমন হয়, যেমন ভাবা তেমন কাজ। তো ভাবতে বসে আপনার কথা আর আপনার কবিতার কথা সবার আগে মনে এলো তাই প্রথমেই আপনার কবিতা দিয়ে শুরু। আপনি অবশ্যই খুশি হয়েছেন এটা জেনে যে আমরা আপনাকে ভুলে যাইনি, আমরা আপনার অসনাধারণ সব লেখাকে সন্মান দিতে জানি, মূল্যায়ন করতে জানি।
আর গত দু'দিন তো আপনাকে ব্লগে দেখছি, বলেছেন নিয়মিত হওয়ার চেষ্টা করবেন।
আমাদের আর কিছু দরকার নেই, এবার কিছুটা সময় ব্লগের জন্য রাখবেন এই আশা রাখি।
এমন ভালোবাসার জায়গা ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াই!............. এই উপলব্ধিটা আরো বড় হোক, আরো সত্যি হোক।
শুভকামনা সাজি আপা।
৪৮|  ০১ লা নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
০১ লা নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
রানার ব্লগ বলেছেন: আমার কবিতা হয়না তাই বাদ দিলাম
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:২৭
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: আপনার কবিতা অবশ্যই হবে। কাগজ কলম নিয়ে একবার চেষ্টা করুন।
মন নরম আর কোমল করলেই কবিতা আসবে।
শুভকামনা রইল।
৪৯|  ১৩ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
১৩ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
ল বলেছেন: মানুষকে কবিতা পড়াতে পারলে হিংসা-বিদ্বেষ কমে আসবে।[/sbবিজন রয়
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৭
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: মানুষকে কবিতা পড়াতে পারলে হিংসা-বিদ্বেষ কমে আসবে।............... আমার বেলায় তো তাই হয়। আমি সেটা হৃদয় দিয়ে অনুভব করি।
একটি নরম কোমল নিষ্পাপ মনই তো কবিতার সঙ্গ লাভ করতে পারে।
আমার ওই কথাটি যে আপনার মনে ধরেছে সেজন্য ভাললাগ।
আপনার জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৪৮
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৪৮
স্রাঞ্জি সে বলেছেন:
এবারের খুব ভাল হইছে.... প্রথমে যে পাঁচ টি কবিতা দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কয়েকটা কবিতা লিংক এলোমেলো দেখাচ্ছে । ইডিট করে দিলে ভাল হবে ।
অনিঃশেষ শুভকামনা।