নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

জীবনের এই কি মূল্য ?

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৩


জীবন যে মূল্যবান,
এই সহজ সত্যটাই বসেছি ভুলতে
মিউনিখে ম্যাকডোনাল্ডসে যে কিশোররা
জীবনের স্বাদ পেতে এসেছিল,
নিসে আপামর ওই যে অজস্র মানুষ
জীবনের জয়গাথার উত্সবে মত্ত ছিলেন,
কাবুলে অসংখ্য যে লোক আরও একটু ভাল
জীবনেরই সন্ধানে বিক্ষোভে সামিল হয়েছিলেন,
তাঁদের জীবনের এই কি মূল্য ?
শোলাকিয়া বা ঢাকায়, মুম্বইয়ে বা জয়পুরে,
ইরাকে বা সিরিয়ায়, আফগানিস্তানে অথবা পাকিস্তানে
আচমকা, এক লহমায় অসংখ্য মানুষ এক
আর্তনাদে সামিল হয়ে যাচ্ছেন যখন,
জীবন তাঁদের জন্যে কী অর্থে থাকছে মূল্যবান ?
অথচ এখনও তাঁদের জীবিত আত্মীয়-বন্ধুরা
ওই জীবনকে মূল্যবান ভেবে এসেছেন।
তবে ভাবে না মুষ্টিমেয় কিছু ব্যক্তি
নিজের জীবনকেও মূল্যবান ভাবে না
বলেই অন্যের কোনও দামই আর থাকে না তাদের কাছে।
একাকী নেকড়ে, লোন উলফ অথবা জনা কয়েক মিলে
অনেক মানুষ মেরে সব শেষে নিজেরাও মরে যায়।
অসংখ্য নিরীহ, ধর্মভীরু, শান্তিপূর্ণ মানুষের মৃত্যু
কোন ক্ষমতাকেন্দ্রকে আঘাত করার হাতিয়ার,
কার বিরুদ্ধে এই যুদ্ধ— এই সব প্রশ্নকে
অবান্তর করে দিয়ে আপাতত মৃত্যুর মিছিল।
জীবন মূল্যবান থেকেছে এ যাবত্ তার নিজের দ্যুতিতে।
কত কী করার রয়েছে, এই বোধই
হীরকখচিত করেছে জীবনের বোধকে।
ইদানীং অন্য কারণে জীবনকে মূল্যবান লাগছে।
যে কোনও মুহূর্তে, এক অঙ্গুলি হেলনে
খোওয়া যেতে পারে, অতএব মূল্য বাড়ছে জীবনের।
তার দামটা যেন টের পাওয়া যাচ্ছে
গোপন কুলুঙ্গিতে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে
প্রাণ ভোমরাটাকে,এই কি জীবন?
কে দিবে তার বিমা অকারণ ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০০

চাঁদগাজী বলেছেন:



মানুষের সমাজে বিকলাংগ মগজের শয়তান জন্ম নিচ্ছে।

২| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫

শুভ্র বিকেল বলেছেন: দারুণ বলেছেন ভাই। ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনের এই কি মূল্য? ভালো ভালো কথা বলেছেন । ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.