নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই ভাল আছেন তো!!!!
কি যে ছটফট করেছি প্রতিদিন!!!
আমি ভেবেছিলাম আর কোন দিন ব্লগে ঢুকতে পারবো না। শুনতাম অনেকেই ব্লগে ঢুকতে পারছে! আমি তো ইন্টারনেট টেকিতে ভাল না।
তো আজ একজন একটি পরামর্শ দিল, সেই পরামর্শ মতো কাজ করে সামুতে ঢুকতে পারলাম।
সামু নিয়ে আপনাদের মতো আমারো অনেক আবেগ কাজ করে, তাই সামু ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে, প্রতিদিন মনে হয়েছে আজ যেন কিছু একটা করা হয়নি! আপনাদেরকে খুব মিস করি।
এই উপায়ে যদি সামতে আসতে পারি তাও আপনাদের সাথে দু-একটি কথা বলা যাবে।
তবে এভাবে তো বেশি দিন চলতে পারে না।
সামুর স্বাভাবিক জীবন দ্রুত ফিরে আসুক এই কামনা করছি সবসময়।
অনেক দিন পর আপনাদের অনেককে দেখে খুব ভাল লাগছে।
সবার জন্য শুভকামনা রইল।
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: সে আর বলবেন না! অনেক মিস করেছি আপনাদেরকে!
শেষ পর্যন্ত আসতে পারলাম।
হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে থাকতে চাই।
২| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিও ঢুকেছি গতকাল। কেমন আছেন ?অনেক মিস করেছি সবাইকে।
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৫
বিজন রয় বলেছেন: সৌরভ ভাল আছেন নিশ্চয়ই।
আমি আছি এক রকম। আপনাকে দেখে ভাল লাগছে।
আপনাদের সাথে থাকতে পারাটাই অনেক বড় ব্যাপার!!
শুভকামনা রইল।
৩| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৭
তারেক ফাহিম বলেছেন: দাদা, সামু রোগমুক্ত হয়েছে। নেন মিষ্টি খান দাদা, সামু রোগমুক্ত হয়েছে। নেন মিষ্টি খান
আশা করছি, এখন থেকে পূর্বের ন্যায় আপনার পোষ্টগুলো উপভোগ করতে পারবো।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৩
বিজন রয় বলেছেন: তারেক, আসলেই কি সামু রোগমুক্ত হয়েছে, আমি জানিনা।
আমি তো অন্যভাবে ঢুকেছি।
যাকগে, এখানে আসতে পেরেছি, সেটাই আসল কথা!
আশাকরি আবারো নতুন পোস্ট নিয়ে নিয়মিত হতে পারবো।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০১
খায়রুল আহসান বলেছেন: মাত্র গতকালই আপনার শেষ পোস্টে গিয়ে জিজ্ঞেস/অনেুরোধ করে এসেছিলামঃ কোথায় আছেন, কেমন আছেন, কবি? ফিরে আসুন তাড়াতাড়ি!
আর আজই আপনার এ পোস্ট দেখে কি যে খুশী হলাম! প্রত্যাবর্তনে সুস্বাগতম!
আমিও অনেকদিন অনুপস্থিত ছিলাম, সামু'র দুয়ার রুদ্ধ ছিল বলে। এখনো স্বাভাবিক পন্থায় প্রবেশ করতে পারছি না। জানিনা, এভাবে কতদিন চালাতে পারবো।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: শ্রদ্ধভাজনেষু.....
আপনার ওই মন্তব্যটি আমি আজই দেখেছি।
পরে কোন একসময় উত্তর করতাম এটা ভেবে রেখেছি।
আসলে সামু বন্ধ হওয়ার জন্য ওই পোস্টে কাউকেও উত্তর করা হয়নি।
আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি এটাই বড় কথা।
আমাকে যেভাবে কবি বলেন, আমি লজ্জ্বা পাই। আমি আসলে কবি নই।
এভাবেই সাথে থাকুন।
৫| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০১
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন হে!!
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: আপনাকেও অভিবাদন সেলিম আনোয়ার অজস্র কবিতার কবি।
শুভকামনা সতত।
৬| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৮
তারেক_মাহমুদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও সু স্বাগতম।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: ভাল ছিলেন নিশ্চয়ই এতদিন!
ভাল লাগল আপনাকে পেয়ে।
ভাল থাকুন সবসময়।
৭| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে মিস করছিলাম।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: আপনাকে প্রথমে চিনতে পারিনি!
ক্ষমা করবেন।
আশাকরি নিয়মিত কথা হবে।
৮| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা
আপনি কেমন আছেন
শুভ ব্লগিং
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: হা হা হা আপা ভাল আছি।
অনেক দিন পর ব্লগে আসতে পারলাম।
আপনাদের পাশে পাবো তো?
৯| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ পাশে ছিলাম
পাশেই পাবেন দু:খ অথবা সুখে।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপা। সাহস পেলাম।
আপনার সবুজ মনটার জন্য শুভকামনা।
১০| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫
রাকু হাসান বলেছেন:
এত দিন থাকলেন কিভাবে সামু ছাড়া । ফিরে আসায় স্বাগতম ভাইয়া । মিস করেছি । কেমন অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়েছি।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১০
বিজন রয় বলেছেন: আমি তো সামুকে ছেড়ে থাকতে চাইনি, বাধ্য হয়েছি!
প্রতিদিন চেষ্টা করে গেছি।
আজ পারলাম!!
অদৃশ্য বন্ধন আরো দৃঢ় হবে আশা করি।
১১| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আপনি ব্লগিং করতেন কোন উপায়ে এতদিন?
১২| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৮
নতুন নকিব বলেছেন:
খুবই চিন্তাযুক্ত ছিলাম আপনি অসুস্থ কি না তাই ভেবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনি ফিরে এসেছেন অবশেষে। এবার আপনাকে আর হারাতে চাই না। মুঠোফোনে আটকে রাখতে পারলে অন্তত: সে চেষ্টাটুকু করার ইচ্ছে। সময় সুযোগমত যোগাযোগ করার চেষ্টা করলে আশা করি সারা দিবেন এবং সেজন্য আগাম অভিবাদন জানিয়ে রাখছি।
ব্লগে প্রবেশ জটিলতায় এখানে আসা হয় খুব কমই। তবু প্রিয় মানুষদের দেখতে মাঝে মাঝে উঁকি দিয়ে যাই প্রিয়প্রাঙ্গনে। অনেককেই পাই না। মন খারাপ হয়। তবু প্রতীক্ষায় থাকি। সামুর সুদিনের আশায় থাকি। একে একে সামু পরিবারের সকলের ফিরে আসার প্রহর গুনে গুনে দিন পার করি।
আপনাকে পেয়ে অনেক আনন্দিতবোধ করছি আজ। কুশলে থাকুন। শুভকামনা সবসময়।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: সেই চেনা বিনয় আর অমায়িক ধারা ঝরে পড়ল আপনার কথাগুলোতে!
আপনার কথা বলার সরলতা আমাকে ভাল থাকতে সহায়তা করে।
আমি তো অনেক চেষ্টা করতাম ব্লগে আসার জন্য, কিন্তু এতদিন পারিনি!
সামু আগের মতো হবে এই আশা সবসময় করি।
অনেক অনেক ভাল লাগল।
সাথে থাকুন।
১৩| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫২
মা.হাসান বলেছেন: আপনি ফিরে এসছেন দেখে খুব ভালো লাগলো। ভালু থাকুন, অনেক শুভকামনা।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৬
বিজন রয় বলেছেন: ফিরে আসতে চেয়েছি সবসময়, সবসময়। পারিনি!!
নিজের ভিতর কুঁকড়ে থেকেছি।
অবশেষে এলো সেই ক্ষণ, আপনাদেরকে দেখতে পাচ্ছি।
আপনাদের সাড়া পাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ।
১৪| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ গৃহ প্রত্যাবর্তন ! আমি কিন্তু সব সময়ই উপস্থিত ছিলাম।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আপনি সৌভাগ্যবান।
যেভাবে আমাকে আহ্বান জানালেন তা মনে থাকবে।
ভাল থাকুন।
১৫| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনি ব্লগিং করতেন কোন উপায়ে এতদিন?
ভিপিএন দিয়ে।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: তো আমাতে একটু জানাতে পারতেন ভিপিএন এর কথা!
শুধু একাই সুবিধা নিলেন!!
১৬| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৬
আরোগ্য বলেছেন: বিজনদার আগমন শুভেচ্ছার স্বাগতম। আপনাকে খুব মিস করেছি।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: ওহ! আপনি! ভাল আছেন নিশ্চয়ই।
আপনাদের সান্নিধ্যে আবার হয়তো ব্লগে চঞ্চল হয়ে উঠবো।
শুভকামনা রইল।
১৭| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
ঘরে ফেরার আনন্দ
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: ঘরে ফেরায় আনন্দ আছে, কিন্তু তাতে দায়িত্ব বেড়ে যায় যে!
এতদিন যে আপনাদেরকে পাইনি তার অভাব পূরণ হবে কিসে?
১৮| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
খুব বেশি দেরি না, হয়তো আমরা অতি দ্রুতই কোন প্রকার প্রক্সি ছাড়া ভালোবাসার আঙ্গিনার মিলন মেলা চাঙ্গা করে তুলবো। আপনার প্রত্যাবর্তন আমাদের জন্য অত্যন্ত আনন্দের প্রিয়।
অকৃত্রিম ভালোবাসা বৃদ্ধি পাক সব সময়।
নির্মল শুভকামনা আপনার জন্য।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫২
বিজন রয় বলেছেন: তাই হোক।
কোন বাঁধা ছাড়াই সামুকে লিখতে চাই।
আপনার এই অনেক আন্তরিকতাপূর্ণ কথাগুলো হৃদয়ে তুলে রাখলাম।
ভাল থাকুন সবসময় প্রিয় তাজুল।
১৯| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: VPN জিনিসটা সম্পর্কে আমার কোন আইডিয়া নাই.।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: সেম টু মি। আমারো কোন আইডিয়া নেই।
আবার আসার জন্য ধন্যবাদ।
২০| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
সুমন কর বলেছেন: কেমন আছেন?
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৪
বিজন রয় বলেছেন: শুধু আমি ভাল আছি, কিন্তু দেশের কথা ভাবলে ভাল নেই।
ধন্যবাদ সুমনদা।
২১| ২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেজ দাদা যে!!
আগে বলবেন না! আমরা তো অল্প কিছু সময় ছাড়া এই মহা দুর্যোগেও সবসময় থাকার চেষ্টা করেছি!
যাইহোক। ওয়েলকাম ব্যাক
থাকুন সবসময় সামুর সাথে
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: হ্যাঁ, সামুকে ব্লক করার পর থেকে এপর্যন্ত আমি ব্লগে ঢুকতে পারিনি!
কি যে কষ্ট!
আমার তো কারো সাথে এই আলাপ হয়নি, তাই জানতে পারিনি।
অনেক অনেক ধন্যবাদ সিনিয়র।
২২| ২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
দাদা বিহনে
জীবন যে কেটেছে কেমনে
তা বুঝাব কেমন করে
এসে জানান দিলেন বলে
দারুন খুশী হলাম মনে মনে ।
কামনা করি এই শুভ লগনে
কথা হোক এখন থেকে
বারে বারে ক্ষনে ক্ষনে ,
ব্লগে আগমনকারী নতুন যারা
পায়না কোন মন্তব্য কস্মিনকালে
তারা প্রাণ বায়ু ফিরে পাবে
তব আগমনে ।
শুভেচ্ছা রইল
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: মরার আগে আপনাকে অন্তত একবার দেখতে চাই।
আশাকরি সে সুযোগ করে দিবেন।
বাকী কথা হতে থাকবে.................!!
২৩| ২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৮
নূর আলম হিরণ বলেছেন: ওয়েলকাম ব্যাক।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০১
বিজন রয় বলেছেন: আপনি ভাল আছেন?
অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।
কথা হবে।
২৪| ২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে কবি ।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০২
বিজন রয় বলেছেন: গিয়াস ভাই এতদিন এখানে আসতে চেষ্টা করেছি, পারিনি।
তাই আপনাদের সাথে কথা বলতে পারিনি।
সাথে থাকুন।
২৫| ২১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৭
ইসিয়াক বলেছেন: ওয়েলকাম ব্যাক।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: সুন্দর, ইাসয়াক ভাই।
সবাইকে যেন নতুন করে পাচ্ছি।
ভাল লাগছে।
ভাল থাকুন।
২৬| ২১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দাদা,
আপনার ফিরে আসায় স্বস্তি পেলাম। আপনাকে আমরা প্রচন্ড মিস করেছি।আপনার লাস্ট পোস্টে আমার একটা কমেন্টও আছে এ প্রসঙ্গে। আশা করি এখন থেকে আবার নিয়মিত হবেন।
অনেক অনেক শুভেচ্ছা দাদা আপনাকে।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: এই ফিরতে পারায় আপনারা আমাকে যেভাবে গ্রহণ করছেন এক কথায় তা অসাধারণ।
একজন একরত্তি মানুষ হিসেবে তা আমার অনেক বড় পাওনা।
লাস্ট পোস্টেন কোন মন্তব্যের উত্তর করতে পারিনি।
পোস্ট দেওয়ার পর দিনই তো সামু ব্লক করে দিল।
অবশ্যই নিয়মিত থাকবো।
শুভকামনা রইল।
২৭| ২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার প্রত্যাবর্তনের সফলতায় আমার তরফ থেকে আমার নাতনি নয়নতারার একটা ছবি দেখুন। ওর বাবার কোলে চড়ে কয়েকদিন আগে ছবিটা তোলা হয়েছে।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২১
বিজন রয় বলেছেন: এমনভাবে এই মন্তব্যটি করলেন যে, এটার সাথে কোন কিছুর তুলনা চলে না।
কি দিয়ে আপনাকে ধন্যবাদ দিব বলুন তো!
তবে এটার প্রাপ্য আপনাকে দেবই একদিন।
"নয়নতারা"..... আপনার তৃতীয় প্রজন্ম, আমাদের নতুন আলো!!
শুভকামনা রইল, সকলকে।
২৮| ২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪১
আখেনাটেন বলেছেন: শুভেচ্ছা বিজন দা, হারিয়ে না যাওয়ার জন্য।
*উপরের কিউটি নয়নতারার ছবির দিকে তাকিয়েছিলুম বেশ কিছুক্ষণ। সুইট পিকচার।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৪
বিজন রয় বলেছেন: হারিয়ে যেতে চাইনা কখনো।
আপনিসহ কয়েকজন ব্লগারকে আমার প্রয়োজন।
পরে কখনো বলবো সেসব কথা।
আপাতত শুভকামনা।
২৯| ২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে আমাকে না চেনারই কথা।
শুধুমাত্র সামহোয়্যারইন ব্লগ টিমকে নিজের ক্ষুদ্র জ্ঞান দিয়ে সাহায্য করার উদ্দ্যেশ্যেই ফেসবুকে পদার্পণ। তাই এতে আমি কিছু মনে করছিনে। ব্লগ স্বভাবিক হয়ে গেলে ফেসবুক থেকে আমিও উড়াল দিবো।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: মানে!!
আপনি উড়াল দিবেন মানে?
আপনি যেখানে যান না কেন, আপনার সাথে যোগাযোগ রাখতে চাই।
কথা দিন...!
৩০| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৬
ক্লে ডল বলেছেন: সুস্বাগতম!! আপনার কষ্টটা বুঝতে পারছি। আমিও কয়েকমাস এমন আটকে ছিলাম।
উপরের কিউটি নয়নতারার জন্য অনেক অনেক দোয়া। নয়নতারা, সকলের নয়নের তারা হয়েই থেকো।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: যে একই কষ্ট পায় সেইই তো বুঝতে পারে সেই কষ্টের মর্ম।
আপনাকে পেয়ে ভাল লাগল।
নয়নতারা ছবিটা আমার এখানে দেওয়াতে আমার এই পোস্ট বহুগুনে সুন্দর হলো।
অসাধারন সুন্দর।
৩১| ২২ শে জুলাই, ২০১৯ ভোর ৬:১৯
ল বলেছেন: ওয়েলকাম ব্যাক - দাদা
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: ভাল আছেন প্রিয় এক অক্ষরের ব্লগার, "ল"
আশাকরি আগের মতোই সাথে থাকবেন!
শুভকামনা।
৩২| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৪১
নীল আকাশ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল!
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪০
বিজন রয় বলেছেন: হে নীল আকাশ, আলো দাও, জল দাও।
ভাল লাগল নীল আকাশ!!
সাথে থাকুন।
৩৩| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ওয়েলকাম ব্যাক, দাদা
ট্রিট চাই ....
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: ট্রিট..... হ্যাঁ ট্রিট তো চলবেই।
তৈরী হন।
ভাল থাকেন।
৩৪| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪২
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: আমি সামুতে লিখি কম, কিন্তু দেখি বেশি। প্রত্যহ চেষ্টা করি ঢুকতে, কখনো পারি, কখনো পারিনা। আজ ঢুকতে পেরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ মৃধা ভাই।
এখন থেকে বেশি বেশি লিখুন।
ভাল থাকুন।
শুভকামনা।
৩৫| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সামুতে আবারো স্বাগতম।
২২ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সিনিয়র ব্লগার।
ভাল থাকুন সবসময়।
৩৬| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও অনেক দিন পর নিয়মিত হলাম।
স্বাগতম।
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: ওহ মাইদুল আপনি এসেছিলেন! মিস করেছিলাম বড্ড।
আসলে ব্লগে না আসতে পারলে নিয়মিত হওয়া তো যায় না।
অনেক চেষ্টা করে একটি পথ পেয়েছি।
যাক, আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দাদা ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে বহুদিন দেখিনাই, দেখে অনেক ভালো লাগছে। মিশে থাকুন আপনজনদের কেউ হয়ে এই সামুপরিবারে।