নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহংগ

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

বিহঙ্গ

কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়, আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।, কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন মান দ্যোতনা ছড়ায়, আবার কারো জীবন ঘুড়ি আকাশে উড়তে না উড়তেই- বাজ পাখী এসে ছোঁ মেরে নিয়ে যায়। আমিও বইছি এক জীবন স্বপ্ন তরী, স্বপ্ন ভাংগা আর গড়ার মাঝে,নিয়ত স্বপ্নচারী।

বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

এক নিঃসংগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা/বিহংগ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫১

তারপর,আমি আমার আপন প্রচ্ছায়াকে সাথী করে নিলাম।

সাথী, পাখির পালকের মতো যে সময়ের মাঝে ছিলো ভালোবাসার সুখ,

আজ অন্ধকারের অমানিশায়,ঝড়ের মাঝে,বিদ্যুতের চমকে-

আমি শুনি সেই পালকের ঝড়ে পড়ার গান।

আমি আমার আপন ছায়ার উপর পা রাখি।

সীমাহীন পথে ছুটে চলা নদীতে সাঁতার কাটি আমার অবারিত স্বপ্নের বৈতরনি নিয়ে।

দূর নক্ষত্রালোকের স্বাতি চেনো নিশ্চয়,

মহাকাশের এক জ্যোতির্ময় নিঃসংগ তারা।

সময়ের শুরুতেই যার প্রতীক্ষা,ভালোবাসার কাংগাল হয়ে

হাহাকার করে পৃথিবীর আকাশে আকাশে।

তারপর, সেই কান্না একসময় মেঘ হয়ে ভাসে।

সেই মেঘ তাপিত হতে হতে -

সময়ের স্রোতধারায় অবগাহন করে মহাসমূদ্রে-

যেখানে ঝিনুকের খোলসে মুক্তোর জন্ম।

ভালোবাসার সেই মুক্তোকে সাথী করে আমি আমার শিয়রের পাশে প্রচ্ছায়ার মতো রেখে দিয়েছি অনন্তকাল।

আমি আর কীবা করতে পারি,বলো।

হয়তোবা সারারাত জাগি

কখনো ভয়, কখনো সংশয়,বেদনা বিঁধুর নির্ঘুম রাত।

চোখ খুলে চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যায় চোখ।

আশাহত হয়ে তবু আশা ফিরে ফিরে আসে বেদনার বন্দরে বন্দরে।

একসময় আমি সেই দুঃখের বন্দরে অন্ধকারের ভিতর থেকে জেগে ওঠি।

তারপর আঁধারের মাঝে আমি আলো খুঁজে ফিরি,

নির্জন সেই নিঃসংগ তেপান্তরে।

জেগে ওঠা আমি-

মহা বিস্ময়ে চেয়ে দেখি -ভালোবাসার প্রতিকূলে ,

বৈষয়িক জীবনের জটরজ্বালায় আটকা পড়ে আছি-

হাজার বছর ধরে মহা বিয়োগের এক অমীমাংসিত মহা সম্মোহনে।

আর জীবনের ইচ্ছেগুলো সব খসে খসে পড়ছে -

একে একে পলেস্তার মতো জীবনের ব্যাথাতুর স্পন্দনে।

আর তুমি শুধু সুখের ভেলায় সওয়ার হয়ে-

জন্মান্তরের সীমাহীন ভালোবাসা বুকে লালন করে-

,ভালোবাসার এক বিশাল সমুদ্র এসে দেখো-

জনম জনমের সব ভালোবাসা বড় বেশী মিছে,

সূর্যসংগমের সেই দূর্নিবার ভালোবাসা জোছনা হননের মাঝে-

মৌনতার বেলাভূমিতে এখন শুধু মৃত্যুর প্রতিক্ষায় আছে।

যেখানে শুধু কষ্টের নুড়ি পাথর,বেদনার উপাসনা আর দুঃখের অনল।

চৈত্রের দাবদাহে ,চিত্তের প্রশান্তি মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে আজ।

এসব ভেবে ভেবে মধ্যাহ্ন রাতের নির্জনতা আমি আরো বেশী আপন করে নেই।

অন্ধকারের বুকে এঁকে দিই ,ভালোবাসার হাজারো চুম্বন।

কিন্তু হায়রে তৃষ্না,মায়াবী তৃষ্না,বিহ্বল তৃষ্না,দিকভ্রান্ত তৃষ্না

আমার আত্মার আহুতিকে আরো উসকে উসকে দেয়।

আত্মার আহাজারিতে ,অমীমাংসিত ভালোবাসার দংশনে

আমার সম্মোহন ভাংগে।

শিয়রের পাশ থেকে সেই মুক্তোকে যুতবদ্ধ করি এবার।

তারপর, অন্ধকারের ভিতর আমি-

ছুটতে থাকি,ছুটতে থাকি,ছুটতে থাকি প্রান্তরে প্রান্তরে-

এক চির নিঃসংগ সারথির হাজার বছরের ভালোবাসা

আমি বয়ে নিয়ে যাবো আজ -

প্রিয়ার পদযুগলে-জন্ম থেকে জন্মান্তরে।



মন্তব্য ৫১ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৮

মুকুল বলেছেন:
তারপর, অন্ধকারের ভিতর আমি-
ছুটতে থাকি,ছুটতে থাকি,ছুটতে থাকি প্রান্তরে প্রান্তরে-
এক চির নিঃসংগ সারথির হাজার বছরের ভালোবাসা
আমি বয়ে নিয়ে যাবো আজ -
প্রিয়ার পদযুগলে-জন্ম থেকে জন্মান্তরে।


অসাধারণ!!! :)
*****

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০২

খোলাচিঠি বলেছেন: অদ্ভূত সুন্দর লিখলেন।
সুন্দরের সব বর্ণনা আপনার লেখাতেই প্রকাশ পাচ্ছে।
পাঠক হিসেবে আমি শুধু পড়ে মুগ্ধ হতে পারি কেবল, কিছু বলার মত ভাষার কমতি লাগছে।
লেখাটা পড়ে মন খারাপ হচ্ছে , কারন কেন যেন মনে হচ্ছে আপনার রাতজাগা রাত্রির কারন আপনি নিজেই বেছে নিয়েছেন।
যাইহোক, ভাল থাকবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: অসাধারন...........
এত সুন্দর একটা কবিতা।
মহাকাশের এক জ্যোতির্ময় নিঃসংগ তারা"................।
ভীষন ভালো লাগলো।শুভেচ্ছা রেখে গেলাম।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬

না বলা কথা বলেছেন: বাউরে বাউ,
এইডা কী কবিতা শুনাইলা।
আমার মাথা ঘুরঘুর করতাছে।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৯

ফারহান দাউদ বলেছেন: "বৈষয়িক জীবনের জটরজ্বালায় আটকা পড়ে আছি-
হাজার বছর ধরে মহা বিয়োগের এক অমীমাংসিত মহা সম্মোহনে।
আর জীবনের ইচ্ছেগুলো সব খসে খসে পড়ছে -
একে একে পলেস্তার মতো জীবনের ব্যাথাতুর স্পন্দনে।"
মনের কথা বললেন। বেশ কয়েকদিন পরে দেখলাম আপনাকে।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৯

মানব মানিক বলেছেন: দূর নক্ষত্রালোকের স্বাতি চেনো নিশ্চয়,
মহাকাশের এক জ্যোতির্ময় নিঃসংগ তারা।
সময়ের শুরুতেই যার প্রতীক্ষা,ভালোবাসার কাংগাল হয়ে
হাহাকার করে পৃথিবীর আকাশে আকাশে।
তারপর, সেই কান্না একসময় মেঘ হয়ে ভাসে।

বন্ধু বিহংগ
অসাধারণ , অসামান্য....এমন লেখা অনেক দেরীতে পেলেও আমার আপত্তি নেই ।

কোনরকম জোর বা দাবী বা আশা করব না আপনার আরো লেখার জন্য......

ভাল থাকবেন
ভালবাসা নিয়ে

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৫

মুনিয়া বলেছেন:

''এক চির নিঃসংগ সারথির হাজার বছরের ভালোবাসা
আমি বয়ে নিয়ে যাবো আজ -
প্রিয়ার পদযুগলে-জন্ম থেকে জন্মান্তরে।''

-- অসাধারণ


৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৪

সারওয়ারচৌধুরী বলেছেন:


+

দুর্দান্ত!!!

পড়া শেষে থমকে যাই!!!!
বোধ ও পর্যবেক্ষণ এবং প্রকাশভঙ্গি দারুন!!

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৯

নাজিরুল হক বলেছেন: + প্লাস।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪২

মিরাজ বলেছেন: বিহংগ আপনি চমৎকার লেখেন ।

আসলেই স্বপ্নচারী আপনি ।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

ভাঙা চাঁদ বলেছেন:

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯

ভাঙা চাঁদ বলেছেন: মহা বিস্ময়ে চেয়ে দেখি -ভালোবাসার প্রতিকূলে ,
বৈষয়িক জীবনের জটরজ্বালায় আটকা পড়ে আছি-
হাজার বছর ধরে মহা বিয়োগের এক অমীমাংসিত মহা সম্মোহনে।
আর জীবনের ইচ্ছেগুলো সব খসে খসে পড়ছে -
একে একে পলেস্তার মতো জীবনের ব্যাথাতুর স্পন্দনে।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: অদ্ভুত সুন্দর !

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪

ভাঙা চাঁদ বলেছেন: মহা বিস্ময়ে চেয়ে দেখি -ভালোবাসার প্রতিকূলে ,
বৈষয়িক জীবনের জটরজ্বালায় আটকা পড়ে আছি-
হাজার বছর ধরে মহা বিয়োগের এক অমীমাংসিত মহা সম্মোহনে।
আর জীবনের ইচ্ছেগুলো সব খসে খসে পড়ছে -
একে একে পলেস্তার মতো জীবনের ব্যাথাতুর স্পন্দনে।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৩

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: অসাধারন বিহংগ । অভিনন্দন তোমাকে ।

কম দেখছি আজকাল । ব্যস্ত তুমি ?

ভাল থাকবে ।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৯

ভাঙা চাঁদ বলেছেন: মামা, শরীর ভালো তবে হৃদয়ে ঘুণপোকায় ধরেছে। কুড়ে কুড়ে খেয়ে যাচ্ছে আমার আমির সবটুকু। নিজের কাছে নিজের সাড়া পাইনা। আমি প্রতিনিয়ত বিদ্রোহ করে যাচ্ছি আমার বিরুদ্ধে।নিজের ভিতর থেকে নির্দেশ পাই নিজকে সবকিছু থেকে গুটিয়ে নেবার জন্য। কিন্তু এভাবে ত আমি বাচতে চাইনা।
তারপর ও বেচে আছি এই আশায় হয়ত একদিন আমি আমার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হব..............

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৪

পলাশমিঞা বলেছেন: ভাইসাব ভালানী?

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৯

নিবেদীতা বলেছেন: তারপর, অন্ধকারের ভিতর আমি-
ছুটতে থাকি,ছুটতে থাকি,ছুটতে থাকি প্রান্তরে প্রান্তরে-
এক চির নিঃসংগ সারথির হাজার বছরের ভালোবাসা
আমি বয়ে নিয়ে যাবো আজ -
প্রিয়ার পদযুগলে-জন্ম থেকে জন্মান্তরে।


দারূণ!!!

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৩

পলাশমিঞা বলেছেন: হকলর মন্তব্য পইড়া মন খারাপ ওইছল, এর লাগি আপনার লাগি কবিতা একট লেখলাম। কিতা কই ওইছেনানী?

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৬

লোকেন বোস বলেছেন: আহ!!!!
চমৎকার লাগলো।

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৪

আশরাফ মাহমুদ বলেছেন: তারপর, অন্ধকারের ভিতর আমি-
ছুটতে থাকি,ছুটতে থাকি,ছুটতে থাকি প্রান্তরে প্রান্তরে-
এক চির নিঃসংগ সারথির হাজার বছরের ভালোবাসা
আমি বয়ে নিয়ে যাবো আজ -
প্রিয়ার পদযুগলে-জন্ম থেকে জন্মান্তরে........

সত্যি ...... ভাবায়..... +

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৬

শফিউল আলম ইমন বলেছেন: হুমম....কাজ থেকে বাসায় ফিরে আপনার কবিতাখানি পড়ে অনেক ভালো লাগল...। নতুন করে কি বলবো.....তবে আপনার লেখার প্রতিটি শব্দেই অসাধারন বার্তা বহন করে..
ধন্যবাদ।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

ফারজানা মাহবুবা বলেছেন: হুম, ছুটতে থাকুন।
হোঁচট খাবেন না। :)
হোঁচট খেলে এ কবিতাই আবার আপনাকে অনুপ্রেরণা দেবে।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫১

প্রণব আচার্য্য বলেছেন: সূর্যসংগমের সেই দূর্নিবার ভালোবাসা জোছনা হননের মাঝে-
মৌনতার বেলাভূমিতে এখন শুধু মৃত্যুর প্রতিক্ষায় আছে।


ভাই বড় ভালো লাগল

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২

আিম েকউ না বলেছেন: এক কথায় চমতকার,
আমার সাথে অমতকার?

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২

আিম েকউ না বলেছেন: এক কথায় চমতকার,
আমার সাথে অমতকার?

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২

আিম েকউ না বলেছেন: এক কথায় চমতকার,
আমার সাথে অমতকার?

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪

চিটি (হামিদা রহমান) বলেছেন: খুব ই সুন্দর!!!!!!!!!

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৮

সিক্স স্ট্রিং বলেছেন: কবিতা িলখাটা আমার জন্য অনেক কষ্টের কাজ। একটা লিখার চেষ্টায় আছি, লিখতে পারলে বিহংগকে পাঠাবো চেক্‌ করে দিতে।
অসাধারণ লিখেছেন।

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৯

সোনার বাংলা বলেছেন:
সে রকম যে রকম হইলে .....
+

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৯

ত্রিভুজ বলেছেন:

চমৎকার....... +++

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০২

আবূসামীহা বলেছেন: অনন্য। +

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪

রোদ্দূর মিছিল বলেছেন: অনেকদিন পর এসেই আপনার চমত্কার এই লেখাটি পড়লাম। আপনি বরাবরের মতই অসাধারণ, অপ্রতিদ্বন্দ্বী।

৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৩

নাদান বলেছেন: অসাধারন !! এমন লেখা শুধু বিহংগের হাত থেকেই বের হতে পারে।

৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪

রাশেদ বলেছেন: আপনার কবিতাগুলো পড়া সোজা। ইলিয়াস ভাইয়ের আর মুজিব ভাইয়ের তো কিছুই বুঝি না। :(

৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪

রাশেদ বলেছেন: নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? অমি রহমান পিয়াল

ধৈর্য্যের শেষ সীমা কিভাবে মাপে আমার জানা নেই। শুধু বুঝতে পারছি আমি সেখানে পৌছে গেছি। সমচেতনার ব্লগারদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি আর পারছি না। এই ইদুর বেড়াল খেলা আর কতদিন চলবে মাননীয় কর্তৃপক্ষ?

আমাদের তো একটাই দাবি ছিলো : নীতিমালা সংশোধন করে সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না এমন একটা ধারা যোগ করতে হবে

খুব কি বেশী ছিলো সে চাওয়া? এ ব্যাপারে গত কমাসে আন্দোলন কম হয়নি। প্রতিবাদে ছাকা ছাকা ব্লগাররা আর লিখছেন না। শুরুর ধাক্কার পর এরাই তো ছিলেন সম্পদ। কিন্তু আপনারা অনড়। আপনাদের কাছে কেউই অপরিহার্য নয়। কলম বিরতির সময় স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত ব্লগারদের তিন-চারটে করে নিকে লগ ইন করার সুবিধা দিয়েছেন (তার প্রমাণও আছে) সব কিছু স্বাভাবিক আছে দেখাতে। কিন্তু আলেক্সা রেটিং বলছে অন্য কথা। সব কিছু স্বাভাবিক নেই। তারপরও আপনাদের কেনো বোধোদয় হচ্ছে না। নইলে আমাদের বলে দিচ্ছেন না কেনো যে স্বাধীনতা বিরোধী চর্চাকে প্রমোট করতেই আসলে এই প্লাটফর্ম আর আমরাই এখানে উড়ে এসে জুড়ে বসেছি। এই সরল স্বীকারোক্তিটুকু করলেই তো বর্তে যাই। সময় বাচে, কাজ ফেলে সংসার ফেলে পড়াশোনা ফেলে ব্যবসা ফেলে কার এত ঠ্যাকা যে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে সামহোয়ারের হিট বাড়াবে।

রাজাকার শিরোমনি গোলাম আজমের পোস্ট পড়লে আপনারা বোধহয় তালি বাজান। মু্ক্তিযুদ্ধ নিয়ে অপমানজনক পোস্ট পড়লে বুঝি আপনাদের উৎসব শুরু হয়। অবিশ্বাস্য এই কথাগুলিই এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। আপনারা সত্যি আমাদের লেখালেখির প্লাটফর্ম করে দিয়েছেন নাকি আমাদের সবার সৃজনশীলতাকে হত্যা করার পরিকল্পিত নীলনক্সা বাস্তবায়ন করছেন সেটা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে উকি দিচ্ছে সবার মনে। নইলে কেনো বারবার আন্দোলন ও প্রতিবাদের পরও আপনারা বাংলাদেশের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন?

দয়া করে আপনাদের অবস্থান আমাদের জানান। আপনারা কি চান? এখানে সব ধরণের বাকস্বাধীনতা দেওয়া হবে এই ধরণের অপযুক্তি বাদে আর কিছু বলুন। আমার পতাকা ও স্বাধীনতার আব্রু নিয়ে টানাটানি যদি বাকস্বাধীনতার চর্চা হয় তাহলে ঘরের মা বোনকে নিয়ে টানাটানিও সেই যুক্তিতে সিদ্ধ। আর এই অপচর্চার অবসান চাই। বহুত করেছেন, আর না। এবার ক্ষান্ত দিন। বাংলাদেশের বুকে বসে বাংলা ভাষা চর্চার মঞ্চ খুলেছেন বলে যে সাধুবাদ পেয়েছেন এতদিন, তা ক্রমেই বিপরীতমুখী হচ্ছে আপনাদের সন্দেহজনক পক্ষপাতদুষ্টতায়। এখানে স্বাধীনতা বিরোধী পোস্টের প্রতিবাদ করলে ব্যান খেতে হয়, ঘরের বউ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টের প্রতিবাদে ব্যান খেতে হয়। আর চিহ্নিত যুদ্ধাপরাধীদের জীবনি আপনারা প্রমোট করেন।

হুসেইন তার এক কবিতায় শুয়োরের সঙ্গে সহবাসে আপত্তি জানিয়েছিলেন। সে পোস্টে সহমত বলে মন্তব্য করেছিলাম। এবার নিজের মুখে সক্রোধে উচ্চারণ করছি- শুয়োরের সঙ্গে সহবাস চাই না, করব না। হয় নীতিমালায় সংশোধন আনুন। নয়তো আমাদের অপমান নিপীড়ন না করে সরাসরি জানিয়েদিন আপনাদের অভিপ্রায়। নাটক করে নয়, সরাসরি। তারপর স্বাধীনতার মর্যাদা রাখতে ব্লগাররা কি করবেন তারাই ঠিক করবেন।

আমি আমার আগের সব পোস্ট ড্রাফট করেছিলাম আপনাদের অনৈতিকতার প্রতিবাদে। এবার বাকিগুলোও করবো। সামহোয়ারে যতদিন না স্বাধীনতা বিরোধী পোস্টের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসে। আমার ব্লগে কোনো পোস্টই থাকবে না। কলম বিরতি, লগ অফ থাকা- এ জাতীয় প্রতিবাদমূলক পদক্ষেপ আমি সহব্লগারদের উপর চাপিয়ে দিতে চাই না। আমি শুধু আমারটাই বললাম।

এত অপমানের পর আপনারাই ঠিক করুন কি করবেন।

এইটা পিয়াল ভাইয়ের লেখা। ওনারটা সরাইছে দেখে আমি রিপোস্ট করছি।


*আমাদের বর্তমান দাবী সমূহ

১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা ।
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

এরশাদ বাদশা বলেছেন: স্পিচলেস!!!!

এতো বেশি ভালো লেগেছে যে, একটুও দেরি করিনি, প্রিয়'র তালিকায় যোগ করতে!

ভালো থাকবেন।

৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪১

মেহরাব শাহরিয়ার বলেছেন: "সেই মেঘ তাপিত হতে হতে -
সময়ের স্রোতধারায় অবগাহন করে মহাসমূদ্রে-
যেখানে ঝিনুকের খোলসে মুক্তোর জন্ম।
ভালোবাসার সেই মুক্তোকে সাথী করে আমি আমার শিয়রের পাশে প্রচ্ছায়ার মতো রেখে দিয়েছি অনন্তকাল"
__________________________________________
অসাধারণ , অনন্য সৃষ্টি .......

...............................................................................................

বিহংগ ,আপনার প্রতিটা কবিতা এত ভালো লাগে , প্রতিটা কবিতা প্রিয়তে রেখে দিতে ইচ্ছা করে । কবিতা বুঝি না বলে একটা ভয় ছিল , এখন নিয়মিত আপনার ব্লগে আসি শুধু কবিতা পড়তে ।

৩৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: সীমাহীন স্বপ্নে বাস করলে হবে শুধু?
কবিতা কই?
শুভেচ্ছা থাকলো।

৪০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫১

দোলাহাসান বলেছেন: এক কথায় চমৎকার।সেরা কবিতা।

৪১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১

চতুরভূজ বলেছেন: অনন্য সৃষ্টি!!!

শো কেইজে নিয়ে নেয়া ছাড়া উপায় ছিলনা।



++

৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৭

কাল্‌বেলা বলেছেন:
উম্মাদনায় ভরা এক জ্বাজল্যমান সৃষ্টি।
দারুন ভালো লেগেছে।
নেটে রেগুলার না হওয়ায় কত কিছু যে মিস করি। শীট্‌!!

৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৪

দোলাহাসান বলেছেন: ভাই আমি লেখাটাকে আমার প্রিয় পোস্ট বানাতে চাই। পারছি না।কি ভাবে করব সাহায্য চাই।ধন্যবাদ

৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১২

দোলাহাসান বলেছেন: প্রিয় পোস্ট হয়েছে ।অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫০

মানব মানিক বলেছেন: বন্ধুবর বিহংগ

আপনার এই কবিতাটি আমার প্রিয়পোস্ট করতে পারলাম না ... আসলে কোন ভাল জিনিসই আমার সহ্য হয় না !
একটু উপায় জানাবেন , প্লিজ ......

ভাল থাকবেন
ভালবাসা নিয়ে

৪৬| ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:৩৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: কি খবর?
দেখছিনা যে ব্লগে?
আশাকরি ভালো আছেন......।
কবিতার অপেক্ষায় আছি।
শুভেচ্ছা।

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

মনিরা সুলতানা বলেছেন: দূর নক্ষত্রালোকের স্বাতি চেনো নিশ্চয়,
মহাকাশের এক জ্যোতির্ময় নিঃসংগ তারা।

৪৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
দূর নক্ষত্রালোকের স্বাতি চেনো নিশ্চয়,
মহাকাশের এক জ্যোতির্ময় নিঃসংগ তারা।

৪৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

একজন আরমান বলেছেন:
কিছু বলার নেই।

মুগ্ধ।

৫০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর

৫১| ২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১১

না পারভীন বলেছেন: ছুঁয়ে গেলো কবিতার মর্মাথ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.