নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শায়মা আপুনি\'র পোস্ট আগমনের সময় কি ঘনিয়ে এলো?

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

২৭...৫৫...৪০...৪৫......???
এগুলো যেন-তেন কোন সংখ্যা নয়!!! এই সংখ্যাগুলো দিয়ে আমার খুব প্রিয় শায়মা আপুনি'র শেষ ৫টি পোস্টের মাঝের দিনগুলো বোঝায়! অর্থাৎ, এই দিনগুলোর অন্তর অন্তর শায়মা আপুনি গত ৫টি পোস্ট দিয়েছেন। গড়ে ৪১.৭৫ দিন!

শেষ ৫টি পোস্টের দিনগুলো হচ্ছে - ২০২৫ সালের ৬ মে, ২১ মার্চ, ১লা ফেব্রুয়ারী, এবং ২০২৪ সালের ৬ ডিসেম্বর ও ৯ নভেম্বর! কিন্তু, এবারে একটু বেশি সময় নিয়ে নিচ্ছেন! প্রায় ৬৪ দিন হয়ে গেলো তাঁর কোন পোস্টের খবর নেই।

শুনেছিলাম, তিনি আবার অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ফিরেছেন কি?

আপুনির পোস্ট মানেই দারুণ কিছু! যেমন মজা করে লেখা, তেমনি চিত্তাকর্ষক ছবি থাকে তাঁর পোস্টে। তাই, অধীর আগ্রহে অপেক্ষায় আছি কবে তিনি পোস্ট দিবেন।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:০৫

শায়মা বলেছেন: বাপরে!!!

তুমি আবার অপেক্ষায় থাকো নাকি!!! :|

প্রথমদিন রোজ রোজ পোস্ট লেখার জন্য মন আকুপাকু করতো। তখন কোনো ফেসবুক টুক ছিলো না শুধুই ব্লগ আর কি সে ভালো লাগা বাংলায় লিখে লিখে.......
এরপর মাসে ৪/৫/৬ টা পোস্ট লিখতে শুরু করলাম একটু বড় কলেবরে.....

তারপর ব্যাস্ততা বাড়তে প্রতি মাসে ১ টা ......

তবে হ্যাঁ নানান নিকে গল্প কবিতা লিখতাম সব সময়.....

এখন এতই ব্যস্ততা বেড়েছে যে কত কিছু মনে মনে ঘুরে বেড়ায় লিখতেই পারি না......

এখনও আমি অস্ট্রেলিয়ায় আছি। কবে পোস্ট দিতে পারবো জানিনা..... নানান কাজে আর বেড়াবেড়ি ঘুরাঘুরি নিয়ে লেখালিখির সময় পাচ্ছি না !!! :(

তবে তোমার কি কাজ কম পড়েছে!!!!!!!!! আমি কত দিন পর পর পোস্ট দেই এই হিসাব নিয়ে বসলে!!!!!!!! হা হা হা :P

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হ্যাঁ, অন্য সবার মতো আমিও অপেক্ষায় থাকি তোমার পোস্টের। তোমার পোস্ট মানেই দারুণ কিছু!!!

দেখো, ওমর খাইয়াম ভাইও এই পোস্টে লাইক দিয়েছেন। তিনিও অপেক্ষায় থাকেন, মনে হোয়!!! :)

তোমার পেইজে উঁকি ঝুঁকি দিতে গিয়েই হিসবের আইডিয়া মাথায় এলো যে!

এখন বলো, কবে পোস্ট দিচ্ছো?

শুভেচ্ছা নিরন্তর।

২| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: হা হা ওমর খাইয়াম ভাইয়া লাইক দিয়েছেন মানে উনি পড়েছেন আর মনে মনে ভাবছেন আহারে আমার প্রাক্তন সাগরেদ আামার গুগানকারী সত্যপথিক ভাইয়াজান দিকভ্রষ্ট হয়ে শায়মা আপুনির পোস্ট চাচ্ছে কেনো!!! :P

কসম খোদার ভাইয়া আমার ধারনা ভাইয়া এটাই ভাবছেন ...... :P :P :P

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হাঁ, হাঁ, হাঁ!!! আসলে উনি তোমার একজন গুণগ্রাহী।

তোমরা দুইজনই ভালো লিখে ব্লগারদের টানতে পারো।

আর, আমি তো তোমার এক ফ্যান।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৪০

শায়মা বলেছেন: ওহ পোস্ট দিতে দেরী হবে ভাইয়া। কাল থেকে বেশি বিজি হয়ে যাবো। তবে হ্যাঁ রোজকার দিনপঞ্জী লিখে চলেছি। কোথায় গেলাম কি করলাম!!! এখানে ভয়াবহ শীত!! :( শীত আমার ভাললাগেনা .........

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আয় হায়!!! ব্লগ একটু গরম অবস্থা। একদম হট ক্যারিয়ার।

তোমার লেখা দরকার ছিলো। সত্যি বলছি।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৪

শায়মা বলেছেন: ছবি মুছে দাও ভাইয়া......
আমি পোস্ট দেবো যত তাড়াতাড়ি পারি ......:)

১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মুছে দিয়েছি! শেয়ারের জন্যে ধন্যবাদ।

তোমার পোস্টের অপেক্ষায় থাকলাম।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শায়মা আপুর গল্প পড়ে অবাক হতাম যতসব গুন পরিবুবুর! এখন শুধু মিস করেই যাই। ব্যাস্ততা সেরে আবারো পোষ্ট দিবে অপেক্ষায় আপনার মতো আমিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.