নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ......হুমায়ুন আহমেদ, যার সৃষ্টিই আমাদের দৃষ্টি......কবিতা সংকলন নভেম্বর দ্বিতীয় সপ্তাহ, ২০১৮!

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০



বিশেষ দ্রষ্টব্যঃ আগামী সপ্তাহ থেকে কবিতা ও গল্প মিলে সংকলন হবে। সবাইকে জানিয়ে রাখলাম!!!!!

হুমায়ুন আহমেদ আমাদের প্রজন্মের প্রদীপ্ত কণ্ঠস্বর! বাংলাদেশের একটি প্রজন্ম তার রেখে যাওয়া অজস্র সৃষ্টিতে জীবনকে নতুন উপলব্ধি আর দৃষ্টিতে দেখতে শিখেছে। বাংলাদেশের মানুষের জীবনে তার প্রভাব রয়ে যাবে কাল থেকে কালান্তরে। এ সপ্তাহে তার জন্মদিন গেল, তাই এবারের কবিতা সংকলন উৎসর্গ করা হলো বাংলার এই ক্ষণজন্মা মনীষী'র করকমলে!



হুমায়ুন আহমেদ স্মরণে যে কবিতা পোস্ট হয়েছেঃ
সেলিম আনোয়ার -হুমায়ুন আহমেদ এবং আমরা দু"জনা
হাবিব স্যার - স্যার "হুমায়ূন আহমেদের" জন্মদিন উপলক্ষে "একটি সনেট" এবং "তাঁর প্রায় সব নাটক-সিনেমা ও ২০০+ বইয়ের ডাউনলোড লিংক" একসাথে।
...........................................................................


সপ্তাহের প্রথম কবিতা - ডাঃ আকন্দ - আলো
সপ্তাহের শেষ কবিতা - জায়েদ হোসাইন লাকী -শহরবানু এবং তার সম্পর্কিত দুঃসমাচার


সেই পুরানো অলংকারঃ

আহমেদ আলাউদ্দিন - মৃত্যুলিপি
সাবরিনা সিরাজী তিতির - শব্দ
নেক্সাস -শিশ্নচোখা
করবি - আর একটা ৫২
ডি মুন - ব্যাখ্যাতীত কিছু নেই
.......................................................................


সেরা-২০ঃ
ফকির ইলিয়াস - আগুন না অনন্ত
কাজী ফাতেমা ছবি - একদিন মন নদীতে হেমন্তেও ফুটবে কাশফুল.......
সাইয়িদ রফিকুল হক - ভোটলোভীরা ব্যস্ত এখন
সনেট কবি - পরচিন্তা
নূর ইমাম শেখ বাবু - আজকে না হয়
জিএম হারুন -অর -রশিদ - আমি চলে যাচ্ছি
সাহিনুর - সেই মেয়েটি ..............
হোসেন মৌলুদ তেজো - উপেক্ষিত অপেক্ষা
হোসেন মৌলুদ তেজো - শিরোনামহীন - ৪
আব্দুল্লাহ্ আল মামুন - আমাদের আমি
আমিই রানা - ইতিহাস শুধুই কাঁদে
মাহমুদুর রহমান - কবিতাঃ-সাহসী নূর হোসেন।
জাহিদ অনিক - কবিতাশ্বর
নয়ন বিন বাহার - আমি কি হতে চেয়েছিলাম?
শরীফ আজাদ - শিহরণ
নীলপরি - শীতসন্ধ্যার পাহাড়-লিপি
আফরোজা সোমা - দ্বার খোলা ঘর
শিখা রহমান - আত্মহত্যা মুলতুবি
শাহরিয়ার কবীর - সুখহীনতা
সাইন বোর্ড - হেমন্ত অাহারে !
................................................................


আমার আমি কিংবা আমাদের আমরাঃ
ফকির ইলিয়াস - আগুন না অনন্ত
ফকির ইলিয়াস - ঘরমুখো ঘনমেঘ
ফকির ইলিয়াস - বন্দনাতিলক
সনজিত - বুভুক্ষু আমি
আরোহী আশা - মা
নিজাম পারভেজ শুভ - অথবা কখনো
আশিক ফয়সাল - কল্পলোক
আব্দুল্লাহ্ আল মামুন - আমাদের আমি
নূর ইমাম শেখ বাবু - মিথ্যাজাল
আরোগ্য - এক কুড়ি ও সপ্তম বর্ষপূর্তি
কথার ফুলঝুরি! - অন্ধকারের দাসত্ব
নীল আকাশ - কবিতা - স্মৃতি!
টুটুল - হারিয়ে যাইনি তবু এটাই জরুরী খবর
নয়ন বিন বাহার - আমি কি হতে চেয়েছিলাম?
নতুন নকিব - আমি যখন থাকবো না
আরোগ্য - চিঠি
ন্যািন্স েদওয়ান - শুদ্ধি করো আমায়


জীবনের অজস্রতাঃ
মাহমুদুর রহমান - কবিতাঃ-মধ্যবিত্ত।
মাধব - ক্ষমা
সাহিনুর - সেই মেয়েটি ..............
জাহিদ অনিক - ইন্ধন
হোসেন মৌলুদ তেজো - উপেক্ষিত অপেক্ষা
হোসেন মৌলুদ তেজো - শিরোনামহীন - ৪
রাজীব নুর - অদ্ভুত কবিতা
ল - কালের দীর্ঘশ্বাস
হাসান মনোয়ার - অন্তিম লগ্ন
saif sakib - স্বপ্ন বাঁধে বুকে
আশরাফ আল দীন - আল মাহমুদ
শুভ পাটগ্রাম - বিভ্রান্তি
আমিই রানা - ছোট্ট পৃথিবী
আমিই রানা - স্মৃতিতে অতীত
আমিই রানা - অবাস্তব সত্য
সাইফুল্যাহ আমিন - নো কান্নাকাটি ফর এক্স...
সুদীপ কুমার - নাগরদোলা
টুটুল - এবার তবে...
ফরিদ আহমদ চৌধুরী - সুখের জন্য
JN Hridoy - কবিতাঃ শূণ্য মস্তিষ্কে অপ্রকাশিত আবেগ
JN Hridoy - কবিতা-০২ঃ তবুও কি ওরা বলবে- পাইনি তোমায়?
সাইন বোর্ড - হেমন্ত অাহারে !
স্বপ্নিল অণুকাব্য - কবিতাঃ সেই মানুষগুলো ও আমরা
অলিউর রহমান খান -কবিতা: ‘মানবতার তরে’
সেলিম আনোয়ার -হুমায়ুন আহমেদ এবং আমরা দু"জনা
মীর সাজ্জাদ - এলোমেলো জীবন


নানা রঙের খেলাতেঃ
শরীফ আজাদ - হাইকু সমগ্র
শরীফ আজাদ - শিহরণ
জিএম হারুন -অর -রশিদ - নেশা
সাাজ্জাাদ - হাবি জাবি....ভালবাসার।
যবড়জং - ছবির কবিতা
সাইন বোর্ড - ভাবনা গুলো এলোমেলো-৫
জাহিদ হাসান - স্বপ্নবাজের ঢাকায় বসবাস
মজনু শাহ - মেটাফর
সনজিত - আজ এ রঙ উৎসবে
শাহরিয়ার কবীর - সুখহীনতা
টুটুল - নির্বাসন
আলোর_পথিক - জীবন্ত নগরী
জায়েদ হোসাইন লাকী -শহরবানু এবং তার সম্পর্কিত দুঃসমাচার


প্রেমবিহনেঃ

আকিব হাসান জাভেদ - তুমি ছাড়া ভালোবাসার নাই কোন দাম ।।
আবু হাসান লাবলু - আমি কি তোমায় খুব বিরক্ত করছি (লিরিক্স)
শরীফ আজাদ - কি দেব তোমায়?
শরীফ আজাদ - নিষিদ্ধ অবয়ব
মীর সাজ্জাদ - যদিও চোখের আড়ালে ছিলে
টুটুল - রোমন্থন
সাজ্জাদ সংগ্রহ - ফিরবো না
জুনায়েদ বি রাহমান - টুকরো টুকরো প্রেমকাব্য-২
জিএম হারুন -অর -রশিদ - আমি চলে যাচ্ছি
কিরমানী লিটন - অরণ্যের- মৃত্যু.....
জায়েদ হোসাইন লাকী - ভুল করে, তোমাকে ভেবেছি আমার
মোহাম্মদ বাসার - কবিতা
সকাল রয় - সম্পর্ককথন
আফরোজা সোমা - দ্বার খোলা ঘর
নিজাম পারভেজ শুভ - তোমায় না পেলে
শিখা রহমান - আত্মহত্যা মুলতুবি
লিসানুল হাঁসান - একটুখানি সুখের ছোঁয়া দিও
মনিরুজ্জামান - তুমি মৃত্যুর, মানে তুমি আমার
নূর ইমাম শেখ বাবু - অনন্যা
শুভ পাটগ্রাম - দূর্বোধ্য লাগে আমার বোধ
মীর সাজ্জাদ - শর্তমুক্ত ভালোবাসা
প্রথম বাংলা - হয়তো তখনো বাসবো ভালো
সনজিত - সৌরজগত হয়ে যাই
সনজিত - প্রস্থান
সামিয়া - হে যুবক; তুমি স্বৈরাচার
ন্যািন্স েদওয়ান -ভালোবাসার নাম হিমেল
নূর আলম হিরণ - তুমি বন্ধু।
ফাহমিদা আক্তার বৃষ্টি - আমার কেমন যেন লাগে
ফাহমিদা আক্তার বৃষ্টি - প্রশ্ন করো না
সেলিম আনোয়ার -গোধূলীর রং
নিজাম পারভেজ শুভ - অভিমান


প্রকৃতিঃ

কাজী ফাতেমা ছবি - একদিন মন নদীতে হেমন্তেও ফুটবে কাশফুল.......
আবরার আহমেদ ফাহিম - হাসিমুখো রোদ
সন্জয় চক্রবর্তী - বাংলার মুখ
গুলশান কিবরীয়া - ঝরা পাতা
অন্তহীন অরণ্য - সন্ধ্যে নামার আগে
নীলপরি - শীতসন্ধ্যার পাহাড়-লিপি
লক্ষণ ভান্ডারী - প্রশ্ন কবিতা


কবি ও কবিতাঃ
হোসেন মৌলুদ তেজো - কবির কোন স্বজন থাকেনা
জাহিদ অনিক - কবিতাশ্বর
মজনু শাহ - 'বাল্মীকির কুটির' কাব্যগ্রন্থের উপক্রমণিকা


গদ্যঃ
রূর রূর - চোখদুটো যেন যান্ত্রিক স্ক্যানার
দিশেহারা রাজপুত্র - হরিণটানা দুপুর
কালো_পালকের_কলম - অদ্ভুত ইন্দ্রজাল


সনেটঃ
হাবিব স্যার - "হুমায়ূন আহমেদ স্যারের" কাছাকাছি নুহাশ পল্লীতে একদিনঃ একটি সনেট ও কিছু ছবি
হাবিব স্যার - "আস-সামাদ" নামের ফজিলত
হাবিব স্যার - "আরোগ্য'র" জন্মদিনে "সনেটিয় শুভেচ্ছা" ও একটি চিঠি।
হাবিব স্যার - সনেট কাব্যে আল-আসমাউল হুসনার ফজিলতঃ "আল-মান্নান, আল- হান্নান, আদ-দাইয়ান"
হাবিব স্যার - স্যার "হুমায়ূন আহমেদের" জন্মদিন উপলক্ষে "একটি সনেট" এবং "তাঁর প্রায় সব নাটক-সিনেমা ও ২০০+ বইয়ের ডাউনলোড লিংক" একসাথে।
সনেট কবি - পরচিন্তা
সনেট কবি - ব্লগার সামিয়া
সনেট কবি - পরের মঙ্গল
সনেট কবি - একজন হুমায়ুন আহমেদ
সনেট কবি - রাবেয়া (রাবু)
সনেট কবি - ব্লগার ওমেরা
সনেট কবি - ব্লগার দৃষ্টিসীমানা


রাজনীতি ও ইতিহাসঃ

সাইয়িদ রফিকুল হক - ভোটলোভীরা ব্যস্ত এখন
সাইয়িদ রফিকুল হক - মাকালফলের আবির্ভাব
সুদীপ কুমার - তিনশ ষাট ডিগ্রী
সুদীপ কুমার - রাত কেটে যায়
আমিই রানা - ইতিহাস শুধুই কাঁদে
মাহমুদুর রহমান - কবিতাঃ-সাহসী নূর হোসেন।
আব্দুল্লাহ্ আল মামুন - নটবর হাজার মানুষের ভিরে
নূর ইমাম শেখ বাবু - বেপরোয়া শহর
নূর ইমাম শেখ বাবু - ভোটের আগে পরে
বাকপ্রবাস - আলোর চোখ অন্ধ
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু - হিপোটোনাইজড রাজনীতি
জিএম হারুন -অর -রশিদ - গনতন্ত্র
পাজী-পোলা - পাপি আমি
MD Shahinur Rahman Dipu - বাতাসে মিলবে পঁচা লাশের গ্যাস!


ধর্মঘরের প্রার্থনাঃ
ডাঃ আকন্দ - আলো
মীর সাজ্জাদ - বিচারের ভার
মাহমুদুর রহমান - নাস্তিকদের আল্লাহতে অবিশ্বাস!


সুর তুলে যায় গান পাখির দলঃ
মাশরেকী - জাগো মানুষ (এটি কোরাশ গান): মো. শামীম মাশরেকী
শুভ্র বিকেল - আগমনী গান
হাসান জাকির ৭১৭১ - মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে........!
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান - আলোর জন্য পণ । নতুন কবিতা । নতুন গান


ছড়ারা হাতে বেড়ী ছাড়ঃ
নূর ইমাম শেখ বাবু - আজকে না হয়
নূর ইমাম শেখ বাবু - আয়ু
নূর ইমাম শেখ বাবু - ফিরে আসো
বিএম বরকতউল্লাহ - দোল দোল দুলুনি
বিএম বরকতউল্লাহ - ছিন্ন পথের কলি
শাইয়্যানের টিউশন (Shaiyan's Tuition) - খুক খুকিয়ে হাসছি বলে... হুপিং কাশি আসলো চলে!
দিপু সিদ্দিকী - আহারে, আহা
কাজী রাকিবুল ইসলাম - ভূমিহীন কৃষিকের স্বপ্ন-সাধ
হাবিব স্যার - বউটা রেগে আগুন
হাবিব স্যার - আপনি কি অক্ষম?
আব্দুল্লহ আল মামুন - কাপ ও কপাল
বিএম বরকতউল্লাহ - পরম্পরা
এমএইচ রনি১৯৭১ - ছড়া
বাকপ্রবাস - মিটু
ব্লগার_প্রান্ত - প্রাগৌতিহাসিক যুগে লেখা একটি শিশুতোষ ছড়া: ভুতের বাড়ি


ইংরেজী কবিতাঃ

জাহিদ অনিক - Winter love



ফিরে দেখাঃ
বিজন রয় - সংলাপে হয় না ---- কবিতায় হবে, ..... কবিতা সংকলন ..... নভেম্বর ২০১৮, প্রথম সপ্তাহ!


.............................................................

পাদটীকাঃ
প্রিয় ব্লগার ব্ন্ধুরা, আপনার এই কবিতা সংকলন পোস্ট নিয়ে কথা বলুন।
পুরতান ব্লগারদের কবিতা নিয়ে কথা বলুন।
সেরা ২০ এর ব্যাপারে কথা বলুন।
অন্যান্য কবিতা নিয়ে কথা বলুন।
যার কবিতা আপনার সবচেয়ে ভাল লেগেছে সেই ব্লগার আর তার কবিতা নিয়ে কথা বলুন।

কবিতায় থাকুন মন ভাল রাখুন।
সবাইকে অনেক অনেক শুভকামনা।


মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

নজসু বলেছেন:

শুভকামনা। :)

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

বিজন রয় বলেছেন: কোন কিছুতে প্রথম হওয়া অনেক বড় ব্যাপার! আপনি আজ সেই প্রথম হলেন, যিনি এই পোস্টাকে প্রথম আলোতে আলোকিত করলেন।

অনেক অনেক ধন্যবাদ।
শুভদুপুর!

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

ফোয়ারা বলেছেন:
পারিশ্রমিক পোস্ট। কবিরা উৎসাহিত হবে।

:-0 =p~ :P

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

বিজন রয় বলেছেন: আপনিও কবিতা লিখুন পোস্ট করুন।

কবিতা হলো মনের সবচেয়ে সুন্দর বৃতি।

আন্তরিক ধন্যবাদ ফোয়ারা।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর-আয়োজন।

শুভেচ্ছা ও শুভকামনা।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: আপনার নিকট থেকে এবার একটু অন্য ধরনের কবিতা চাই।
যেমন ধরুন মানুষের শেষ পরিণতি, বা মানব মনের অজানা গন্তব্য, এসব বিষয় নিয়ে।

ভাল লাগছে প্রিয় কবি।
আপনাকে নিয়মিত পাওয়া যাচ্ছে।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

নতুন নকিব বলেছেন:



অনেক পরিশ্রমের ফসল। অনেক সুন্দর আয়োজন। অনেক শুভকামনা।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: আপনার শান্ত ও স্থির উপস্থিতি আমাকেও নম্রতা শেখায়, পথ দেখায়।
এই সময়ে আমার পরিশ্রম অনেক লাঘব হয়।

সুন্দর হোক আপনার সমগ্রজীবন।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:


এক পোষ্টে এ সপ্তাহের সবকিছু পেলাম, দারুণ ব্যপার। !:#P !:#P


লেখক ও পাঠকদের সবার জন্য শুভ কামনা রইলো ।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

বিজন রয় বলেছেন: চেষ্টা করে যাচ্ছি যাতে কারো কবিতা বাদ না পড়ে। তারপরও যদি বাদ পড়ে এবং কেউ বলে দেয় তো সাথে সাথে পোস্টে দিয়ে দিব।

আপনি যে আবার হাওয়া না হয়ে যান।
কিছু সময় ব্লগের জন্য রাখার অনুরোধ রাখছি।

শুভকামনা শাহরিয়ার।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

শিখা রহমান বলেছেন: বিজন আপনি আবারো কবিতার ডালি নিয়ে হাজির। প্রথমেই বলে নেই আমি খুবই বিস্মিত ও অভিভূত হয়েছি। আসলেই ভাবিনি আমার কবিতাটা সেরা ২০য়ে আসবে। অনেক ধন্যবাদ সামান্য কবিতাটাকে ভালোবাসার জন্য।

এই সপ্তাহের কবিতার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে 'আগুন না অনন্ত' আর 'কবিতাশ্বর।' কবিতা দুটো বার বার পড়া যায় আর প্রতিবারই নতুন অনুভব, প্রতিবারই বুঁদ হয়ে বসে থাকা।

একরাশ ভালোলাগা আর শুভকামনা। 'কবিতার মতো মানুষ' ভালো থাকুন, কবিতায় থাকুন।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: আমি তো প্রতি সপ্তাহে কবিতার ডালি নিয়ে হাজির হচ্ছি এবং আপনাকে জানাতে চাই এ কাজটি আমি করছি খুব সাবলিলভাবে। তার কারণ হলেন আপনারা। এই যে আপনারা এসে এই কবিতা সংকলন নিয়ে কথা বলে যান এটাতে আমি খুব উৎসাহ পাচ্ছি। আমার মনে প্রশ্ন, এটা আমি আরো আগে থেকে কেন করিনি!!

আপনার কবিতা সেরাতে আসল তার কারণ উপস্থাপনা, আবেগ, নাটকীয়তা। তাই সেরার জন্য আরো অনেক কবিতা থাকলেও আপনারটি একটু এগিয়ে রয়েছে।

যারা নিয়মিত লিখছেন তারা অনেকেই ভাল কবিতা পোস্ট দিয়েছেন।
তবে কয়েকজন খুব ভাল লিখছেন।

সেরাতে দুটি কবিতার কথা উল্লেখ করলেন, তার মানে আমার সিলেকসান ঠিক আছে বলতে পারি??

কবিতার মতো মানুষ, অাশ্চর্য মানুষ..... হা হা হা, আপনিও একই রকমের জলীয়-দ্রাব্য-ঘনীভূত!!

৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

শাহারিয়ার ইমন বলেছেন: কবিতা পোষ্ট করা ছেড়ে দিয়েছিলাম ,আবার দিতে হবে দেখছি :)

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

বিজন রয় বলেছেন: শাহারিয়ার ইমন আর শাহরিয়ার কবীর আমি আপনাদের দুজনকে অনেকবার গুলিয়ে ফেলেছি।

আপনি অবশ্যই কবিতা পোস্ট শুরু করুন।
গল্পও পোস্ট করবেন।

আর এই সংকলন পোস্ট নিয়ে আমাকে পরামর্শ দিয়ে বাধিত করবেন।
শুভকামনা।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
গুড জব।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: আপনি মাত্র দুটি কবিতা লিখেছেন!!!
অথচ আপনি প্রতিদিন কয়েকটি লেখা পোস্ট করেন ব্লগে।

তাই বলবো অন্য অনেক লেখার পাশাপাশি আরো কবিতা লিখে পোস্ট করুন।
কবিতা আপনাকে অনেক সুখ এনে দিবে।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

শিখা রহমান বলেছেন: বিজন আপনি ব্লগের কবিতা বিশেষজ্ঞ। অবশ্যই আপনার কবিতার সিলেকশন ঠিক আছে। আমি শুধু আমার সবচেয়ে পছন্দের দুটো কবিতা উল্লেখ করেছি।

আমার কিন্তু প্রায় সব কবিতাই ভালো লাগে। ব্লগে সবাই এমন ভালো লেখে যে পড়ে অভিভূত হয়ে যাই। আপনার মতো বাছাই করতে দিলে খুব ঝামেলায় পড়ে যেতাম। :)

ভালো থাকুন কবিতায় আর ভালোবাসায়। শুভকামনা।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: আমিও তো কবিতা বাছাই করতে যেয়ে অনেক দ্বিধায় থাকি। এটা একটি পাবলিক প্লেস, তাই মনের ভিতর সবসময় একটি দোটানা ভাব কাজ করে যে আমি যেটা করছি সেটা অন্যের ভাল লাগবে তো!! যখন অনেকগুলো ভাল লেখা একসাথে চলে আসে তখনতো সমস্য আরো প্রকট হয়।

তবে আপনাদের অনেকের নিকট থেকে এটা জানতে পেরেছি যে আমার কাজের উপর আপনাদের আস্থা আছে, তাই সামনে এগিয়ে চলার সুবাতাস পেয়েছি। তবে কাজটি খুব সুক্ষ, তাই টেনশন থেকে যাবেই।

আপনি আবার এসে আমাকে আশ্বস্ত করে গেলেন।
অনেক ভাল লাগল। ভাল থাকুন সবসময়।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

কিরমানী লিটন বলেছেন: এক পোষ্টে এ সপ্তাহের সবকিছু পেলাম, মুগ্ধ ভালোবাসা আর শুভকামনা জানবেন....

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: গত সপ্তাহে আপনার কবিতা মিস করেছি বোধহয়। কোন কবিতা পোস্ট দেননি।

আর এ সপ্তাহের শুরুতেই পেলাম আপনার কবিতা।
আপনারা পোস্ট দিলেই তো কবিতা সংকলন ফুলে ফুলে ভরে উঠবে।

অনেক ভাল লাগল আপনার উপস্থিতি।
শুভকামনা রইল।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: কথা ছাড়া- লাইক

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: হা হা হা ...... কোন কথা না বলে অনেক কথা বলে গেলেন!
এতেই আমার চলবে।

আমি যে একটি বেল পাতাতেই তুষ্ট।

অনেক ধন্যবাদ প্রান্ত!
শুভসন্ধ্যা।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

Sujon Mahmud বলেছেন: দারুণ উদ্যাগ.......কিছু বলবো না...

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: কিছু না বলেও অনেক কিছু বলেছেন।
এবার কবিতা লিখুন আর পোস্ট করুন।

শুভকামনা।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

জাহিদ অনিক বলেছেন:

কবিতার লিস্টে ইংরেজী কবিতা শিরোনামে একটা ক্যাটাগরী খুলেছেন দেখে ভালোলাগছে।
সত্যি কথা বলতে, কিছু কিছু ফিলিংস আছে- যেগুলো বাংলায় লিখলে হয়ত খুব বেশী ভালোভাবে লেখা হয়ে যায়, অতটা ভালো হয়ত কাম্য নয়। সেগুলো তখন অন্য একটা ভাষায় লিখে ফেললে মনে শান্তি লাগে।
তবে এটা ঠিক, আমার ইংরেজি কবিতা মোটেও অতটা ভালো নয় যতটা বাংলায় স্বচ্ছন্দে লিখতে পারি। তবুও--- ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ নেভার এনাফ।

ব্লগে আমার জানামতে আরও কয়েকজন ইংরেজী কবিতা লিখে থাকেন, যেমন-
ঋতো আহমেদ, উম্মে সায়মা, খায়রুল আহসান প্রমুখ। তাঁদের কবিতার মান অবশ্য বেশ ঈর্ষণীয়।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

বিজন রয় বলেছেন: আপনারা যদি ইংরেজী কবিতা পোস্ট করেন তো আমাকে আলাদা ক্যাটাগরি করতেই হবে। জীবনের কোন কিছুর চর্চা ফেলনা নয়, কিছু না কিছু পাওয়া যায়। তাই আমি ওকাজে আপনাদের উৎসাহ দিব।

তবে এটাও বলবো মাইকেলের মতো যেন ভুল না হয়!

বাংলাতে রবীন্দ্রনাথের চেয়ে বড় কে, খুব সাহস নিয়ে বললে এর উত্তর শুধু মাইকেল হতে পারেন, তবে তিনি যদি শুধু বাংলায় লিখতেন তো কবি হিসেবে সবার উপরে শুধু একজনই থাকতেন, তিনি "মাইকেল"।

অবশ্য যে যার স্থানে শ্রেষ্ঠ, তাই তুলনা করা ঠিক নয়।

তবে আমি নিজে কখনো ইংরেজী চর্চা করি না। কারণ ওটা আমার কাছে সময়ের অপচয় মনে হয়।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নিন চমৎকার গোছানো কাজের জন্য।

আপনার গত সংকলনে পুরানো ব্লগারদের নাম চেয়েছিলে; সময় করে উঠতে পারি নাই । আজকে দুজনের নাম দিচ্ছি , আশা করছি ভালোলাগবে।

এই কবিতা টা আমার বেশ প্রিয় ।
বিহংগ
বিহংগ পরে খেয়াঘাট নামে লিখত ; আমাদের আরিফ মাহমুদ। অনেকদিন থেকে উনি ব্লগে নেই ।
আরও কয়েকজনের কথা মনে পড়েছিল, দেখলাম আপনি তাদের কবিতা দিয়েছেন আগেই । আর একজন ভালো লিখতেন ব্লগার আশিক মাসুম।

আশিক মাসুম

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

বিজন রয় বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।

খেয়াঘাট, আশিক মাসুম আমার লিস্টে আছে। যদি সময় হয় তো আরো নাম দিবেন অনুরোধ থাকলো।
কারণ আমার একার সবার নাম মনে রাখা সম্ভব নয়।

আমি পর্যায়ক্রমে যাদের কবিতা এই সংকলন পোস্টে নিয়ে আসছি তার বাইরে অনেকেই আছেন যাদের নাম আমার মনে নেই।

আপা শুভকামনা রইল।

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০

বলেছেন: একরাশ ভালোলাগা আর শুভকামনা। ---ধন্যবাদ কবি আপনাকে।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধ করছে। যেমন আপনার কবিতাও মুগ্ধ করে।

সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

অলিভিয়া আভা বলেছেন: কবিতা জিনিসটা একটু আবেগী। কবিতা ঠিক চাইলেই পড়ে ফেলা যায় না। মনকে বিচ্ছিন্ন করে পড়তে হয়। আমার মত অলস ও ফাঁকিবাজ মানুষের জন্য আপনার এই মূল্যায়ন যেন একেবারে সোনায় সোহাগা। অনেকদিন পর পর ব্লগে লগিন দেই। অফ লাইনে যদিও বা মাসেসাজে আসি। তাই ভালো ভালো লেখেগুলো মিস হবার চাস্ন থাকলো না আর।
ভালো থাকুন। হ্যাঁ, পোষ্টটি প্রিয়তে থাকলো। কবিতাগুলো পড়ে জানাবো সময় করে কার লেখা কেমন লেগেছে্‌
ভালো থাকুন

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: আপনাকে নতুন দেখছি। আপনি কেমন বলুন তো? ব্লগে পাঁচ মাস হলো আপনার কোন পোস্ট নেই।

আপনার ভিতরে কবিতার আবেগ কাজ করে এবং আপনি কবিতা পছন্দ করেন জেনে খুশি হলাম। আমার এই সংকলন পোস্ট আপনার কবিতা পড়ায় কাজে লাগবে সেটা জেনেও ভাল লাগল।

হ্যাঁ, কবিতা পড়ে সে সম্পর্কে বা এই সংকলন পোস্ট নিয়ে যেকোন কথা বা পরামর্শ আপনার নেকট থেকে পেলে আমি সমৃদ্ধ হবো।
সেই অপেক্ষাতেই রইলাম।

শুভকামনা নিরন্তর।

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাহিদ অনিক, মনিরা আপু, শিখা, সেলিম ভাই ও উম্মে সায়মাদের কবিতা আমার কাছে বেশি ভাল লাগে।


আগে কবিতা লেখতাম, ইদানীং দায়িত্বের চাপে কবিতারা পালিয়েছে! খোঁজছি তাদের খুব কিন্তু পাচ্ছি না!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: যাদের নাম বলেছেন উনারা আসলেই অনেক ভাল লিখছেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কিভাবে অমন করে কবিতা বের হয় তাদের ভিতর থেকে!!

আর আপনিও কবিতা লেখা শুরু করুন।
মনটা স্থির করুন কবিতারা চলে আসবে।

বুঝছেন তো???

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬

বলেছেন: প্রিয় দাদা,
কবিতা নিয়ে এই খুঁড়াখুঁড়ির জন্যে আপনার জন্যে একটা পোস্ট উৎসর্গ করলাম।
আমার ব্লগে আসার নিমন্ত্রণ রইলো।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

বিজন রয় বলেছেন: হ্যাঁ, ওখানে তো কথা বলে এসেছি।

আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই।
চির কৃতজ্ঞ থাকলাম।

কেউ যদি অমন করে স্মরণ করে তো অনেক ভাল লাগে।

শুভকামনা জানবেন।

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বাহ! দারুন ব্যপার। এক পোস্টে সব আপডেট।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখছি। ব্লগে একটু নিয়মিত হওয়া যায় না??

আপনি তো ভাল লিখেন।
আমাদের বঞ্চিত করছেন কেন?

নিয়মিত হন।
শুভকামনা।

২০| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার!
শুভ কামনা জানাই আপনাকে।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

বিজন রয় বলেছেন: আপনাকে সবসময় পাশে পাই। এটা আমার ভাল লাগে। ব্লগে আপনার তৎপরতা চোখে পড়ার মতো।
আশাকরি এটা দীর্ঘদিন অব্যাহত রাখবেন।

সুন্দর মানুষটির জন্য শুভকামনা।

২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

মীর সাজ্জাদ বলেছেন: ভালোবাসা রইল আপনার প্রতি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

বিজন রয় বলেছেন: আপনি প্রচুর পোস্ট করছেন, লিখছেন, এটা অনেক পজিটিভ ব্যাপার!
এটা অব্যাহত রাখুন।

অনেক ধন্যবাদ।

২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:





চমৎকার উৎসর্গ। পুরাতনদের স্মরণ করা পোস্টকে আলাদা মর্যাদা দিচ্ছে।

অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: ধন্যবাদ কথা.....।

ওই মানুষটিকে অনেকেই পছন্দ করে না।
কিন্তু তার মতো কজন আছে বাংলাদেশে।

পুরাতন ব্লগারদের মনে রাখার জন্য তাদের ফিরিয়ে আনছি।

ভাল থাকুন।

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী উদ্যোগ স্বাগত জানাই। আপনার সেরা কবিতাগুলো পড়া হলে পরে কমেন্ট করা যাবে। আপনার পোস্ট কবিদের উৎসাহিত করবে ভাল কিছু করার। আপনার পরিশ্রম স্বার্থক হোক।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

বিজন রয় বলেছেন: হা হা হা ...... স্বাগত কেন? আমি তো প্রথম করছি না। আপনি তো আগেও কথা বলেছেন।

হ্যাঁ, ভাল কবিতাদের নিয়ে কথা বলুন।
তাহলে আমি পথ খুঁজে নিতে পারবো।

ধন্যবাদ কবি।

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

নীলপরি বলেছেন: ব্লগে এখন একটু অনিয়মিত । এই সপ্তাহে একটা কবিতা লিখেছিলাম ।সেটা আপনার সেরা ২০ তে স্থান পেয়েছে দেখে ভালো লাগলো ।

আর একজন কবির কবিতা এখানে দেখে খুবই উৎসাহ পাচ্ছি , তিনি হলেন কবি জাহিদ অনিক । তাঁর কবিতার মান ও বৈচিত্র আমাদের বিমুগ্ধ করছে নিয়মিত ।

যদিও একঘেয়ে তবু অনিবার্য কথাটি শেষে বলতেই হচ্ছে --
এই পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ ।
শুভকামনা

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

বিজন রয় বলেছেন: জাহিদ অনিক সবাইকে অবাক ও মুগ্ধ করছেন। আমিও তো ভেবে পাই না তিনি এমন কিভাবে লিখেন।

এ সপ্তাহেও অনেক ব্যস্ত আছি, আশাকরি আগামী সপ্তাহে সেই কবিতাটিতে হাত দিতে পারবো।
নয়ন আমাকে বলেছিল ওটা আমার এখানে দিয়ে দিবে, তাহলে আমার এডিট করতে সুবিধা হতো, নতুন করে টাইপ করতে হতো না।

কবিতা সংকলন পোস্ট চলতে থাকবে, সাথে গল্পও, তাই লিখুন।
শুভকামনা।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

অন্তরন্তর বলেছেন: বরাবরের মতই কষ্টসাধ্য লিখা সুপ্রিয়। আপনাকে আগেই সামু ব্লগের পুরাতন একজন কবির কিছু কবিতার কথা বলতে চেয়েছিলাম। আজকে সুলতানা সিরিজ আপুর পোস্টে জানতে পারলাম সেই কবি আর নেই। যদি সম্ভব হয় পরবর্তী পোস্টে উনার কবিতা দেবার চেষ্টা করবেন এবং উনাকে স্মরন করবেন আশা করি। উনার কবিতা পড়লে বুঝতে পারবেন কত ভাল লিখতেন তিনি( যদিও আমি কবিতা বুঝি কম) । সামু ব্লগে উনার দুটি নিক আছে। শুভ কামনা।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

বিজন রয় বলেছেন: আমি অবশ্যই চেষ্টা করবো কিছু করার।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

অন্তরন্তর বলেছেন: প্রয়াত কবির নাম কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস )।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

বিজন রয় বলেছেন: সুপ্রিয়, আমি ওনার লেখা সম্পর্কে জানি!! আমার ভীষণ খারাপ লাগছে সকালে খবরটা জানার পর!! খবরটা শোনার পর থেকেই আমার মাথায় কাজ করছে পরবর্তী সংকলন পোস্টে ওনার ব্যাপারে কিছু করার। বিষয়টি আমাকে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি যে পুরাতন ব্লগারদের কবিতা পোস্ট করি সে লিস্টে ওনার নামও রেখেছিলাম অনেক আগে থেকেই।

কিন্তু কষ্টের বিষয় উনি তা দেখে যেতে পারলেন না।

বিষয়টি স্পর্শকতার তাই অনেক মন্তব্যের উত্তর না করেই আপনাকে উত্তর করছি আশাকরি অন্য সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগের কবিদের কবিতা খুব একটা পড়া হয়ে ওঠে না। আর আমার একটা বদভ্যাস আছেঃ কোনো কবির একটা কবিতা ভালোলাগলে তার কবিতা নিয়েই পড়ে থাকি।
সামুতে রোজ গড়ে দু'তিন ঘন্টা থাকি। এমন অনেকদিন গেছে, এক কবির কবিতা পড়তে পড়তে সময় চলে গেছে। কারো পোস্ট পড়া হয়নি, মন্তব্য তো দূরে।


আপনার উদ্যোগ বেশ ভালো। গতদিনের মতো এটাও সংরক্ষণে রাখছি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: বদভ্যাস বলছেন কেন? ওটাও তো একটি ভাল দিক।
যাকে ধরলাম তাকে একবারে শেষ করলাম!!

আপনার কবিতার প্রতি অনুরাগ দেখে ভাল লাগল।
সামুতে ২/৩ ঘন্টা থাকা মানে অনেক সময়।
এটা অব্যাহত থাকুক।

শুভকামনা।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সেফ করে আবার কেন জেনারেল করা হলো!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

বিজন রয় বলেছেন: সে কি, কেন? কোন অন্যায় কিছু করেননি তো!!!

তাদের মেইল করুন।

২৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯

আরোগ্য বলেছেন: আবারও অভিনন্দন বিজনদা। বিলম্বে মন্তব্য করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

বিজন রয় বলেছেন: বিলম্ব কোন ব্যাপার না! এই যে বিলম্ব হয়েছে বলে নিজের ভিতর একটি তাগিদ অনুভব করেছেন এটাই অনেক বড়, এটাই আসল অনুভূতি। এটাই আমার সন্মান।

মানুষ এভাবেই বাঁতে চায় বলেই শেষ পর্যন্ত মানুষ জয়ী হয়।
পারস্পারিক এই শ্রদ্ধাবোধ অটুট থাকুক।

আপনি ভাল থাকেন।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.