নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

সব ঠিক আছে তো?

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

 
বুধবার সন্ধ্যা ৬টা। পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে মানুষের ভিড়। এক ব্যক্তির প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ ফটকের ভেতর থেকে টেনে বের করছে দুই যুবক। কালো প্যান্ট পরা খালি গায়ের এক তরুণ তার গালে চড় মারছে। কালো গেঞ্জি পরা আরেকজন এসে ওই ব্যক্তির বুকের ওপর লাফাচ্ছে। কিছুক্ষণ পর আরেকজন এসে একই কাজ করছে। একপর্যায়ে আরেকজন এসে তার মাথায় লাথি মারে। 

ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মিটফোর্ড হাসপাতাল চত্বরে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়। তার পর মরদেহের ওপর চলে এই বর্বরতা।

সাধারণ মানুষ তো বটেই, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাও কেউ এগিয়ে আসেনি। ঘটনার ভয়াবহতায় তারাও হতবিহ্বল। ভিডিওতে হত্যা ও বীভৎসতায় জড়িতদের হাত উঁচিয়ে চিৎকার করে উপস্থিত লোকজনের উদ্দেশে কিছু বলতে শোনা যায়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পূর্ব-পরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েকজন যুবক সোহাগকে বুধবার দুপুরে ডেকে নেয়। সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। সোহাগ পুরোনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটসহ ভাঙাড়ি জিনিসের ব্যবসা করতেন। 

সংশ্লিষ্ট সূত্রমতে, নিহত সোহাগ এবং হত্যাকাণ্ডে অভিযুক্তরা একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সোহাগের ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে। 

শুধু সোহাগ হত্যা নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। গতকাল চট্টগ্রামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ১১ টুকরো করা হয়েছে। তার পলাতক স্বামীকে পুলিশ যশোর থেকে গ্রেপ্তার করেছে। 

সম্প্রতি গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় (১৯) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। ১৮ মে রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যে কোপানো হয়। ১৬ মে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড-সংলগ্ন পাতাম রেস্টুরেন্ট এলাকায় হত্যা করা হয় সামিউর রহমানকে (আলভি) নামে এক ব্যক্তিকে।

সূত্র: পুরান ঢাকায় ব্যবসায়ী খুন, জনসমক্ষে অবর্ণনীয় নৃশংসতা

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

সৈয়দ কুতুব বলেছেন: দেশে পলিটিকাল কিলিং আগেও ছিলো এখন ও কমে নাই সামনেও কমবে না। সরকারের কোনো লাগাম নেই দেশের উপর তাই আদারস খুন , মারামারি বেড়ে গেছে।

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগ তো বিটিভি হয়ে গেছে। আপনি যাও স্রোতের বিপরীতে দুয়েকটা পোস্ট দিতেন, এখন ঝিমিয়ে পড়ছেন দেখি। এই পোস্টটা সরিয়ে ফেলতে হবে।

২| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:০১

নতুন বলেছেন: দেশের মানুষ এমন হিংস্র হয়ে উঠছে কেন?

একটা সমাজে শ খানেক মানুষের সামনে এমনটা হলে সমাজ কিভাবে চলবে?

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশের মানুষ আগেও হিংস্রই ছিল। নতুন কিছু না। তবে কোনো কোনো সময় মানুষের চেতনা জেগে উঠে, কোনো কোনো সময় নয়।

৩| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:০২

সৈয়দ কুতুব বলেছেন: লেখা থাকুক। সবাই পড়বে ।

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আগে তো জীবন। এই নিউজ হাতেগোন‍া কয়েকটা পত্রিকা ছাপছে।

৪| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: নতুন@ভাঙারি বিজনেস নিয়ে যুবদলের কামড়াকামড়ি। পেশা হিসাবে পলিটিক্স বেছে নেয়া খুবই বিপদজনক। এনসিপির নেতাদের নিয়ে আমি শংকিত । তারা কোনো পেশার সাথে জড়িত না। :(

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আগে একদল খেত, এখন সবাই মিলেমিশে খাচ্ছে।

৫| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৬

এইচ এন নার্গিস বলেছেন: একি অদ্ভুত দেশ । এতো নৃশংসতা চার দিকে ? এ কোথায় বাস করছি আমরা? মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই? মানুষ তো আর মানুষ নাই। দুই পেয়ে জন্তু ।

১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গা বাঁচিয়ে চলতে হচ্ছে। যেকোনো সময় মৃত্যু।

৬| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫০

মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামিলীগ - বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ

১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গত ১০ মাসে যে পরিমাণ দাগি আসামি ছাড়া পেয়েছে, এসব খুন-খারাপি হওয়া অসম্ভব কিছু না। গাছের গোড়া কেটে আগায় পানি ঢালছে অন্তর্বর্তী সরকার।

৭| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৯

কামাল১৮ বলেছেন: বাংলাদেশ আজ এক অস্থির জাতিতে পরিনত হয়েছে।এখান থেকে বেরিয়ে আসতে হবে।পর পর দুই তিনটা নির্বাচন সুষ্ঠু হলেই সব ঠিক হয়ে যাবে।গনতান্ত্রিক পরিবেশ মানুষকে উন্নত করে।

১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ‘গণতন্ত্র ব্যর্থ, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে’— শততম জন্মদিনে মাহাথির মোহাম্মদ

৮| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:০০

মেঠোপথ২৩ বলেছেন: আপনার তথ্যে ভুল আছে। নিহত সোহাগ নয় , খুনী মঈন যুবদলের সক্রিয় কর্মী।

https://www.jugantor.com/capital/976632

১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ‘প্রথম আলো’ জানাচ্ছে, সোহাগ একসময় যুবদল করতেন। তবে তাঁর সর্বশেষ রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
‘সময়’ জানাচ্ছে, সোহাগ এবং হত্যাকাণ্ডে অভিযুক্তরা একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৯| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৪

লুধুয়া বলেছেন: কিছুনা নতুন স্বধীনতা উপভোগ করুণ।

১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জেনজিরা অবাক হচ্ছে। মনে করছিল সোনার বাংলা হবে।

১০| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুস্থ রাজনীতি এ দেশে আর হবে বলে মনে হয় না।

১১| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পোস্টটা সরাবেন না, প্লিজ।

১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

১২| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪২

নিমো বলেছেন: আপনি মব সন্ত্রাসকে প্রশয় দিয়েছেন। এখন আপনার বাসায় আসবে এটাইতো স্বাভাবিক।

১২ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা মনে করেছিল অন্যের ওপর হলেও নিজেরা পার পেয়ে যাবে। রক্ষা যে কেউ পাবে না; এখন বুঝতে পারছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.